চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৫:৪৩ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ফোম কারখানায় ভয়াবহ আগুন

চট্টগ্রামের সাগরিকায় একটি ফোম কারখানায় আগুন। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সাগরিকায় একটি ফোম কারখানায় আগুন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সাগরিকায় এবার ফোমের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে নগরের পাহাড়তলীর সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।

প্রায় ৫০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন। কালবেলাকে তিনি বলেন, বিকেল ৪টা ২০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের তিনটি ও বন্দর ফায়ার সার্ভিসের ২টিসহ মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে বিকেল ৫টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

তিনি আরও বলেন, মূলত বিভিন্ন ফার্নিচার, রিকশা ও সরঞ্জামের ফোম সেই গোডাউনে সংরক্ষণ করা হয়েছিল। সেখানে বিভিন্ন প্রকার ফোম ছিল।

এদিকে প্রত্যক্ষদর্শী আব্দুল কালাম বলেন, বিকেলে হঠাৎ করেই এই আগুনের সূত্রপাত হয়। গোডাউনটিতে সব ফোম থাকায় পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয় যায়। এই ধোঁয়া দেখে সবাই ভয় পেয়ে যায়।

এর আগে মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট কর্ণফুলী মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। রাত ১১টার কিছু সময় পর আগুন নেভানো যায়। তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি জানা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা এসব নিরুপণে কাজ করছেন।

এর আগের দিন সোমবার (১১ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজার এলাকার নূপুর মার্কেটের একটি জুতার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘মার্কেটের গোডাউনে একটি জুতার গুদামে আগুন লেগেছিল। নন্দনকানন স্টেশন থেকে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভানো সম্ভব হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

০৩ মে : আজকের নামাজের সময়সূচি

ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

হবিগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

স্বাস্থ্য পরামর্শ / এজেন্ট বা উৎপাদকের কারণে মানুষ রোগাক্রান্ত হয়

শিক্ষকের ওপর হামলা, মধ্যরাতে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়

বাকেরগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

দাউদকান্দি থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ সদস্য আহত 

বন্ধ হলো নভোএয়ারের ফ্লাইট

ব্র্যাক ব্যাংকের ৫ হাজার কোটি টাকার আমানত বৃদ্ধি

পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, সেনা সদ্যদের প্রতিশ্রুতি

১০

নাসির উদ্দীন পিন্টুর দশম মৃত্যুবার্ষিকী শনিবার

১১

ধরে নেওয়া ৪ জেলেকে ছেড়ে দিল আরাকান আর্মি

১২

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭

১৩

মাওলানা রইস হত্যা / খুনিরা গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৪

রাজনৈতিক দলগুলোর বক্তব্য অপরিপক্ব : শফিকুল আলম

১৫

মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করছে পুনাক

১৬

শরীরে আগুন লাগিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৭

‘সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ’

১৮

এবার এসএসসি পরীক্ষার্থীসহ ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

১৯

ভুল ভিডিওর জন্য দুঃখ প্রকাশ

২০
X