বৃষ্টিস্নাত চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়ায় ছোট বড় যানবাহনে তীব্র যানজটে জনভোগান্তি দেখে গাড়ি থেকে রাস্তায় নেমে ট্রাফিকের ভূমিকায় অবতীর্ণ হলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকসহ অন্যরা।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে প্রায় আধাঘণ্টা ধরে রাস্তায় এই যানজট নিরসনে তাদের তৎপরতা দেখা যায়।
আরও পড়ুন : জেলা প্রশাসকের কাছে বন্যার্তদের জন্য ত্রাণ হস্তান্তর করলেন ফারাজ করিম চৌধুরী
মহামায়ার বাসিন্দা মহসীল আলম বলেন, একদিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, অন্যদিকে তীব্র যানজটে মহামায়া বাজার এলাকায় জনভোগান্তি সৃষ্টি হয়। এতে করে অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও বৃদ্ধা যাত্রীরা বেশি কষ্ট পাচ্ছিল। এসময় ট্রাফিকের অভাববোধ করছিল যাত্রীসহ ভোগান্তিতে পড়া লোকজন। পরে দেখা গেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন লাঠি হাতে ট্রাফিকের ভূমিকায় কাজ শুরু করে। এতে করে অল্প সময়ের মধ্যেই সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ায় জনমনে স্বস্তি ফিরে।
মিজানুর রহমান নামের এক বাইক আরোহী বলেন, কতিপয় অনভিজ্ঞ যানবাহন চালকের জন্য মহামায়া সড়কে তীব্র যানজট ছিল। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজনের ট্রাফিকি তৎপরতায় এই যানজট থেকে রেহাই পাই। আমি তাদের এমন কার্যক্রমে সবার জন্য দোয়া ও ধন্যবাদ জানাচ্ছি।
এ বিষয়ে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম বলেন, আমরা পেশাগত কাজ সেরে চাঁদপুর কার্যালয়ের দিকে গাড়ি করে যাচ্ছিলাম। পথিমধ্যে ব্যস্ততম মহামায়া বাজার সড়কে তীব্র যানজট দেখে তা নিরসনে নিজ দায়িত্ববোধ মনে করে রাস্তায় নেমে যাই। আমিসহ দুজন সদস্যের প্রচেষ্টায় ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই কয়েক’শ মিটার পর্যন্ত সৃষ্ট যানজট নিরসন করতে সক্ষম হই। এই কাজটি করতে পেরে নিজের কাছেও মানসিক প্রশান্তি লেগেছে।
মন্তব্য করুন