নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে আলোচিত যুবলীগ নেতা বুলবুল গ্রেপ্তার

কালাম সারোয়ার বুলবুল। ছবি : সংগৃহীত
কালাম সারোয়ার বুলবুল। ছবি : সংগৃহীত

নরসিংদী বহু অপকর্মের হোতা আলোচিত যুবলীগ নেতা কালাম সারোয়ার বুলবুলকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। বুধবার (২১ নভেম্বর) রাতে নরসিংদী শহরের ভেলানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার বুলবুলের বিরুদ্ধে নারী, অর্থ কেলেঙ্কারীসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তার গ্রেপ্তারের খবরে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে, কালাম সারোয়ার বুলবুল প্রথমে নরসিংদী জেলা স্বাস্থ্য বিভাগে নিম্নমান সহকারী হিসেবে যোগ দেন। কয়েক বছর যেতে না যেতেই নিয়মনীতি লঙ্ঘন করে অবৈধ তদবিরের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ না করেই স্টেনো টাইপিস্ট পদ নিয়ে নিযুক্ত হন। পরে জেলা সিভিল সার্জনের পিএ হিসেবে সেখান থেকে শুরু হয় স্বাস্থ্য বিভাগে তার দুর্নীতি ও নানা অপকর্ম। জেলাব্যাপী গড়ে উঠে তার অপকর্মের নেটওয়ার্ক। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক শারীরিক ফিটনেস সার্টিফিকেট বাণিজ্য।

বুলবুল প্রায় ২ বছর পূর্বে নরসিংদী জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে অবসর গ্রহণ করে। বিভাগীয় মামলা থাকা সত্ত্বেও মামলা নিষ্পত্তি না করে সে অবসর গ্রহণ করে অবসরকালীণ সব সুযোগ সুবিধা ভোগ করছেন। গত সরকার আমলে যুবলীগের নেতাদের সঙ্গে গড়ে তোলে সখ্যতা। তিনি ফেসবুক পেজে নিজের ছবির ওপর যুবলীগ লেখা কভার ফটো দিয়ে সংগঠনটির নেতা হিসেবে নিজেকে জাহির করতেন। নিজেকে যুবলীগের নেতা পরিচয় দিয়ে জেলা স্বাস্থ্য বিভাগে তার দুর্নীতির জাল বিস্তার করতে থাকে।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম নেয়াজ ও তৎকালীন শিল্পমন্ত্রীর প্রভাব খাটিয়ে নিয়ন্ত্রণ করত স্বাস্থ্য বিভাগের টেন্ডার, নিয়োগ, বদলি, সার্টিফিকেট বাণিজ্যসহ নানা অপকর্ম। এ ছাড়া সরকারি চাকরিজীবীদের মেডিকেল সার্টিফিকেট দেওয়ার নামে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। জেলার বিভিন্ন উপজেলায় খুন-জখম হলেই শুরু হতো তার মেডিকেল সার্টিফিকেট বাণিজ্য। বুলবুলের পক্ষ থেকে গোপনে মামলার বাদী ও আসামিদের সঙ্গে যোগাযোগ করা হতো। গুরুতর ইনজুরিকে নরমাল, আবার নরমাল ইনজুরিকে গুরুতর এমনকি খুনের ঘটনায় স্বাভাবিক মৃত্যু দেখিয়ে সার্টিফিকেট দেওয়ার কথা বলে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা।

এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানার এসআই মো. শাহীন মিয়া জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নরসিংদী সদর উপজেলা মোড়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সে যুবলীগ নেতা ও বড় অর্থ যোগানদাতা বলেও জানা গেছে। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার

খালেদা জিয়া নীতির প্রশ্নে আপস করেননি : খায়রুল কবির

বিশ্বকাপ ড্র ঘিরে আলোচনায় বাবা ভাঙার ‘উদ্বেগজনক’ ভবিষ্যদ্বাণী

ট্রাম্পকে দেওয়া ফিফা শান্তি পুরস্কারের কড়া সমালোচনায় নরওয়ে

অহিংস ও সাম্প্রদায়িক সম্প্রীতির শরীয়তপুর গড়ে তুলব : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বাবা হওয়ার পর মেহরাবের নতুন গানের ঘোষণা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

নির্বাচনের তপশিল নিয়ে সভা রোববার

পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হলেন ১২০ চিকিৎসক

ছেলেকে দেখার আকাঙ্ক্ষা নিয়েই চলে গেলেন গুম হওয়া ছাত্রদল নেতার বাবা

১০

পূজা পরিষদ ও পূজা কমিটির মতবিনিময় / সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনসহ ৯ দাবি

১১

‘এনসিপি সরকারে গেলে প্রাইভেট সেক্টরেও শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব’

১২

নিজ ফ্ল্যাটেই মিলল নিখোঁজ স্কুল শিক্ষিকার লাশ

১৩

শিক্ষক সমাজই হচ্ছে একটি জাতির ভিত্তি : মান্নান

১৪

কোন দেশের হাতে বিশ্বকাপ দেখতে চান গার্দিওলা?

১৫

মহানবীকে নিয়ে কটূক্তি, জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার

১৬

কড়াইলের দুর্গতদের পাশে আনসার-ভিডিপির ৯ দিনের মানবিক সেবা কার্যক্রম সমাপ্ত

১৭

স্টার্কের দাপটে ব্রিসবেনে হারের পথে ইংল্যান্ড

১৮

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’ অনুষ্ঠিত

১৯

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

২০
X