রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ এএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কলেজছাত্র হত্যা মামলার আসামি গণপিটুনিতে নিহত

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

কক্সবাজারের পেকুয়ায় কলেজছাত্র জিহাদ হত্যা মামলার আসামি ধলা মিয়া ওরফে প্রকাশ দানু গণপিটুনিতে নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার শাহারবিল ইউনিয়নের লালব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ধলা মিয়া ওরফে প্রকাশ দানু মহেশখালীর মাহারা পাড়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কলমদরের ছেলে।

স্থানীয়রা জানান, কলেজছাত্র জিহাদ হত্যা মামলার অন্যতম আসামি ধলা মিয়া ও একই মামলার ২ নম্বর আসামি মোবারক আলী সকালে চকরিয়া লালব্রিজ এলাকায় এলে স্থানীয়রা তাদের দেখতে পেয়ে ঘেরাও করে। এ সময় লোকজন জড়ো হয়ে তাদের গণপিটুনি দেয়।

তারা আরও জানান, বিষয়টি থানা পুলিশকে ফোন করে জানালে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে গণধোলাইয়ে আহত আসামি ধলা মিয়া ও মোবারককে উদ্ধার করে। এ সময় অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়রা ধলা মিয়াকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং অপর আসামি মোবরককে থানা হেফাজতে নেয় পুলিশ।

নিহতের স্বজনরা জানান, আহত ধলা মিয়ার অবস্থার অবনতি হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তাফা বলেন, সরকারি সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে পেকুয়া থানা পুলিশ গিয়ে আহত অবস্থায় হরিণাফাঁড়ি এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় ধলা মিয়াকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চকরিয়া থানার ওসি মনজুরুল কাদের ভূঁইয়া বলেন, অপহরণ সংক্রান্ত একটি ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় এবং সেখানে গণধোলাইয়ের শিকার দুই ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে পুলিশও আহত হয়। পরে পুলিশ মোবারকসহ দুজনকে উদ্ধার করে একজনকে থানায় নিয়ে আসে এবং অপরজনকে পেকুয়া হাসপাতালে পাঠায়। পরে চাঞ্চল্যকর জিহাদ হত্যা মামলায় ওই আসামি জামিনে থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ১ ডিসেম্বর কক্সবাজার সিটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আসহাবুল করিম জিহাদকে তার পেকুয়ার বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে চকরিয়া উপজেলার কোনাখালী এলাকায় নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় তার বাবা মকছুদুল করিম বাদী হয়ে চকরিয়া থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অনেক

ক্যাম্প ন্যুতে বার্সার রাজকীয় প্রত্যাবর্তন

জনগণকে নিয়ে এলাকার কল্যাণে কাজ করব : রবিন 

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৭৬ ক্লাবকে নিয়ে কোয়াবের চা-চক্রের আয়োজন

ভূমিকম্প আতঙ্কে ঢাবি ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা

এবার নিজেদের মাঠে নাস্তানাবুদ লিভারপুল

ভূমিকম্পে নিহতদের সম্পর্কে যা বলেছেন নবীজি (সা.)

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন বিতরণ 

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

১০

বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতির আত্মপ্রকাশ 

১১

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্য চুক্তি

১২

ভূমিকম্পে নিহত রাফিকে শেষ দেখা দেখলেন মুর্মূষু মা

১৩

নরসিংদীতে ফের ভূমিকম্প, বাড়ছে আতঙ্ক

১৪

বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই : দুলু

১৫

এক যুগ আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা, ৩২ ভবনে এখনো মানুষের বাস

১৬

মেট্রোরেল লাইনের ওপর পড়ল ড্রোন, অতঃপর...

১৭

জাতীয় নার্স কমিশন হতেই হবে : ফরহাদ মজহার

১৮

রাজধানীতে চলন্ত বাসে আগুন

১৯

আগামীতে দিনের ভোট রাতে আর হবে না : সেলিমুজ্জামান

২০
X