বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখাতে গিয়ে বিএনপি নেতাকর্মীর হাতে পিটুনি

অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে পড়ে থাকা আহত ব্যবসায়ী। ছবি : সংগৃহীত
অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে পড়ে থাকা আহত ব্যবসায়ী। ছবি : সংগৃহীত

অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখাতে বাড়িতে গিয়ে বৃদ্ধ মা-বাবা ও স্ত্রীর সামনে এক ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে আহত করেছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এর আগে গত বুধবার (২০ নভেম্বর) দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর মহল্লায় মারধরের ঘটনাটি ঘটে। পরে তাকে পুলিশে তুলে দেন বিএনপির নেতাকর্মীরা। স্বেচ্ছাসেবক লীগ নেতার সঙ্গে চলাফেরা করায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে পেটান বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রকাশ্যে কেউ কথা না বললেও সর্বত্র চলছে সমালোচনা।

আহত ওই ব্যবসায়ীর নাম উজ্জ্বল কুমার মণ্ডল (২৫)। তিনি বনপাড়া পৌরসভার কালিকাপুর শ্মশানঘাট এলাকার সবজি ব্যবসায়ী বিশ্বনাথ মণ্ডলের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াসের অনুসারী বলে জানা গেছে।

গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসক দেখানোর জন্য উজ্জ্বল গত বুধবার বাড়িতে ফেরেন। এ খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা তার ওপর হামলা করেন। পরে শুক্রবার স্বেচ্ছাসেবক লীগ নেতা আতিকুর রহমান নিজের ফেসবুকে ওই ভিডিও পোস্ট করেন।

২ মিনিট ৫৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজুর অনুসারী শ্রমিক দলের জালাল ভূঁইয়া, যুবদলের জাহাঙ্গীর আলম, শুভসহ ৮-১০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে উজ্জ্বলের বাড়িতে গিয়ে তাকে বেধড়ক পেটাতে থাকেন। উজ্জ্বলের বৃদ্ধ মা-বাবা তাকে উদ্ধারে এগিয়ে এলে তাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তারা আবার এগিয়ে গেলে তাদের মারধর করা হয়। অন্তঃসত্ত্বা স্ত্রী তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এসময় তিনি হামলাকারীদের পা ধরে মারধর বন্ধ করার অনুরোধ করলেও তারা শোনেননি। এক পর্যায়ে উজ্জ্বল অচেতন হয়ে যায়।

শেষে বিএনপির নেতারা পুলিশে খবর দিলে পুলিশ উজ্জ্বলকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাকে ফৌজদারি আইনের ১৫১ ধারায় আটক দেখিয়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে নাটোরের বড়াইগ্রাম আমলি আদালতে পাঠায়। আদালত ওই দিনই তার জামিন মঞ্জুর করেন।

ভিডিওটি পোস্ট করে স্বেচ্ছাসেবক লীগ নেতা আতিকুর রহমান পিয়াস ফেসবুকে লেখেন, ‘শুধু আওয়ামী লীগকে সমর্থন করায় বাড়িতে গিয়ে বৃদ্ধ পিতা-মাতাসহ সবাইকে বেধড়ক পিটিয়েছে বিএনপির চিহ্নিত সন্ত্রাসীরা।’ তিনি বিএনপি নেতাকর্মীদের পরিচয় তুলে ধরে লেখেন, ‘এতকিছুর পরও তাকে পুলিশে তুলে দেওয়া হলো। তাদের পরিবারকে দুর্বৃত্তরা বারবার এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে।’

এ ঘটনা নিয়ে ভুক্তভোগী ও তার পরিবার এমনকি প্রতিবেশীরাও সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে সাহস পাননি। তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রতিবেশী ঘটনাটি নির্মম বলে দাবি করে দোষীদের বিচার দাবি করেন।

জানতে চাইলে বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু কালবেলাকে বলেন, ‘ভিডিওটি দেখেছি। যারা এটি করেছে তারা অন্যায় করেছে। আমি অভিযুক্তদের ডেকে শাসন করেছি এবং ভবিষ্যতে যেন এমন কাজ না করে তা বলেছি।’

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম কালবেলাকে বলেন, খবর পেয়ে উজ্জ্বলকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরে তাকে ১৫১ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তুরস্ক

প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, ২ শিশু নিখোঁজ

১ হাজার টাকার জন্য বৃদ্ধের ঘরের চাল খুলে নিল পাওনাদার

সবাইকে নিয়েই আগামীর দেশ গঠন করা হবে : কফিল উদ্দিন

ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্টের প্রথম দিনেই ভারতের দাপট

‘সিলেটে ৩ মাসের মধ্যে ক্যানসার হাসপাতালের কার্যক্রম শুরু হবে’

জাতীয় কবিতা পরিষদের নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন

জুবিন গার্গকে নিয়ে যা বললেন অনন্ত জলিল

বৃষ্টি উপেক্ষা করে সিলেটে প্রতিমা বিসর্জনে ভক্তের ঢল

৩১ দফা বাস্তবায়নে দৌলতপুরে গণসংযোগে শরিফ উদ্দিন জুয়েল

১০

নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ

১১

প্রবাসী স্বামী তালাক দেওয়ায় যে কাণ্ড ঘটালেন স্ত্রী

১২

ব্রহ্মপুত্র নদে ময়মনসিংহের প্রতিমা বিসর্জন

১৩

কেউ আপনাকে গোপনে ভালোবাসছে কি না, বুঝে নিন ১০ লক্ষণে

১৪

বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না : বিজিএমইএ সভাপতি

১৫

এবার তিন দাবিতে বিসিবি নির্বাচনের সময় পেছানোর দাবি

১৬

সোশ্যাল মিডিয়ায় ট্রলিং নিয়ে স্বস্তিকার বিস্ফোরক মন্তব্য

১৭

মাদক ব্যবসার দ্বন্দ্বে সশস্ত্র হামলা, কিশোর গুলিবিদ্ধ

১৮

এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না : মান্না

১৯

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে স্বল্পরানে আটকাল বাংলাদেশ

২০
X