দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বিয়েতে গান বাজিয়ে শাস্তির মুখে বর

রাজশাহীর দুর্গাপুরে সেই বর ও কনে। ছবি : সংগৃহীত
রাজশাহীর দুর্গাপুরে সেই বর ও কনে। ছবি : সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের দাওকান্দি মধ্যপাড়া গ্রামের যুবক সোহানুর রহমান সোহান (২৫)। গত ১৯ নভেম্বর তিনি উপজেলা সদরের তরিকতপুর গ্রামের সোহরাব হোসেনের মেয়ে সুরাইয়া পারভিনকে (২২) বিয়ে করেন। পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

বাঙালি রীতি-রেওয়াজ অনুযায়ী বরের বাড়িতে ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়। পাড়াপ্রতিবেশী আত্মীয়পরিজন ও বন্ধুস্বজনদের আপ্যায়ন করা হয়। বিয়ের আগের রাতে সোহানের বন্ধুরা বিয়েবাড়িতে সাউন্ড বক্সের মাধ্যমে গান বাজান। বিয়ে উপলক্ষে নিজেরাও নেচে-গেয়ে আনন্দ করেন।

এদিকে এ বিষয়টিকে সহজভাবে নিতে পারেননি গ্রামের প্রভাবশালী আব্দুস সামাদ ও তার সহযোগীরা। গত ২২ নভেম্বর স্থানীয় মসজিদে জুমার নামাজ শেষে সোহানুর রহমান সোহানকে ডেকে একদফা ভর্ৎসনা করা হয় বিয়েবাড়িতে গান বাজানো ও নাচ-গান করার জন্য। ওইদিন তাকে ভর্ৎসনা করে ছেড়ে দেওয়া হলেও প্রভাবশালী ও মসজিদের উপদেষ্টা আব্দুস সামাদ ওরফে সামাদ দারোগা ও তার সহযোগীরা জানিয়ে দেন এই গর্হিত কাজের জন্য সোহান ও তার বন্ধুদের আগামীকাল বুধবার সমাজের ডাকা সালিশে উপস্থিত থাকতে হবে। সমাজ বিচার করে তাদের শাস্তি দেবে। এ ঘটনা জানার পর সোহান ও তার বন্ধুরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

তাদের আশঙ্কা ওইদিন সালিশে তাদের গলায় জুতার মালা পরিয়ে এলাকা পরিভ্রমণ করা হবে। সোহানদের করা হতে পারে মোটা অঙ্কের অর্থ জরিমানাও। নববধূও চরম বিব্রতকর অবস্থায় পড়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বর সোহানুর রহমান সোহান দাওকান্দি মধ্যপাড়া এলাকার মৃত আহসান হাবীবের ছেলে। রাজশাহীর নাবিল গ্রুপের পবা এলাকায় চাকরি করেন।

সোহানের অভিযোগ, বিয়েবাড়িতে তার বন্ধুরা সাউন্ড বক্স আনেন এবং কিছু সময় বাজানো হয়। এটা জানতে পেরে বড় মসজিদের উপদেষ্টা সামাদ দারোগা লোক পাঠিয়ে সাউন্ড বক্স বন্ধ করতে নির্দেশ দেন। তারা সেই অনুযায়ী সাউন্ড বক্স বন্ধ রাখেন। তবে বিয়ের দিন কিছু সময় কম শব্দে সাউন্ড বক্স বাজানো হয়। সোহানের মতে, এটাই আমাদের অপরাধ। বিয়েবাড়িতে বন্ধু-স্বজনরা একটু আনন্দ করেছেন মাত্র। আমরা সমাজের কোনো রীতিনীতি লঙ্ঘন করিনি। দেশের অনেক জায়গায় এখনো বিয়েবাড়িতে বা ছোটখাটো অনুষ্ঠানে তরুণ যুবকরা একটু আনন্দ করে। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে আরও জানা গেছে, এলাকার প্রভাবশালী ব্যক্তি আব্দুস সামাদ ওরফে সামাদ দারোগা একসময় পুলিশে চাকরি করতেন। এখন অবসর নিয়ে গ্রামে বসবাস করেন এবং গ্রামের সব বিষয়ে মাতব্বরি করেন। তিনি দাউকান্দি মধ্যপাড়া বড় জামে মসজিদের উপদেষ্টাও।

