গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ঋণ না দেওয়ায় ম্যানেজারকে মারধর করে ভল্টের চাবি ছিনতাই

গৌরীপুর থানা। ছবি : সংগৃহীত
গৌরীপুর থানা। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকের ম্যানেজার মাহাবুবুর রহমানকে মারধর করে ভল্টের চাবি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ব্যাংকের ম্যানেজার মাহাবুবুর রহমান বাদী হয়ে গৌরীপুর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের সাদেক মিয়ার ছেলে নাহিদুল ইসলাম রাসেল, বাচ্চু মিয়ার ছেলে আজিজুল হকসহ অজ্ঞাত তিনজন।

এর আগে বুধবার সন্ধ্যায় গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নাহিদুল ইসলাম রাসেল ও আজিজুল হক ঈশ্বরগঞ্জ সোহাগী শাখা কৃষি ব্যাংকের ঋণের জন্য আবেদন করেন। ঋণের আবেদন যাচাইবাছাই করে আবেদন নামঞ্জুর করে ব্যাংক কর্তৃপক্ষ। পরে ওই দুই ব্যক্তি ঋণ দেওয়ার জন্য ব্যাংকের ম্যানেজারকে চাপ দিলে তিনি অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তি ম্যানেজারকে হুমকি দেন।

এদিকে বুধবার ব্যাংকের ম্যানেজার মাহাবুবুর রহমান ব্যাংকের কাজ শেষে ঈশ্বরগঞ্জের সোহাগী থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় পথরোধ করে নাহিদুল ইসলাম রাসেল ও আজিজুল হকসহ সংঘবদ্ধ একটি দল তাকে মারধর করে ব্যাংকের ভল্টের চাবি ছিনতাই করে নিয়ে যায়।

এদিকে চাবি ছিনতাইয়ের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনিসংহ উত্তর জেলা শাখার ডিজিএম মো. কামরুল হাসান। তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে ব্যবস্থা নেওয়া হবে।

ব্যাংকের ম্যানেজার মাহাবুবুর রহমান বলেন, ওই দুই ব্যক্তির ব্যাংক ঋণের আবেদন যাচাইবাছাই করে নামঞ্জুর করা হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে গালাগাল করে হুমকি দেন। বুধবার ব্যাংকের কাজ শেষে বাড়ি ফেরার পথে আমাকে মারধর করে আমার সঙ্গে থাকা ব্যাগসহ ব্যাংকের চাবি ছিনিয়ে নিয়ে যায়।

গৌরিপুর থানার ওসি (তদন্ত) আব্দুল মালিক বলেন, ব্যাংক ম্যানেজারকে মারধরের ঘটনায় ব্যাংকের ম্যানেজার মাহাবুবুর রহমান বাদী হয়ে দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআরের সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস বরখাস্ত

সকাল ৯টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব জেলায় 

‘কার্টা ব্লু’ ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ইতালি

যুক্তরাজ্য বিএনপি নেতা ড. মুজিবের ছেলের বিয়েতে সস্ত্রীক তারেক রহমান 

আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক হতাহত, হেফাজতের শোক ও সহায়তার আহ্বান

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচি দিল ছাত্রদল

বনানীর সেলসিয়াস সিসা লাউঞ্জে পুলিশের অভিযান

অবশেষে মাদক সম্রাজ্ঞী আ.লীগ নেত্রী স্বপ্না আক্তার আটক

সর্বদলীয় বৈঠক শেষে ফেরার পথে জাগপা সভাপতিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা

১০

নাটোরে ডা. আমিরুলকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি ড্যাবের

১১

গাজীপুরের কমিশনারের দায়িত্ব থেকে সরানো হলো নাজমুল করিমকে

১২

একাত্তরে ভুল করেছেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন : টুকু

১৩

দুই কিংবদন্তি অলরাউন্ডার সাকিব ও সিকান্দারকে ‘এক’ করলেন জুলফিকার!

১৪

বিএনপিকে এনসিপির শুভেচ্ছা / ‘আমরা তর্কবিতর্ক করব কিন্তু পারস্পরিক সৌহার্দ্য থাকবে’

১৫

পুরো সেপ্টেম্বরের পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

১৬

নদীতে জাল ফেলা নিয়ে দ্বন্দ্বে হামলা, জেলের মৃত্যু

১৭

ক্ষমা চাইলেন রিটকারীকে ধর্ষণের হুমকি দেওয়া সেই শিক্ষার্থী

১৮

আহত চবি শিক্ষার্থীদের দেখতে চমেকে শাহজাহান চৌধুরী

১৯

জাঁকজমক আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

২০
X