ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সাড়ে ১০ বছর ধরে যুবদল নেতার অপেক্ষায় প্রহর গুনছেন মা

যুবদল নেতা মাহবুবুর রহমান রিপন। ছবি : সংগৃহীত
যুবদল নেতা মাহবুবুর রহমান রিপন। ছবি : সংগৃহীত

গুম হওয়া সন্তানের জন্য প্রতীক্ষার প্রহর গুনছেন যুবদল নেতা রিপনের মা রওশন আরা বেগম। ২০১৪ সালের ২১ মার্চ গুম হন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ভোর রাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় রিপনকে। সেই থেকে আজ সাড়ে দশ বছর পর্যন্ত ছেলে ফিরে আসার প্রহর গুনছেন মা।

মাহবুবুর রহমান রিপন ফেনী পৌর যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার গ্রামের বাড়ি দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের শরীফপুর গ্রামে। তিনি ফেনী শহরের পাঠানবাড়ি রোডের মমিন জাহান মসজিদ সংলগ্ন গিয়াস উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।

রিপনের চাচা ওহিদুর রহমান বলেন, ভাইপোকে তুলে নেওয়ার পর অনেক জায়গায় সন্ধান করেও পাইনি।

রিপনের ভাই শিপু বলেন, যুবদলের রাজনীতি করাই ছিল আমার ভাইয়ের অপরাধ। তাকে অনেকভাবে নিবৃত্ত করা চেষ্টা করে বিগত স্বৈরাচার সরকার। না পেরে শেষে গুম করে।

রিপনের মা রওশন আরা বেগম বলেন, ঐ দিন আমার ছেলেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে দরজা ভেঙে টেনেহিঁচড়ে মাইক্রোতে তুলে নিয়ে যায়। পরে অনেক সন্ধান করেছি ছেলের। কোথাও পাইনি। আমি জানি না, আমার ছেলে বেঁচে আছে না মারা গেছে। আমি এখনো প্রতীক্ষায় আছি, আমার ছেলে ফিরবে।

জেলা যুবদলের তৎকালীন সভাপতি ও বর্তমান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক জানান, রিপন যুবদলের ত্যাগী ও দক্ষ সংগঠক ছিল। ফ্যাসিস্ট সরকার রাতের আঁধারে তাকে তুলে নিয়েছে। এ গুমের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান কালবেলাকে জানান, রিপন যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন। তার গুমের পর আমরা বিএনপি ও যুবদলের পক্ষ থেকে সভা-সমাবেশ করেছি। তার স্ত্রী বাদী হয়ে একটি মামলা করেছিলেন। পরবর্তীতে পুলিশ কোনো তদন্ত ছাড়া একতরফা একটি প্রতিবেদন দাখিল করেছে। এখন তার পরিবারের পক্ষ থেকে যদি মামলাটি পুনরুজ্জীবিত করতে চায় তাহলে পাবলিক প্রসিকিউটর হিসেবে এ ক্ষেত্রে আইনি সহায়তা প্রদান করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান কালবেলাকে বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বিসিএস ট্যাক্সেস অ্যাসোসিয়েশন অবৈধ ও বিলুপ্ত ঘোষণা

স্বাস্থ্য পরামর্শ / ঘন ঘন খিঁচুনি মৃগী রোগের লক্ষণ

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৫

উত্তেজনাপূর্ণ শেষ ২.৫০ মিনিট কী আলোচনা করেছেন পাইলট-এটিসি

‘সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ সংকটে পড়বে’ 

প্রায় ২৬ ঘণ্টা ডিবি কার্যালয়ে ছিলাম, বললেন জবি শিক্ষার্থী

‘জীবনের চাকা আপনার হাতে’- আফজাল হোসেনের বইয়ের মোড়ক উন্মোচন 

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ‘সচিবালয় অভিমুখে লংমার্চ’ শনিবার

ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ

১০

ধানমন্ডিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

১১

‘বিচার বিভাগের সংস্কার ছাড়া রাষ্ট্রের সার্বিক উন্নয়ন অসম্পূর্ণ থেকে যাবে’

১২

বৃষ্টিতে ভিজে বিজয় উল্লাস জবি শিক্ষার্থীদের

১৩

রাণীশংকৈল ধর্মগড় সীমান্তে অবৈধ পারাপারে যুবক আটক 

১৪

হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার নিশ্চিতের দাবি যুবদল নেতা শহিদুলের

১৫

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা আফতাবকে প্রত্যাহারের নির্দেশ

১৬

মোহাম্মদপুরে দুর্বৃত্তের ধারাল অস্ত্রের আঘাতে যুবক নিহত 

১৭

কিডনি রোগী ও প্রবীণদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১৮

শিরোপার আরও কাছে মোহামেডান

১৯

চাঁদাবাজির অভিযোগে যুবদল-কৃষক দলের ৩ নেতাকে বেধড়ক পিটুনি

২০
X