কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

এজাহারভুক্ত আসামিকে আটকের পর ছেড়ে দিল পুলিশ

কালীগঞ্জ থানা, ঝিনাইদহ। ছবি : কালবেলা
কালীগঞ্জ থানা, ঝিনাইদহ। ছবি : কালবেলা

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার এজাহারভুক্ত আসামি রাজু আহমেদকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে তাকে উপজেলা চত্বর থেকে আটক করা হয়।

রাজু আহমেদ উপজেলার আড়পাড়া এলাকার কওসার মহুরীর ছেলে ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার ৭৩নং এজাহারভুক্ত আসামি।

তবে পুলিশ বলছে, মামলার বাদী জাহিদুল ইসলাম ভুল করে রাজু আহমেদের নাম দিয়েছে। এজন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ৪ আগস্ট আওয়ামী লীগের ৪৫০-৫০০ জন নেতাকর্মীরা দেশীয় অস্ত্র হাতে মিছিল নিয়ে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পৌর যুবদলের সদস্য সচিব বাদী হয়ে ৯৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। সেই মামলার ৭৩ নং এজাহারভুক্ত আসামি রাজু আহমেদ। এ মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা কারাগারে আছেন।

মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ থানার এসআই চয়নের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর ২০-২৫ জন যুবক রাজু আহমেদকে ছাড়িয়ে নিতে থানায় যায়। পরে পুলিশ তাকে ছেড়ে দেয়। তবে এজাহারভুক্ত আসামি রাজু আহমেদকে বিপুল অর্থের লেনদেনের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় বিএনপি নেতারা।

মামলার বাদী জাহিদুল ইসলাম বলেন, রাজু আহমেদ গত ৫ আগস্টের আগে পৌর যুবলীগের আহ্বায়ক শফিকুজ্জামান রাসেলের সঙ্গে যুবলীগের রাজনীতি করতেন। এছাড়াও নৌকার পক্ষে ভোট চাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমন ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে। তিনি বিএনপির দলীয় অফিস পোড়ানোর সঙ্গেও জড়িত। তার নাম জেনেশুনেই দেওয়া হয়েছে। পুলিশ যা বলছে সেটি বানোয়াট ও মিথ্যা।

ঝিনাইদহ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর তৌহিদুল ইসলাম বলেন, এজাহারভুক্ত কোনো আসামিকে আটকের পর পুলিশ ছেড়ে দেওয়ার ক্ষমতা রাখে না। আর জিআর মামলা রেকর্ড হওয়ার পর এটির বাদী হয়ে যায় রাষ্ট্র আর অভিযোগকারী হয়ে যান স্বাক্ষী মাত্র। একমাত্র আদালত তাকে জামিনের মাধ্যমে ছাড়তে পারে।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, মামলার বাদী বলেছে রাজু আহমেদের নাম ভুল করে দেওয়া হয়েছে। এজন্য তাকে ছেড়ে দিয়েছি। কোনো টাকা-পয়সার লেনদেন হয়নি। আটকের পর আপনি ছেড়ে দিতে পারেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণার দাবি ডাকসুর

কালিগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি : ডা. শহিদুলের সঙ্গে হাজারো নেতাকর্মীর পদযাত্রা

বান্দরবান বিশ্ববিদ্যালয় / শিক্ষার মান উন্নয়নে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম স্থানান্তরের সিদ্ধান্ত

আইসল্যান্ডে দিনে ১,৬০০ ভূমিকম্প, স্বাভাবিক না ভয়াবহ সংকেত?

ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা

অবরোধের ঘোষণা চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের

ভূমিকম্প আতঙ্ক / ঢাবির পর জবিরও ক্লাস-পরীক্ষা বন্ধ

নেই কোনো পানিপ্রবাহ, তবু নির্মাণ হচ্ছে ৯ কোটি টাকার সেতু

বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই

আগামী নির্বাচন গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার মুহূর্ত : শেখ আব্দুল্লাহ

১০

বাগদত্তার সঙ্গে উদ্যম নাচ ডাক্তারের, অতঃপর...

১১

ভূমিকম্পের ঘটনায় ঢাবিতে রোববারের ক্লাস-পরীক্ষা স্থগিত

১২

মার্কিনিকে আমন্ত্রণ জানিয়ে বিপদে ইসলামিক সংস্থার প্রধান

১৩

সাভারে পালিয়ে থাকা জামালপুরের আ.লীগ নেতা গ্রেপ্তার

১৪

কামিন্সের পরামর্শেই ওপেনিংয়ে নামেন হেড

১৫

তারেক রহমান সঠিক লোকের হাতেই প্রতীক তুলে দিয়েছেন : ড. এমএ কাইয়ুম

১৬

ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন পাঞ্জাবি গায়ক

১৭

মতবিনিময় সভায় বিশেষজ্ঞরা / বিমা আইন সংশোধনের আগে আইডিআরএর সংস্কার প্রয়োজন

১৮

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছিন্নমূল বৃদ্ধাদের নিয়ে দোয়া মাহফিল

১৯

ফিকশন বিভাগে রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন রাহিতুল ইসলাম

২০
X