সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
নারায়ণগঞ্জ (সোনারগাঁ)প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সাংস্কৃতিকভাবে বাংলাদেশকে দুভাগ করা যাবে না : সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা

সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) কর্তৃক মাসব্যাপী লোকজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) কর্তৃক মাসব্যাপী লোকজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আমি মনে করি বাংলাদেশের মানুষ বুঝতে শুরু করেছে, সাংস্কৃতিকভাবে বাংলাদেশকে দুই ভাগ করা যাবে না। এটি অত্যন্ত বিপজ্জনক খেলা। এ ফাঁদে বাংলাদেশের মানুষ পা দেবে না। আপনারা এ বিপজ্জনক খেলার ফাঁদ থেকে সতর্ক থাকবেন।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) কর্তৃক মাসব্যাপী লোকজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জুলাই মাসে যে গণঅভ্যুত্থান হয়েছে, এটি কিন্তু এক বা দুদিনের ঘটনা নয়। ১৬ বছরের ক্ষোভ আর এর কারণেই আজ ফ্যাসিস্ট সরকার পাশের দেশে পালিয়ে গেছে। তারা আজ পাশের দেশে বসে কীভাবে দেশে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা করা যায় সে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমাদের সতর্ক থেকে তার মোকাবিলা করতে হবে।

মিডিয়ার বিষয় নিয়ে তিনি আরও বলেন, আপনারা দেখেছেন গত ১৬ বছর বিএনপি-জামায়াতের যে সব নেতাকর্মী গুম হয়েছে আমাদের মেইনস্ট্রিম মিডিয়া তা নিয়ে কথা বলেনি। কারণ সাংস্কৃতিকভাবে আগেই তাদের অপহরণ করা হয়েছে। তাদের বুঝানো হয়েছে, তারা সংস্কৃতি বিশ্বাস করে না, তারা ভালো মানুষ নয় এবং তারা আমাদের লোক নয়।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বলেন, আমাদের দেশে যে বাউল শিল্পী আছে তাদের নিয়ে বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য বসে আছে। আপনারা একটু সজাগ থাকবেন। পুলিশ প্রশাসনকে নিয়ে সর্বাধিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি মনে করি।

ফারুকী বলেন, সোনারগাঁ বাংলার ঐতিহ্যবাহী রাজধানী ছিল। এখানে বাংলার অনেক স্মৃতি ও প্রাচীন নিদর্শন রয়েছে। কিন্তু আমি আসতে গিয়ে দেখলাম এখানকার সড়ক অনেক সরু। সড়কটি প্রশস্ত ও প্রাচীন নিদর্শন রক্ষার্থে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাংস্কৃতিকবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক

ফাইনালে সুপার ওভারে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বিদেশিদের হাতে বন্দরের ব্যবস্থাপনা তুলে দেওয়া অদূরদর্শী সিদ্ধান্ত : লায়ন ফারুক

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় / পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয় মেজর সিনহাকে

কর্মী নিয়োগ নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব

সোনালী ব্যাংকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে প্রতারণা

জাল টাকার নোটসহ আটক ২

রাজশাহীতে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

এসএ সিদ্দিক সাজুকে বিএনপির শোকজ

বিএনপি নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : সেলিমা রহমান

১০

মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার

১১

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত : রিজভী

১২

যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা, কমান্ডারকে নিহতের দাবি ইসরায়েলের

১৩

রাবির দুই শিক্ষককে বিভাগীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি

১৪

এ দেশ সবার, কারো একার না : সালাউদ্দিন বাবু

১৫

‘স্বাধীনতার পর ক্ষমতায় না গিয়ে জিয়াউর রহমান সেনাবাহিনীতে ফিরে যান’

১৬

ফাইনাল জিততে বাংলাদেশের দরকার ১২৬ রান

১৭

শাহজাহানের বক্তব্য সমর্থন করে না জামায়াত

১৮

আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’, নামের অর্থ জানুন

১৯

প্রায় ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

২০
X