ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আসামি ছিনতাইয়ের ঘটনায় ৬ পুলিশ সদস্য প্রত্যাহার, আটক ২

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই মাদক কারবারিকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে এসআইসহ ৬ পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে। আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সন্দেহভাজন ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, রোববার (০৫ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চরভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট বাজার এলাকার হাফিজুল ইসলামের বাড়িতে ভূরুঙ্গামারী থানা পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ ১ হাজার ৬২০ পিস ইয়াবাসহ হাফিজুল ইসলাম ও তার স্ত্রী হাসিনা আক্তারকে আটক করে। তাদের পুলিশ ভ্যানে তুলে নিয়ে আসার সময় বাবুরহাট বাজারে পৌঁছামাত্র মাদক কারবারির বড় ভাই আশরাফুল ও সাংবাদিক পরিচয়দানকারী এক ব্যক্তির নেতৃত্বে প্রায় শতাধিক ব্যক্তি পুলিশের গাড়ি আটকে আটকদের হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নিয়ে যায়।

খবর পেয়ে রাতেই জেলা পুলিশ ও থানা পুলিশের যৌথ টিম আবারও অভিযান চালায়। আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় একই ইউনিয়নের হুচার বালা গ্রামের আব্দুস ছালামের ছেলে আনোয়ার হোসেন ওরফে আরিফ (৩২) ও তার বাবা মো. আব্দুস ছালামকে (৫০) গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে সোমবার (০৬ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ, ডিবি ও থানা পুলিশের যৌথ টিম আবারও অভিযান চালিয়ে আরাজি পাইকডাঙ্গা গ্রামের সন্দেহভাজন মৃত রওশন আলীর ছেলে তফের আলী (৫০), এরশাদুল আলম (৪০) ও হাসিনা আক্তারকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে থানা পুলিশের এসআই আরিফ মাহমুদ আপেল, এএসআই আলমগীর হোসেন, কনস্টেবল সবুজ চন্দ্ররায়, বিনয়চন্দ্র বর্মণ, শফিউল্লাহ ও মিজানুর রহমানকে রাতেই কুড়িগ্রাম পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ৩ জনকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

ভূরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা বলেন, দায়িত্বে অবহেলার কারণে অভিযানে থাকা ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১০

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

১১

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

১২

আগামী সংসদ প্রথম তিন মাস ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করার প্রস্তাব

১৩

ধরলার তীব্র ভাঙন, টেকসই বাঁধ নির্মাণের দাবি

১৪

নেতা ও ভোটারের জবাবদিহিই হবে শ্রেষ্ঠ সংস্কার : মঈন খান

১৫

পাপের ফল ওদের ভোগ করতেই হবে : রাশেদ খান

১৬

ক্ষমা চাইলেন স্বাধীন খসরু 

১৭

স্বাধীনতাবিরোধীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত : আমিনুল হক

১৮

ঢাকায় উদযাপিত হলো রাশিয়ান পতাকা দিবস

১৯

একাদশে ভর্তিতে কোনো শিক্ষার্থী পায়নি ৩৭৮ কলেজ

২০
X