সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন প্রধান শিক্ষক

বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়। ছবি : কালবেলা
বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়। ছবি : কালবেলা

শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের শিক্ষক একেএম আজহারুজ্জামান মুকুলের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সাতক্ষীরা সদরের বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। মুকুল এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মারপিটের শিকার শিক্ষার্থী হলেন, সাতক্ষীরা সদরের ভাটপাড়া গ্রামের আজহারুল ইসলামের ছেলে তনয় হোসেন (১৪)। সে বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

শিক্ষার্থীর বাবা আজহারুল ইসলাম জানান, খুব তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে স্কুল চলাকালে তার ছেলেকে সবার সামনে বেধড়ক মারপিট করেছেন প্রধান শিক্ষক মুকুল। পরে তার সহপাঠীরা স্কুলে প্রতিবাদ করে। স্কুল থেকে ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও জানান, তুচ্ছ ঘটনা দিয়ে বেধড়ক মারপিটের ঘটনাটি তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা জেলা শিক্ষা মাধ্যমিক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরে জানানো হয়।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুজ্জান মুকুল জানান, বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কেন্দ্র করে বিষয়টির সূত্রপাত হয়। বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে শিক্ষার্থীকে উত্তমমধ্যম দেওয়া হয়। ঘটনাটি মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জেনেছেন, তাদেরকে আমি বিষয়টি বুঝিয়ে বলেছি। তাছাড়া ভুক্তভোগী শিক্ষার্থীর মা এই প্রতিষ্ঠানের ছাত্রী ছিলেন তার সঙ্গে বিষয়টি মিটিয়ে নিয়েছি।

সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র জানান, অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। বিষয়টি জানামাত্র প্রধান শিক্ষককে ফোন করা হয়। একইসঙ্গে বিদ্যালয়ের সভাপতি সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়। শুনেছি ভুক্তভোগীর পরিবার প্রধান শিক্ষকের সঙ্গে বিষয়টি মিটিয়ে নিয়েছেন।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ বলেন, এ বিষয়ে অভিভাবকরা মিটমাট করে নিয়েছেন শুনেছি। তবে শিক্ষার্থীর বাবা-মাকে বলা হয়েছে লিখিত অভিযোগ দিতে। অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আদরুজ্জামান মুকুলের বিরুদ্ধে সরকারি পাঠ্যপুস্তক বিক্রির অভিযোগ উঠেছে। রোববার (১৭ নভেম্বর) বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরি থেকে চলতি বছরসহ পূর্ববর্তী বছরের সরকারি পাঠ্যপুস্তক বিক্রি করা হয়।

এ বিষয়ে বিদ্যালয়ের লাইব্রেরিয়ান রেবেকা সুলতানা জানান, বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও কর্মচারী একত্রে পাঠ্যপুস্তক বিক্রি করেছেন। আগের বছরের বইসহ বেশ কিছু বই বিক্রি করা হয়। নতুন শিক্ষাবর্ষের বই বিক্রি হয়েছে কিনা সে বিষয়টা জানা নেই। সব বই বস্তায় করে ক্রেতারা নিয়ে গিয়েছেন।

এ বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজারুজ্জামান মুকুল।

তবে জেলা শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র বিস্তারিত খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণের কথা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাই-কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ, পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা

রিয়াল ও ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

অপহৃত ৪ জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদ জব্দ

মাছ-দুধ একসঙ্গে বা পরপর খেলে কি সত্যিই ক্ষতি হয়? জানুন

বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর

দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন স্থগিত 

আরএনবির শীর্ষ দুই পদে ‘সমঝোতার’ রদবদল!

লন্ডনে পাঠানোর নামে প্রতারণা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

আইসিসি থেকে শাস্তি পেল ভারতীয় ক্রিকেট দল

১১

চোখ দেখেই বোঝা যায় থাইরয়েডের সমস্যা, যে লক্ষণ দেখলেই সতর্ক হবেন

১২

সুপেয় পানির তীব্র সংকটে চরআতাউরের বাসিন্দারা

১৩

ঢাকার ‘৭ কলেজ’ নিয়ে ব্যাখ্যা দিল শিক্ষা মন্ত্রণালয়

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশেষ বৃত্তি নীতিমালা ২০২৫ অনুমোদিত

১৫

রাশিয়ার হুমকি মোকাবিলায় যুক্তরাজ্যের নতুন কৌশল উন্মোচন

১৬

অস্ট্রেলিয়া সফরে নতুন টেস্ট ভেন্যুর স্বাদ পেতে যাচ্ছে বাংলাদেশ

১৭

কারখানার বিপুল আইসক্রিম ধ্বংস, ৭০ হাজার টাকা জরিমানা

১৮

বিএনপিতে কোনো সন্ত্রাসী-নেশাগ্রস্ত লোকের জায়গায় নেই : শেখ আব্দুল্লাহ

১৯

আমাদের চ্যালেঞ্জ নিজেদেরই মোকাবিলা করতে হবে : চট্টগ্রাম জেলা প্রশাসক

২০
X