বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া-মাইটকুমড়া এলাকা থেকে সুরাইয়া খাতুন (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে ওই তরুণীর মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যদিও সে আত্মহত্যা করেছে বলে দাবি পরিবারের। সুরাইয়া খাতুন উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া-মাইটকুমড়া এলাকার ফিরোজ শেখের মেয়ে।
ফকিরহাট মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ তালুকদার জানান, সুরাইয়া খাতুন তার বাবা মায়ের সাথে ঢাকায় বসবাস করতেন। বুধবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়ার জামালদিতে ভাড়া বাসার আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঘটনার সময় তার বাবা-মা বাড়িতে ছিলেন না। তারা সকালে কাজে বের হয়ে যান।
পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে দাফন করার জন্য গ্রামের বাড়ি ফকিরহাটের লখপুরে নিয়ে আসে। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ বুধবার রাতে লখপুরের বাড়িতে উপস্থিত হন। এরপর মরদেহটি উদ্ধার করা হয়।
এদিকে পুলিশ আরও জানান, মৃতের পরিবারের লোকজন তাদের জানিয়েছেন ওই তরুণী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর জন্য তার চিকিৎসা চলছিল।
ফকিরহাট মডেল থানা ওসি মু. আলীমুজ্জামান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ওই তরুণীর বাবা থানায় একটি অপমৃতুর মামলা করেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মন্তব্য করুন