বান্দরবানে টানা ৮দিন পর মঙ্গলবার রাত থেকে বৃষ্টি কিছুটা কমে এলে নামতে শুরু করেছে পানি। এদিকে পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্রে থাকা মানুষ নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে। এছাড়া এখনো বন্ধ রয়েছে বিদ্যুৎ, নেটওয়ার্ক, ইন্টারনেট সেবা ও বিশুদ্ধ পানি সরবরাহ।
২ আগস্ট রাত থেকে শুরু হয় টানা বর্ষণ। লাগাতার ৮ দিনের টানা বর্ষণের ফলে ডুবে যায় বান্দরবানের প্রধান বাজার, ডিসির বাসভবন, এসপি অফিস, বাসভবন, এলজিইডি অফিস, নির্বাচন অফিস, জর্জ কোর্টসহ মেম্বার পাড়া, আর্মি পাড়া, হাফেজ ঘোনা, ইসলামপুর, কালাঘাটা, বালাঘাটাসহ শহরের প্রায় ৮০ শতাংশ বাড়িঘর। অবশেষে ৮দিন পর মঙ্গলবার রাত থেকে বৃষ্টি কিছুটা কমতে থাকে। এতে ধীরে ধীরে নেমে যায় নিচু এলাকার পানি।
প্লাবিত এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে নিচু এলাকার পানিও সরে গেছে। আর এসব এলাকার বাসিন্দারা আশ্রয় কেন্দ্র থেকে ফিরছে নিজ বাড়ি। বাড়িতে এসেও নেই শান্তিতে। ফিরেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লেগে গেছে। এখনো বন্ধ রয়েছে বিদ্যুৎ, ইন্টারনেট সেবা। অনেকে বাড়ির ভেতরে একটু উঁচু স্থানে মালপত্র রেখে ঘর থেকে বের হয়েছিল।
বন্যায় ক্ষতিগ্রস্থ মো. শামসুল ইসলাম বলেন, এ বছরের পানি অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। সব মানুষের বেশি ক্ষতি হয়েছে যা ভাবনার বাহিরে।
হোসনে আরা বেগম জানান, নিচতলা থেকে বের করে সবকিছু দোতলার ওপর রেখছি। সেখানেও সব কিছু ডুবে গেছে। পরিধান করা কাপড় ছাড়া সব ডুবে নস্ট হয়ে গেছে।
বিদ্যুৎ বিভাগের দীপ্ত চক্রবর্তী বলেন, বিদ্যুতের লাইনে অনেক সমস্যা হয়েছে। আরও ৪ থেকে ৫ দিন লাগতে পারে সরবরাহ দিতে।
বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, জেলা প্রশাসন, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ণ পরিষদ, পুলিশ, সেনাবাহিনী সবাই মিলিত হয়ে কাজ করছে। যতটুকু সম্ভব প্রশাসন ক্ষতিগ্রস্থ সবার খোঁজ খবর রাখছে। তাদের খাদ্য সরবরাহ, চিকিৎসা ব্যবস্থা সব কিছুই করা হচ্ছে। আশা করছি সবাই নিরাপদে বাড়ি ফিরতে পারবে।
মন্তব্য করুন