চট্টগ্রামের আনোয়ারায় শঙ্খ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ আগস্ট) সকালে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ বছর।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, ‘শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে বন্যার পানিতে এটি ভেসে এসেছে। ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
মন্তব্য করুন