নারায়ণগঞ্জ (সোনারগাঁ)প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সাংস্কৃতিকভাবে বাংলাদেশকে দুভাগ করা যাবে না : সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা

সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) কর্তৃক মাসব্যাপী লোকজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) কর্তৃক মাসব্যাপী লোকজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আমি মনে করি বাংলাদেশের মানুষ বুঝতে শুরু করেছে, সাংস্কৃতিকভাবে বাংলাদেশকে দুই ভাগ করা যাবে না। এটি অত্যন্ত বিপজ্জনক খেলা। এ ফাঁদে বাংলাদেশের মানুষ পা দেবে না। আপনারা এ বিপজ্জনক খেলার ফাঁদ থেকে সতর্ক থাকবেন।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) কর্তৃক মাসব্যাপী লোকজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জুলাই মাসে যে গণঅভ্যুত্থান হয়েছে, এটি কিন্তু এক বা দুদিনের ঘটনা নয়। ১৬ বছরের ক্ষোভ আর এর কারণেই আজ ফ্যাসিস্ট সরকার পাশের দেশে পালিয়ে গেছে। তারা আজ পাশের দেশে বসে কীভাবে দেশে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা করা যায় সে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমাদের সতর্ক থেকে তার মোকাবিলা করতে হবে।

মিডিয়ার বিষয় নিয়ে তিনি আরও বলেন, আপনারা দেখেছেন গত ১৬ বছর বিএনপি-জামায়াতের যে সব নেতাকর্মী গুম হয়েছে আমাদের মেইনস্ট্রিম মিডিয়া তা নিয়ে কথা বলেনি। কারণ সাংস্কৃতিকভাবে আগেই তাদের অপহরণ করা হয়েছে। তাদের বুঝানো হয়েছে, তারা সংস্কৃতি বিশ্বাস করে না, তারা ভালো মানুষ নয় এবং তারা আমাদের লোক নয়।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বলেন, আমাদের দেশে যে বাউল শিল্পী আছে তাদের নিয়ে বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য বসে আছে। আপনারা একটু সজাগ থাকবেন। পুলিশ প্রশাসনকে নিয়ে সর্বাধিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি মনে করি।

ফারুকী বলেন, সোনারগাঁ বাংলার ঐতিহ্যবাহী রাজধানী ছিল। এখানে বাংলার অনেক স্মৃতি ও প্রাচীন নিদর্শন রয়েছে। কিন্তু আমি আসতে গিয়ে দেখলাম এখানকার সড়ক অনেক সরু। সড়কটি প্রশস্ত ও প্রাচীন নিদর্শন রক্ষার্থে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাংস্কৃতিকবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসুর খসড়া আচারণবিধি প্রকাশ / ডোপ টেস্টের উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন শিক্ষার্থী-সাংবাদিকসহ ছাত্রনেতারা

জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল 

সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজ না ছাড়ার নেপথ্যে

স্তন ক্যানসার নিয়ে সচেতনতায় ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’

শেষ ১৫ ম্যাচে জাকেরের ব্যাটে মাত্র ৩ ছক্কা

বিদেশ থেকে আনা মোবাইল সেট নিবন্ধন করবেন যেভাবে

ঝিনাই নদী থেকে আরও এক শিশুর মরদেহ উদ্ধার

দিনে আধা ঘণ্টা ব্যয় করে যেভাবে শিখতে পারেন ইংরেজি

পেশিশক্তির রাজনীতি আর চলবে না : তাসনিম জারা

‘ডন ছাড়া খেতেনই না সালমান শাহ’

১০

বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত

১১

নারায়ণগঞ্জে ত্বকী হত্যার চার্জশিট দ্রুত জমা দেওয়া হবে : র‍্যাব

১২

আলেমদের সান্নিধ্যে চরিত্র সংশোধনের অনুরোধ ধর্ম উপদেষ্টার 

১৩

‘বিএনপি অর্জুন গাছের ছাল, যখন যার প্রয়োজন কেটে নেয়’

১৪

উড্ডয়নের কিছুক্ষণ পরেই ব্রিটিশ হেলিকপ্টার বিধ্বস্ত

১৫

অসময়ের বর্ষায় ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের

১৬

পকেটমারের অভিযোগে আবার শিরোনামে অভিনেত্রী রূপা দত্ত

১৭

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে কড়া নির্দেশনা 

১৮

এসএমই খাতকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তিতে রূপান্তরের উদ্যোগ 

১৯

১৫ বছরের চেষ্টায় কার্গো বিমান তৈরি করে চমকে দিয়েছে ইরান

২০
X