ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০৫:৫৩ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সাঈদীর বিচার আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে হয়নি : ফখরুল

ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীরা। ছবি: কালবেলা
ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীরা। ছবি: কালবেলা

‘দেলাওয়ার হোসাইন সাঈদী একজন আন্তর্জাতিক মানসম্পন্ন আলেম ছিলেন। তার বিচার আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে হয়নি’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও মির্জা রুহুল আমিন মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন- চাকরি বিধিতে বলা আছে, সরকারি কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করতে পারবে না। ন্যায় বিচারের ভিত্তিতে তাদের কাজ করতে হবে। চাকরিতে প্রবেশের আগে তারা এই শপথ নিয়েছিল। কিন্তু সেই শপথ ভঙ্গ করে আমলাদের অনেকেই এখন আওয়ামী লীগের কর্মী।

তিনি আরও বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলনকশার কাজ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ডিসি, এসপি ইউএনও, ওসিদের বদলি শুরু হয়েছে।

ফখরুল বলেন, কুমিল্লার নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করতে এক অনুষ্ঠানে সাধারণ মানুষের কাছে ভোট চেয়েছেন। ক্ষমতাসীন দল যেসব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে এটাই তার প্রমাণ।

বিএনপির মহাসচিব বলেন, এবারের নির্বাচনে যদি আওয়ামী লীগ করে নিয়ে নিয়ে যেতে পারে -তাহলে আমাদের (বিএনপির ) নেতাকর্মীদের কচুকাটা করবে। তাই তিনি দলীয় নেতা-কর্মীদের জীবন বাজী রেখে প্রতিরোধ করতে আহ্বান জানান।

বক্তৃতার একপর্যায়ে তিনি কেঁদে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন মহীয়সী নারী। ১৯৭১ সালে চট্টগ্রাম থেকে কোলের দুই শিশু সন্তানকে নিয়ে বোরকা পরে নিরাপত্তার জন্য ঢাকায় আসেন। তবে ঢাকায় এসে তিনি পাকহানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে ৯ মাস কারাবন্দি ছিলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে নৃশংস হত্যাকাণ্ডের পর অনেকে ভেবেছিলেন বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে। তবে এই মহীয়সী নারীর হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের একজন মন্ত্রী জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি বলেছেন। বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের খন্দকার মোস্তাক আহম্মেদরাই শেখ মুজিবকে হত্যা করে শপথ নিয়ে সংসদে যোগ দেন। সরকার ক্যাসিনো সম্রাট লুটেরা ও টাকা পাচারকারীদের জামিন দিয়ে বিদেশ যাওয়ার সুযোগ করে দিচ্ছে। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিচ্ছে না। তিনি এখন চিকিৎসার অভাবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামী নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রসঙ্গে তিনি বলেন, সাঈদী একজন আন্তর্জাতিক মানসম্পন্ন আলেম ছিলেন। তার বিচার আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে হয়নি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ পার্লামেন্টকে ধ্বংস করে, একটি সিলেকশন পার্লামেন্ট করে রেখেছে। এই পার্লামেন্টের এমপিরা ডুগডুগি বাজায়। জনগণের কোনো কথা আলোচনা হয় না। পরে তিনি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি নুর করিম, আল মামুন আলম, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, মো. জাফরুল্লাহ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ দলীয় নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দেলাওয়ার হোসাইন সাঈদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের মা হতে চলেছেন ভারতী সিং

টিকা থেকে একটি শিশুও যেন বাদ না যায় : স্বাস্থ্য উপদেষ্টা 

কোন রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি বলে বলছে গবেষণা

ধোপাদিঘিতে মাছ মরে ছড়াচ্ছে দুর্গন্ধ, ওয়াকওয়ে বন্ধ ঘোষণা

জামায়াত আমিরের সঙ্গে ঢাকার আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ

চ্যাটজিপিটিতে নতুন ফিচার চালু

যমুনায় হুহু করে বাড়ছে পানি, দুশ্চিন্তায় চরের কৃষক

মশার কয়েলের বিকল্প বের করলেন খুবি শিক্ষার্থীরা

ভারত-পাকিস্তান ম্যাচে রানআউট বিতর্কে যা বলল ক্রিকেট আইনপ্রণেতা সংস্থা

সুষ্ঠু নির্বাচনকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি : সিইসি

১০

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১১ জেলায় ঝড়বৃষ্টির আভাস

১১

বাংলাদেশে কর্মসংস্থান কমায় বিশ্বব্যাংকের উদ্বেগ

১২

সাংবাদিক হায়াত উদ্দিন হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

১৩

সড়কে আছড়ে পড়ল হেলিকপ্টার, সবার অবস্থা আশঙ্কাজনক

১৪

লটারিতে হারা প্রার্থী জিতলেন আদালতে

১৫

লন্ডনে মোবাইল ফোন চুরির ঘটনায় আটক ৪৬

১৬

আইন সচিব হলেন বিচারক লিয়াকত আলী মোল্লা

১৭

বাবার দায়ের কোপে প্রাণ গেল ৫ বছরের শিশুর 

১৮

শহীদ আবরারের নামে ফেনী নদীর নামকরণের দাবি

১৯

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল আফগানিস্তান

২০
X