মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০৪:৩৩ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশি ৫ যুবককে থাইল্যান্ডে আটকে মুক্তিপণ দাবির অভিযোগ

ভুক্তভোগী পাঁচ যুবক। ছবি: সংগৃহীত
ভুক্তভোগী পাঁচ যুবক। ছবি: সংগৃহীত

উন্নত জীবন ও মোটা টাকা রোজগারের স্বপ্ন দেখিয়ে মালয়েশিয়ায় নেওয়ার কথা বলে থাইল্যান্ডে পাঁচ যুবককে আটকে নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে।

আটক যুবকদের বাড়িতে ফোন করে এই মুক্তিপণের টাকা চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী যুবকদের পরিবার।

ভুক্তভোগী যুবকরা হলেন- মনিরামপুর উপজেলার লাউড়ী গ্রামের আব্দুল লতিফের ছেলে হামিদুল ইসলাম, একই গ্রামের মোতালেব হোসেনের ছেলে হুরাইরা হোসেন, হাজরাকাঠি গ্রামের আরিফ হোসেন, পৌর এলাকার তাহেরপুর গ্রামের বিল্লাল হোসেন ও কেশবপুর উপজেলার আল-আমিন।

এদের বয়স ১৯-৩০ এর মধ্যে। এর মধ্যে ভুক্তভোগী হামিদুল ইসলামের মা ছেলেকে ফেরত পেতে মনিরামপুর থানায় অভিযোগ করলে বিষয়টি জানাজানি হয়।

আরও পড়ুন: কালবেলায় সংবাদ প্রকাশ, সেই স্বাস্থ্য সহকারী বদলি

হামিদুলের মা সুফিয়া খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার সোনা ইটভাটায় কাজ করতো, সংসার ভালোই চলতো। মালয়েশিয়ায় মোটা অংকের বেতনে কাজ পাইয়ে দেবার টোপ দিয়ে প্রতিবেশী নুরুর মাধ্যমে তার বাড়িতে আসে মেহেদি হাসান ও মুরাদ হোসেন। মালয়েশিয়ায় নিতে সাড়ে ৪ লাখ টাকায় চুক্তি হয়। টাকা পরিশোধের পর তার ছেলেকে মালয়েশিয়ায় নেবার জন্য গত ২২ জুন ঢাকায় নিয়ে যায়। এরপর একই মাসের ২৩ জুন মালয়েশিয়ার উদ্দেশে বিমান ছাড়বে বলে ছেলে হামিদুলের সঙ্গে শেষ কথা হয়। তারপর থেকে ছেলের সাথে যোগাযোগ বন্ধ। দালাল মেহেদির সঙ্গে যোগাযোগ করা হলে ছেলে হামিদুল থাইল্যান্ডে আটক রয়েছে বলে জানায়। ছাড়াতে ৭০ হাজার টাকা পাঠাতে হবে। সেই টাকার জন্য এখন চাপ দেওয়া হচ্ছে।

আটক হুরাইরার স্ত্রী মারিহা খাতুন জানান, সামান্য ভিটেবাড়ি ছাড়া আমাদের আর কিছুই নেই। আত্বীয়-স্বজন ও এনজিও-সমিতি থেকে ঋণ নিয়ে স্বামীকে পাঠানো হয়। এখন স্বামীকে ছাড়ানোর জন্য ফের টাকা চাচ্ছে দালাল মেহেদি ও তার সাঙ্গপাঙ্গরা।

এসব পরিবারের ভাষ্য অনুযায়ী, মুক্তিপণের টাকা দেওয়ার সাধ্য তাদের কারও নেই। এ অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবারের সদস্যরা। স্বজনদের দেশে ফিরিয়ে আনার জন্য আকুতি জানিয়েছেন তারা।

তবে মেহেদি মুক্তিপণের বিষয়টি অস্বীকার করে জানান, থাইল্যান্ডে বিমানের ট্রানজিট থাকায় তাদের নামানো হয়েছিল। তারা ৫ জন থাইল্যান্ডে বাস দুর্ঘটনার কবলে পড়ে। সেখানে প্রশাসনের কাছে ধরা খায়।

একপর্যায়ে তিনি মূল ট্রাভেল এজেন্সি মালিক ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগ করতে বলে ফোনের সংযোগ বিচ্ছন্ন করে দেন।

পরে ফারুক হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কলটি এক নারী রিসিভ করেন। তিনি ট্রাভেল এজেন্সিতে মাত্র জয়েন করেছেন জানিয়ে বলেন, ফারুক স্যার অসুস্থ হওয়ায় তিনি কথা বলতে পারছেন না।

মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান বলেন, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঘাড়ের ওপর ছিল ছুরি, দিনে কয়েকবার ধর্ষণ’; নেটফ্লিক্সে এলিজাবেথেরর সেই ৯ মাসের গল্প

দেশ ছাড়েননি বুলবুল, বর্তমানে মিরপুরে বিসিবি সভাপতি

লন্ডনের বাড়িতে বিরাট-অনুষ্কার পূজা

পাঁচ মনোনয়ন গ্রহণ ও ৯ প্রার্থীকে প্রতীক দিল ইসি

ফোনের কভার ব্যাবহারের আগে জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

একটি মানবিক প্রতিবেদন বদলে দিল নূরজাহানের জীবন

জানুয়ারির ২৪ দিনে যে ৭ ব্যাংকে আসেনি রেমিট্যান্স

কিংবদন্তির ছেলের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপে যাওয়ার পরিকল্পনা নিয়ে খেলোয়াড়দের যা জানাল পিসিবি

দাঁড়িপাল্লায় ভোট দিলে সতিনের ঘর হবে: ফরহাদ আজাদ

১০

মার্ক টালির মৃত্যুতে তারেক রহমানের শোক

১১

কোলন ক্যানসার নিয়ন্ত্রণের ৫ উপায়

১২

পরপুরুষের পাশে দাঁড়াতেও আপত্তি! ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

১৩

আইসিসি বৈঠকে উত্তপ্ত বুলবুল, তীব্র টানাপোড়েনের তথ্য ফাঁস

১৪

তারেক রহমানের ‘ইউথ পলিসি টকে’ আমন্ত্রণ পাননি চাকসু এজিএস

১৫

‘তুর্কি নায়িকার মতো লাগছে’—অপুর নতুন লুকে মুগ্ধ ভক্তরা

১৬

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

১৭

খুলনা মেডিকেলের প্রিজন সেলে কয়েদির মৃত্যু

১৮

পুকুরে মিলল রুপালি ইলিশ

১৯

প্রতিদিন মারামারির চেয়ে আলাদা হওয়াই ভালো: সীমা

২০
X