কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নব্য দখলদারিদের পরিণতিও হাসিনার মতো হবে : আবু হানিফ

বক্তব্য রাখছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, ‘আওয়ামী লীগ দেশে গত ১৫ বছর দখলদারি, লুটপাট, চাঁদাবাজি করেছে। তারা পালিয়ে যাওয়ার পর নব্য দখলদারের জন্ম হয়েছে। আপনাদের মনে রাখতে হবে আওয়ামী লীগের ১৫ বছরের শাসন ব্যবস্থা ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৩৬ দিনও টিকেনি, আপনারা যারা নব্য দখলদারি করছেন তাদের পরিণতিও হাসিনার মতো হবে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টায় কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় পালকি সিনেমা হলের সামনে ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাইয়ে যে বিপ্লব সংগঠিত হয়েছে, তা রাতারাতি হয়নি, গত ১৫ বছর বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন, সব শেষ ছাত্র-জনতার নেতৃত্বে সেই আন্দোলন সফল হয়েছে। এ আন্দোলনের প্রথম দাবি ছিল ১৮ সালের কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের। সেই আন্দোলনে সরকার দমন-পীড়ন চালানোয় রূপ নেয় সরকার পতনের দিকে। এই ২৪-এর গণঅভ্যুত্থানের পটভূমি রচিত হয়েছিল ১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও এখন দেশে এবং দেশের বাহিরে বসে আওয়ামী লীগ ও তার দোসররা ষড়যন্ত্র করছে। যে ছাত্র-জনতা আন্দোলন করে হাসিনার পতন ঘটিয়েছে তারা কিন্তু ঘরে ফিরে যায়নি, আমরা আওয়ামী লীগ ও তার দোসরদের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মনে হয়েছিল দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে কিন্তু এখনো সেটা করতে পারেনি। সরকার যদি জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ভুল করে তাহলে জনগণ সরকারের বিপক্ষে রাজপথে নামতে বাধ্য হবে। জনগণ যেভাবে ক্ষমতায় বসিয়েছে সেভাবে ক্ষমতা থেকে সরাতেও পারে।

আবু হানিফ বলেন, সংস্কার কমিশন গঠন করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। উপদেষ্টাদের অনেকের বক্তব্যে সন্দেহ সৃষ্টি হচ্ছে যে, তারাও ওয়ান-ইলেভেনের মতো বিরাজনীতিকরণ করে কি না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে কুমিল্লা জেলার যারা শহীদ হয়েছে প্রত্যেক শহীদ পরিবারকে প্রাপ্য মর্যাদা নিশ্চিত এবং ন্যূনতম ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

তিনি বলেন, যাদের হাতে ২ হাজারের অধিক শহীদের রক্ত লেগে আছে সেই খুনি ওবায়দুল কাদেররা নিরাপদে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাচ্ছে, অন্যদিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী, চট্টগ্রামের ছাত্রনেতা জসিমকে চোরাগোপ্তা হামলা চালিয়ে হত্যা করেছে।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো- বিপ্লবী ছাত্র-জনতাকে যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে অনতিবিলম্বে পদত্যাগ করুন। স্পষ্ট করে বলতে চাই, শহীদরা যেমন তাদের বাবা-মায়ের কোলে ফিরে আসবে না, ঠিক তেমনি আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতিতে ফিরতে পারবে না। নেতাদের উদ্দেশ্যে বলবো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বা উপদেষ্টা হওয়ার চেয়ে ছাত্র অধিকার পরিষদের কর্মী হওয়া আমার কাছে সৌভাগ্যের। শিক্ষার্থীদের পাশে থাকুন, জনগণের বিপদে-আপদে পাশে দাঁড়ান- তারাই আপনাদের নেতা বানাবে।

কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ কুমিল্লা জেলার সাবেক সদস্য সচিব গিয়াস হৃদয়, সঞ্চালনা করেন যুব অধিকার পরিষদ কুমিল্লা উত্তর জেলার সিনিয়র সহসভাপতি এমএ জামান।

এছাড়া বক্তব্য দেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রূপ হোসাইন মিয়া রাজ, কুমিল্লা জেলার সাবেক আহ্বায়ক ফয়েজুল্লাহ, যুব অধিকার পরিষদ কুমিল্লা উত্তর জেলার সভাপতি আলমগীর হোসেন, চান্দিনা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক নাজমুল হাসান, সদস্যসচিব আরিফ হোসেন অর্ক, তেজগাঁও থানার আহ্বায়ক শাহিন, যুব অধিকার পরিষদ কুমিল্লা উত্তর জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, কুমিল্লা জেলার ছাত্র নেতা রাসেল, রাফসান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না আমিরাত, কিন্তু কেন?

বিএনপি প্রার্থীর বহরে থাকা গাড়িতে আগুন, দগ্ধ ৪

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৮ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

চলন্ত বাসের খোলা লকারের ধাক্কায় যুবক নিহত

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

পাবনায় নির্বাচনী প্রচারণায় জামায়াতের হামলার তীব্র নিন্দা বিএনপির

পুষ্টিগুণে ভরপুর রোজেল পানীয়

প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক : ডিসি অন্নপূর্ণা

১০

রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা

১১

আ.লীগ নেতা মুকুল গ্রেপ্তার

১২

বন্ধুদের নিয়ে বেড়াতে যাওয়ার পথে প্রাণ গেল কলেজশিক্ষার্থীর

১৩

দলের প্রশ্নে আমরা সবাই এক : নজরুল ইসলাম আজাদ

১৪

নির্যাতনের ভিডিও পাঠিয়ে ৬০ লাখ টাকা মু‌ক্তিপণ দাবি

১৫

মেসির ভারত সফরে যুক্ত হলো আরও একটি শহর

১৬

বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৭

শিশু আফিয়ার জন্য তারেক রহমানের বিশেষ উপহারের ঘর নির্মাণ শুরু

১৮

প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল পর্তুগাল

১৯

পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না নাঈমের

২০
X