সামাদ দারোগা ও তার সহযোগীরা কিছুদিন আগে গ্রামে একটা লিখিত নিয়ম চালু করেছেন। কারও বিয়েশাদি বা সন্তানের সুন্নতে খাতনায় সাউন্ড বক্সে গান বাজানো যাবে না। এটা গ্রামের অনেকেই মেনে চলেন। সোহান বিয়েতে গান বাজিয়ে সমাজের নিয়ম লঙ্ঘন করে সামাজিক অপরাধ করেছেন। এজন্য সামাদ দারোগার নেতৃত্বে গ্রামবাসী তাকে শাস্তি দিতে চায়।

এ বিষয়ে জানতে চাইলে মসজিদ কমিটির উপদেষ্টা সামাদ দারোগা ওরফে আব্দুস সামাদ বলেন, তাদের গ্রামে বিয়ে বা এই জাতীয় সামাজিক অনুষ্ঠানে কোনো গানবাজনা করা যাবে না—এমন একটা নিয়ম গ্রামের সব মানুষের মতামতের মাধ্যমে চালু রয়েছে। সোহান সমাজের সেই নিয়ম ভেঙেছেন। তাকে সতর্ক করার পরও সাউন্ড বক্স বন্ধ করে আবার চালু করেছেন। এটাকে সমাজ অপরাধ হিসেবে দেখছেন। গত শুক্রবার জুমার নামাজ শেষে তাকে ডেকে গ্রামের নিয়মের কথা এক দফা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

আমি বলেছি, সমাজ যদি মনে করে সেক্ষেত্রে তিনি আগামী ২৭ নভেম্বর বা আগে-পরে সালিশ ডেকে সবার মতামত অনুযায়ী তাকে সামাজিক শাস্তি দেওয়া হবে। সমাজের লোকরা যে শাস্তি ঠিক করবেন, সেটাই সোহানকে মানতে হবে। কারণ সে এই গ্রামে বসবাস করেন।

এ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা বলেন, বিয়েবাড়িতে গান বাজানোর জন্য এভাবে সালিশ করে শাস্তি দেওয়ার কোনো বিধান নেই। এ ধরনের কোনো ঘটনার অভিযোগ পুলিশের কাছে আসেনি। ভুক্তভোগী কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণ কর্মশালার দ্বিতীয় আসর সম্পন্ন 

‘ইয়ামাল অন্য গ্রহের খেলোয়াড়’

ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সকে বরণ, উৎসবে মাতল পুরো নগরী

নন-ক্যাডার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

একুশে বইমেলা ২০২৬ / প্রকাশকদের অনুরোধে স্টল ভাড়া কমল যত

গাজায় শেষ বন্দির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের

জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে লুট

ইতিহাস গড়লেন রিয়াল ব্রাত্য এনদ্রিক

আবারও হুঙ্কার থালাপতির, বললেন তাকে থামানো যাবে না

প্রেমিকের স্ত্রীকে এইচআইভি ইনজেকশন পুশ করলেন তরুণী

১০

ট্রফি উদযাপনের দিনে রাজশাহী-বগুড়াবাসীকে যে বার্তা দিলেন মুশফিক

১১

নির্বাচনকে গণতন্ত্র পুনর্গঠনের আন্দোলন হিসেবে দেখছি : জুনায়েদ সাকি

১২

এনপিএ ও কমিউনিটি ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৩

ভারতকে ‘ভালো প্রতিবেশী’ বললেন চীনের প্রেসিডেন্ট

১৪

সাজাপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্টের সমর্থকদের সমাবেশে বজ্রপাত, আহত ৮৯

১৫

নিখোঁজ কুকুরের সন্ধান দিলে ৩ লাখ টাকা পুরস্কার ঘোষণা

১৬

দেশের বাইরে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের দিন শেষ : সারজিস

১৭

ফলাফল না জানা পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না : শেখ আব্দুল্লাহ 

১৮

৩২ দলের অংশগ্রহণে শেষ হলো জমজমাট ‘হোন্ডা ফুটসাল লিগ’

১৯

হাসপাতালে নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা, ইন্টার্ন চিকিৎসক আটক

২০
X