নারায়ণগঞ্জ (সোনারগাঁ)প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সাংস্কৃতিকভাবে বাংলাদেশকে দুভাগ করা যাবে না : সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা

সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) কর্তৃক মাসব্যাপী লোকজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) কর্তৃক মাসব্যাপী লোকজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আমি মনে করি বাংলাদেশের মানুষ বুঝতে শুরু করেছে, সাংস্কৃতিকভাবে বাংলাদেশকে দুই ভাগ করা যাবে না। এটি অত্যন্ত বিপজ্জনক খেলা। এ ফাঁদে বাংলাদেশের মানুষ পা দেবে না। আপনারা এ বিপজ্জনক খেলার ফাঁদ থেকে সতর্ক থাকবেন।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) কর্তৃক মাসব্যাপী লোকজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জুলাই মাসে যে গণঅভ্যুত্থান হয়েছে, এটি কিন্তু এক বা দুদিনের ঘটনা নয়। ১৬ বছরের ক্ষোভ আর এর কারণেই আজ ফ্যাসিস্ট সরকার পাশের দেশে পালিয়ে গেছে। তারা আজ পাশের দেশে বসে কীভাবে দেশে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা করা যায় সে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমাদের সতর্ক থেকে তার মোকাবিলা করতে হবে।

মিডিয়ার বিষয় নিয়ে তিনি আরও বলেন, আপনারা দেখেছেন গত ১৬ বছর বিএনপি-জামায়াতের যে সব নেতাকর্মী গুম হয়েছে আমাদের মেইনস্ট্রিম মিডিয়া তা নিয়ে কথা বলেনি। কারণ সাংস্কৃতিকভাবে আগেই তাদের অপহরণ করা হয়েছে। তাদের বুঝানো হয়েছে, তারা সংস্কৃতি বিশ্বাস করে না, তারা ভালো মানুষ নয় এবং তারা আমাদের লোক নয়।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বলেন, আমাদের দেশে যে বাউল শিল্পী আছে তাদের নিয়ে বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য বসে আছে। আপনারা একটু সজাগ থাকবেন। পুলিশ প্রশাসনকে নিয়ে সর্বাধিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি মনে করি।

ফারুকী বলেন, সোনারগাঁ বাংলার ঐতিহ্যবাহী রাজধানী ছিল। এখানে বাংলার অনেক স্মৃতি ও প্রাচীন নিদর্শন রয়েছে। কিন্তু আমি আসতে গিয়ে দেখলাম এখানকার সড়ক অনেক সরু। সড়কটি প্রশস্ত ও প্রাচীন নিদর্শন রক্ষার্থে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাংস্কৃতিকবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধের ঘোষণা শিক্ষকদের

পাকিস্তানি নৌবাহিনীর জাহাজ চট্টগ্রাম বন্দরে

‘বাণিজ্য মন্ত্রণালয় যদি মোর কাছত থাকিল, সোনায় সোহাগা করি দিনু’

কুমিরা–গুপ্তছড়া নৌরুট / বিনামূল্যে গর্ভবতী নারী ও মরদেহ পরিবহন সার্ভিস চালু

উত্তরা ইউনিভার্সিটি ও বিইউএফটি প্রক্টরিয়াল টিমের মধ্যে বৈঠক অনুষ্ঠিত

এবার ঝাড়ু মিছিল করলেন সেই এমপি প্রার্থী রায়হান

‎চট্টগ্রামে মালবাহী ট্রেন লাইনচ্যুত

স্ত্রী-সন্তান রেখে দ্বিতীয় বিয়ে, স্বামীর ৬ মাসের কারাদণ্ড

শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ব্যাখ্যা দিল ডিএমপি

মালদ্বীপে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১০

৩ বছরের সাজা থেকে বাঁচতে পালিয়ে ১৫ বছর

১১

কথায় কথায় রাস্তায় যাবেন, বৃহত্তর দল নামলে তো সংঘর্ষ হবে : আমীর খসরু

১২

শাহবাগে জলকামান-সাউন্ড গ্রেনেডে শিক্ষকদের ছত্রভঙ্গ

১৩

বাঁধাকপি-ফুলকপি কি থাইরয়েডের জন্য সত্যিই ক্ষতিকর

১৪

নিজের গোঁফের রহস্য ফাঁস করলেন শাকিব

১৫

এখনকার প্রজন্ম পোশাকের মতো পার্টনার বদলায় : টুইঙ্কেল

১৬

যুবককে বেধড়ক পেটানোর পর কুপিয়ে হত্যা

১৭

ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যাচেষ্টার অভিযোগ, কী বলছে ইরান

১৮

‘আয়না ঘর’ থেকে বেঁচে ফেরা মাজেদ পেলেন বিএনপির মনোনয়ন

১৯

পশুর নদীতে বোট উল্টে পর্যটক নিখোঁজ

২০
X