বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

শীতে বেড়েছে ডায়রিয়া, হাসপাতালে স্যালাইন সংকট

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

হাড় কাঁপানো শীতে বিশেষ করে দিনাজপুরের বিরামপুরসহ বেশ কিছু জায়গার মানুষ কাবু হয়ে পড়েছেন। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। শিশুদের পাশাপাশি বয়স্করাও শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। অন্যদিকে কলেরা স্যালাইন সংকটে পড়েছে হাসপাতালে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিরামপুর ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্যক্তি মালিকানাধীন স্বাস্থ্যসেবা ক্লিনিকগুলো ঘুরে এ চিত্র পাওয়া গেছে। অতিরিক্ত শীতের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স সুপারভাইজার জুলেখা বেগম দৈনিক কালবেলাকে বলেন, প্রায় ৩ মাস ধরে কলেরা স্যালাইন, ক্যানোলা, টেপ এবং অন্যান্য ওষুধ সংকট চলছে। নভেম্বরের শুরু থেকে ডিসেম্বরের শেষ নাগাদ হাসপাতালে ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছেন প্রায় ২৪৭ জন। এ ছাড়া জ্বর, সর্দি, কাশি নিয়ে ভর্তি হয়েছেন অর্ধশতাধিক। এদের মধ্যে বয়স্করা ৫-৬ দিন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও শিশু ওয়ার্ডে এখনো ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি।

বিরামপুর উপজেলার বাঁশবাড়িয়া এলাকার রবিন বাদশার ছেলে ওসমান আহমেদ (১০ মাস) ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৫ দিন আগে। এখনো তার চিকিৎসা চলছে। রবিন বাদশা জানান, হাসপাতাল থেকে কোনো কলেরার স্যালাইন পাননি। বাইরের দোকান থেকে কিনে নিয়ে ছেলের চিকিৎসা করাতে হচ্ছে।

উপজেলার শ্যামনগর গ্রামের রুবেল মিয়ার শিশু কন্যা রওজাতুন জান্নাত (১৮ মাস) তিন ধরে শ্বাস কষ্ট, সর্দি জ্বর, কাশি নিয়ে ভর্তি রয়েছেন। অন্যদিকে হাছান আলীর স্ত্রী রোকেয়া বেগম (৬৫) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিসকিনি গ্রামের মৃত ছামছুদ্দিনের স্ত্রী জিন্নাতুন বেওয়া (৯০) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন হাসপাতালে। তারা জানান, হাসপাতালে স্যালাইন সংকট থাকায় বাইরে থেকে স্যালাইন আনতে হচ্ছে।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার কবির পারভেজ বলেন, আমি উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য বগুড়াতে প্রশিক্ষণ নিচ্ছিলাম। হাসপাতালে যোগদান করার পরে দেখি অল্প কিছু কলেরা স্যালাইন ছিল। বর্তমানে কোনো স্যালাইনই স্টকে নেই। স্যালাইনের জন্য চাহিদা দেওয়া হয়েছে। অন্যান্য ওষুধেরও সংকট রয়েছে। হাসপাতালে স্যালাইন না থাকায় রোগীদের বাইরের দোকান থেকে স্যালাইন আনতে হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ৬ যুবদল নেতা বহিষ্কার

সুন্দরবন ও মোংলা বন্দর উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন লায়ন ফরিদ

‘প্রমাণ ছাড়া যেকোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

১০

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

১১

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

১২

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

১৩

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১৪

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১৫

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১৬

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৭

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৮

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৯

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

২০
X