মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০৪:৩৩ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশি ৫ যুবককে থাইল্যান্ডে আটকে মুক্তিপণ দাবির অভিযোগ

ভুক্তভোগী পাঁচ যুবক। ছবি: সংগৃহীত
ভুক্তভোগী পাঁচ যুবক। ছবি: সংগৃহীত

উন্নত জীবন ও মোটা টাকা রোজগারের স্বপ্ন দেখিয়ে মালয়েশিয়ায় নেওয়ার কথা বলে থাইল্যান্ডে পাঁচ যুবককে আটকে নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে।

আটক যুবকদের বাড়িতে ফোন করে এই মুক্তিপণের টাকা চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী যুবকদের পরিবার।

ভুক্তভোগী যুবকরা হলেন- মনিরামপুর উপজেলার লাউড়ী গ্রামের আব্দুল লতিফের ছেলে হামিদুল ইসলাম, একই গ্রামের মোতালেব হোসেনের ছেলে হুরাইরা হোসেন, হাজরাকাঠি গ্রামের আরিফ হোসেন, পৌর এলাকার তাহেরপুর গ্রামের বিল্লাল হোসেন ও কেশবপুর উপজেলার আল-আমিন।

এদের বয়স ১৯-৩০ এর মধ্যে। এর মধ্যে ভুক্তভোগী হামিদুল ইসলামের মা ছেলেকে ফেরত পেতে মনিরামপুর থানায় অভিযোগ করলে বিষয়টি জানাজানি হয়।

আরও পড়ুন: কালবেলায় সংবাদ প্রকাশ, সেই স্বাস্থ্য সহকারী বদলি

হামিদুলের মা সুফিয়া খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার সোনা ইটভাটায় কাজ করতো, সংসার ভালোই চলতো। মালয়েশিয়ায় মোটা অংকের বেতনে কাজ পাইয়ে দেবার টোপ দিয়ে প্রতিবেশী নুরুর মাধ্যমে তার বাড়িতে আসে মেহেদি হাসান ও মুরাদ হোসেন। মালয়েশিয়ায় নিতে সাড়ে ৪ লাখ টাকায় চুক্তি হয়। টাকা পরিশোধের পর তার ছেলেকে মালয়েশিয়ায় নেবার জন্য গত ২২ জুন ঢাকায় নিয়ে যায়। এরপর একই মাসের ২৩ জুন মালয়েশিয়ার উদ্দেশে বিমান ছাড়বে বলে ছেলে হামিদুলের সঙ্গে শেষ কথা হয়। তারপর থেকে ছেলের সাথে যোগাযোগ বন্ধ। দালাল মেহেদির সঙ্গে যোগাযোগ করা হলে ছেলে হামিদুল থাইল্যান্ডে আটক রয়েছে বলে জানায়। ছাড়াতে ৭০ হাজার টাকা পাঠাতে হবে। সেই টাকার জন্য এখন চাপ দেওয়া হচ্ছে।

আটক হুরাইরার স্ত্রী মারিহা খাতুন জানান, সামান্য ভিটেবাড়ি ছাড়া আমাদের আর কিছুই নেই। আত্বীয়-স্বজন ও এনজিও-সমিতি থেকে ঋণ নিয়ে স্বামীকে পাঠানো হয়। এখন স্বামীকে ছাড়ানোর জন্য ফের টাকা চাচ্ছে দালাল মেহেদি ও তার সাঙ্গপাঙ্গরা।

এসব পরিবারের ভাষ্য অনুযায়ী, মুক্তিপণের টাকা দেওয়ার সাধ্য তাদের কারও নেই। এ অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবারের সদস্যরা। স্বজনদের দেশে ফিরিয়ে আনার জন্য আকুতি জানিয়েছেন তারা।

তবে মেহেদি মুক্তিপণের বিষয়টি অস্বীকার করে জানান, থাইল্যান্ডে বিমানের ট্রানজিট থাকায় তাদের নামানো হয়েছিল। তারা ৫ জন থাইল্যান্ডে বাস দুর্ঘটনার কবলে পড়ে। সেখানে প্রশাসনের কাছে ধরা খায়।

একপর্যায়ে তিনি মূল ট্রাভেল এজেন্সি মালিক ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগ করতে বলে ফোনের সংযোগ বিচ্ছন্ন করে দেন।

পরে ফারুক হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কলটি এক নারী রিসিভ করেন। তিনি ট্রাভেল এজেন্সিতে মাত্র জয়েন করেছেন জানিয়ে বলেন, ফারুক স্যার অসুস্থ হওয়ায় তিনি কথা বলতে পারছেন না।

মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান বলেন, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে : নীরব

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

আফগানদের হোয়াইটওয়াশ করে তৃপ্ত জাকের

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

১০

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

১১

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

১২

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

১৩

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

১৪

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৫

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

১৬

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

১৭

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

১৮

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

১৯

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

২০
X