কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনতাই করে নিয়েছে সন্ত্রাসীরা। হামলায় ৩ পুলিশসহ চারজন আহত হয়েছে।
আজ বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেন।
আহতরা হলেন- কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আজিম উদ্দিন, মো. জাকির হোসেন, কনস্টেবল আবু সিদ্দিক ও গাড়িচালক সাইফুল ইসলাম। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, ‘বুধবার বিকেলে কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রর সহকারী উপপরিদর্শক (এএসআই) আজিম উদ্দিন ও জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের হাজী আবুল হাশেম ডিলারের ছেলে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি কাজী এমদাদকে আটক করে। এ সময় আসামির বড় ভাই কাজী ইকবাল হোসেনের নেতৃত্বে ১০-১৫ জন সন্ত্রাসী মোটরসাইকেলযোগে চন্দ্রপুর এলাকায় পৌঁছে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে আসামিকে ছিনতাই করে নিয়ে যায়। হামলায় ৩ পুলিশসহ চারজন আহত হয়েছে। পরে পুলিশের অপর একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ছিনতাইকৃত আসামিসহ হামলার ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম বলেন, ‘পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনা সঠিক। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।’
মন্তব্য করুন