টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

যুবলীগ-ছাত্রলীগ নেতাকে ছাড়াতে জামায়াতের তদবির!

সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছানোয়ার হোসেনের সঙ্গে যুবলীগ নেতা মানিক বাবু ও ছাত্রলীগ নেতা ইসমাইল। ছবি : কালবেলা
সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছানোয়ার হোসেনের সঙ্গে যুবলীগ নেতা মানিক বাবু ও ছাত্রলীগ নেতা ইসমাইল। ছবি : কালবেলা

টাঙ্গাইল শহর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মানিক বাবু ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইসমাইলকে থানা থেকে ছাড়াতে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তদবির করেছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা ও শহর শাখার নেতাকর্মীরা দুজনকে ছাড়িয়ে আনতে সদর থানার ওসি তানবীর আহমেদের রুমে বসে থাকেন। এর আগে সোমবার (১৩ জানুয়ারি) দিনগত রাতে শহরের বৈল্যা এলাকা থেকে তাদের আটক করা হয়।

থানা অব্স্থান করা জামায়াতের নেতারা জানান, তাদের দুজনকর্মীকে পুলিশ আটক করেছে, তাদের ছাড়াতে থানায় এসেছেন। অতীতে তারা যুবলীগ ও ছাত্রলীগের কর্মী ছিলেন বলেও তারা স্বীকার করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিগত সময়ে মানিক বাবু ও ইসমাইল দুজনে টাঙ্গাইল সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এসএম সিরাজুল হক আলমগীর, শহর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মেহেদী হাসান ইমুর ঘনিষ্ঠ ছিলেন। এ ছাড়া মানিক বাবু ২০১৯ সালের টাঙ্গাইল শহর আওয়ামী যুবলীগের অনুমোদিত আহ্বায়ক কমিটির তালিকায় ২০ নম্বর সদস্য।

টাঙ্গাইল পৌরসভা শাখা জামায়াতে ইসলামীর আমির মিজানুর রহমান চৌধুরী বলেন, একজন এক দল করতেই পারে কিন্তু আটক দুজন তাদের দলের সহযোগী কর্মী। অন্য দলের কর্মী হলে আমরা ছাড়াতে থানায় আসব কেন?

টাঙ্গাইল জেলা জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন, যে দুজন আটক হয়েছে তারা আমাদের কর্মী। তারা এক সময় আওয়ামী লীগের রাজনীতি করত। তবে এখন তারা আমাদের দলের কর্মী।

টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবীব মাসুদ বলেন, দীর্ঘদিন আগে আটক দুজন আওয়ামী লীগের কর্মী ছিলেন। এরপর থেকে তারা আমাদের দলের হয়ে কাজ করছে ও দলের সক্রিয় সদস্য। জুলাই বিপ্লবের সক্রিয় কর্মী হিসেবে তারা দায়িত্ব পালন করেছে।

এদিকে আটক মানিক বাবু নিজেকে ছাত্র সমন্বয়ক হিসেবে দাবি করেছেন।

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ কালবেলাকে বলেন, জামায়াতের লোকজন দাবি করছে, আটক দুজন তাদের কর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনে সক্রিয় ছিল। যাচাইবাছাই শেষে আটক দুজনকে গত বছরের এক মামলায় আাদলতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিমান্ডের পর হাসপাতালে ভর্তি সাবেক প্রেসিডেন্ট

জাতীয় নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে : ইলিয়াসপত্নী লুনা

ছাত্রদের রাজনীতিতে ব্যবহার করা জুলুম : বায়তুল মোকাররমের খতিব

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

অ্যাডিলেডে শেষ ম্যাচেও সোহানদের ভরাডুবি

লটারির টিকিট কেটেই নারী দেখলেন ২ কোটি টাকা তার হাতে

কোটালীপাড়া পৌর ছাত্রলীগ নেতা জামিল গ্রেপ্তার

দেশে বিশ্বমানের লিফট তৈরি করছে প্রাণ-আরএফএল

পরিবর্তন হয়নি যেসব ফোনের ডায়াল প্যাড কিন্তু কেন?

‘ব্যাটিংয়ের দিক থেকে বাংলাদেশ ও নেপাল একই মানের দল’

১০

হত্যা মামলায় জাবির সাবেক শিক্ষক গ্রেপ্তার

১১

ঘরের যে ৮টি জিনিস সরিয়ে রাখলেই ওয়াই-ফাইয়ের গতি বাড়বে

১২

রিমান্ড শেষে মাই টিভির চেয়ারম্যান নাসির কারাগারে 

১৩

সরকারের একার পক্ষে স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙা সম্ভব না : স্বাস্থ্য উপদেষ্টা

১৪

আশাশুনিকে সাতক্ষীরা-৩ আসনে ফেরানোর দাবি

১৫

‘খালেদা জিয়া পেছনের দরজা নয়, সম্মুখে রাজনীতিতে প্রবেশ করেছেন’

১৬

‘পকেট ভরানো’ রাজনীতিবিদদের জন্য দুঃসংবাদ

১৭

নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন আর নেই

১৮

কয়েদির ওজন ৩০০ কেজি, প্রতিদিন খরচ আড়াই লাখ!

১৯

পেঁয়াজ আমদানি বন্ধ, দাম ঊর্ধ্বমুখী

২০
X