সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় ফয়সাল হত্যা মামলায় গ্রেপ্তার ৪

গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি : কালবেলা

আশুলিয়ায় ফয়সাল হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ৩টি মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলন করে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির এ তথ্য জানান।

এর আগে গতকাল রাতে মানিকগঞ্জের শিবালয় থেকে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার গাজীরচট এলাকার রাহুল (৩০), হাবিব (৩৪), চিত্রশাইল এলাকার শাহ আলম (২৬) এবং ডেন্ডাবর এলাকার মহিউদ্দিন মহির (৩০)।

নিহত ফয়সাল ফরিদপুর নগরকান্দার ধর্মদি দক্ষিণপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় ভাড়া বাসায় থেকে একটি ট্রান্সপোর্ট অফিসের সহকারী হিসেবে চাকরি করতেন।

পুলিশ জানায়, আশুলিয়ায় বাইপাইল এলাকায় একটি জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় শরিফ ও শহিদ নামে দুটি পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। শরিফের হয়ে কাজ করতো ফয়সাল। এরই জের ধরে প্রতিপক্ষের রোষাণলে পরে ফয়সাল। আসামিরা শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার ইউনিক এলাকার একটি শাখা সড়কে ফয়সালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার কারণ উদঘাটন এবং আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় সোমবার (২ ‍ডিসেম্বর) অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।

সংবাদ সম্মেলনে মো. শাহীনুর কবির জানান, আশুলিয়ায় শহিদুল ও শরীফুল পক্ষের লোকজনের মধ্যে জমির মালিকানা নিয়ে বেশকিছুদিন ধরে ঝামেলা চলছিল। শনিবার শরীফুলের লোকজন শহিদুলের লোকজনকে মারধর করে। এরপর শহিদুলের লোকজন শরীফুলকে মারার উদ্দেশ্যে খুঁজছিলেন। সন্ধ্যার দিকে শহিদুল পক্ষের মো. মহিউদ্দিন, শাহ আলম, রাহুল ও হাবীব আশুলিয়ার গাজীরচট এলাকায় শরীফুল পক্ষের ফয়সালকে পেয়ে চাপাতিসহ ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আহত করেন। আহত ফয়সালকে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ধামরাই ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, ফয়সালের বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর গতকাল সোমবার মানিকগঞ্জ জেলার শিবালয়ে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি চাপাতি, ২টি ছোরা ও ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

মনোনয়ন নিলেন সারজিস, বিএনপির যে প্রার্থীর বিপক্ষে লড়বেন

খরা কাটাতে কৃত্রিম বৃষ্টি ঝরানোর চেষ্টা ইরানের

নির্বাচন প্রশ্নে বিএনপি কোনো আপস করবে না : মিনু

এমআইসিএস জরিপ, বাল্যবিবাহ কমলেও কিশোরী মাতৃত্ব বাড়ছে

পদত্যাগ করে রাজনীতি থেকে অবসর নিলেন শমসের মবিন

রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

যেভাবে ইয়ামালকে হারানোর ঝুঁকি সামলায় বার্সা

নির্বাচন ভন্ডুল করার ক্ষমতা কারও নেই : আমান

অন্যের চার্জার দিয়ে ফোন চার্জ দিলে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞরা

১০

শেখ হাসিনার মামলার রায় / নাশকতা ঠেকাতে ঢাকা-আরিচা মহাসড়কে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

১১

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান

১২

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন

১৩

ইসির সংলাপে ইসলামিক ফ্রন্টের ৯ প্রস্তাবনা

১৪

সুস্থ দাঁত পেতে কতটুকু মাজন প্রয়োজন? যা বলছেন চিকিৎসকরা

১৫

কেরানীগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ

১৬

১৭ বছর পর তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে যে কথা হলো চসিক মেয়রের

১৭

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন কালবেলার শেখ হারুন

১৮

তিন ম্যাচে ২৬ গোল হজম করে বাংলাদেশের লজ্জার সমাপ্তি

১৯

অর্থ মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তা

২০
X