ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আসামি ছিনতাইয়ের ঘটনায় ৬ পুলিশ সদস্য প্রত্যাহার, আটক ২

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই মাদক কারবারিকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে এসআইসহ ৬ পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে। আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সন্দেহভাজন ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, রোববার (০৫ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চরভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট বাজার এলাকার হাফিজুল ইসলামের বাড়িতে ভূরুঙ্গামারী থানা পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ ১ হাজার ৬২০ পিস ইয়াবাসহ হাফিজুল ইসলাম ও তার স্ত্রী হাসিনা আক্তারকে আটক করে। তাদের পুলিশ ভ্যানে তুলে নিয়ে আসার সময় বাবুরহাট বাজারে পৌঁছামাত্র মাদক কারবারির বড় ভাই আশরাফুল ও সাংবাদিক পরিচয়দানকারী এক ব্যক্তির নেতৃত্বে প্রায় শতাধিক ব্যক্তি পুলিশের গাড়ি আটকে আটকদের হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নিয়ে যায়।

খবর পেয়ে রাতেই জেলা পুলিশ ও থানা পুলিশের যৌথ টিম আবারও অভিযান চালায়। আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় একই ইউনিয়নের হুচার বালা গ্রামের আব্দুস ছালামের ছেলে আনোয়ার হোসেন ওরফে আরিফ (৩২) ও তার বাবা মো. আব্দুস ছালামকে (৫০) গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে সোমবার (০৬ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ, ডিবি ও থানা পুলিশের যৌথ টিম আবারও অভিযান চালিয়ে আরাজি পাইকডাঙ্গা গ্রামের সন্দেহভাজন মৃত রওশন আলীর ছেলে তফের আলী (৫০), এরশাদুল আলম (৪০) ও হাসিনা আক্তারকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে থানা পুলিশের এসআই আরিফ মাহমুদ আপেল, এএসআই আলমগীর হোসেন, কনস্টেবল সবুজ চন্দ্ররায়, বিনয়চন্দ্র বর্মণ, শফিউল্লাহ ও মিজানুর রহমানকে রাতেই কুড়িগ্রাম পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ৩ জনকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

ভূরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা বলেন, দায়িত্বে অবহেলার কারণে অভিযানে থাকা ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আ.লীগ নিষিদ্ধের আড়ালে নাটকীয়তা চলছে’

যবিপ্রবি ডিবেট ক্লাবের সভাপতি মোতালেব, সম্পাদক সাব্বির

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালুর সিদ্ধান্ত দ্রুত নেবে ইউজিসি

প্রধান উপদেষ্টার নিজস্ব কোনো সম্পত্তি নেই : প্রেস সচিব

মধ্য রাতে পুড়ে ছাই ৬ বিঘা জমির পানের বরজ

কোরবানির ঈদে খেল দেখাবে ‘নাটোরের বাদশা’

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, ঢাবির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

নওগাঁর আম বাজারে আসবে ২২ মে

ভাসানচর থেকে পালিয়ে আসা অর্ধশত রোহিঙ্গা সীতাকুণ্ডে আটক

সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

১০

গাজা যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর দাবি মার্কিন দূতের

১১

কতটা কার্যকর হবে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি

১২

বেনজীরের স্ত্রীর বুর্জ খলিফার ফ্ল্যাট জব্দের আদেশ

১৩

‘দেড় লাখ টাকায় বিক্রি’ হওয়া সেই শিশু উদ্ধার

১৪

২০২৫ সালের প্রথম প্রান্তিকে আইডিএলসি ফাইন্যান্সের ৪৪% একত্রিত নিট মুনাফা বৃদ্ধি

১৫

আ.লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি 

১৬

মাহফুজকে স্বারক : অবিলম্বে পদত্যাগ করুন

১৭

যৌতুকের মিথ্যা মামলা করায় বাদীকে জরিমানা

১৮

মামলার ১১ বছর পর খালাস পেলেন বিএনপি নেতা দুলু

১৯

ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা নিহত

২০
X