বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক ধারাকে পাল্টাতে চাই : জামায়াতের কেন্দ্রীয় নেতা

বরিশালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা। ছবি : কালবেলা
বরিশালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, ‘রাজনৈতিক দল জনগণের জন্য কাজ করে। বাংলাদেশে রাজনৈতিক ধারায় বিভিন্ন ধরনের ব্যত্যয় হয়েছে, হচ্ছে। আমরা এ ধারাকে পাল্টাতে চাই।’

রোববার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরের সদর রোডস্থ একটি রেস্তোরাঁয় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বরিশালে আগমন উপলক্ষে এবং কর্মী সম্মেলনে সার্বিক প্রস্তুতি বিষয়ে সর্বস্তরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল আরও বলেন, ‘বাংলাদেশে শুধু রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন নয়, জামায়াতে ইসলামীর একটি চরিত্রের পরিবর্তনের ধারা তৈরি করেছে। মানুষকে পরিবর্তন করার জন্য সবাই মিলে যদি আমরা সেই ইতিবাচক ধারা দিতে পারি তাহলে বাংলাদেশকে কেউ পিছিয়ে ফেলতে পারবে না।’

তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের পরে দেশ গঠনের জন্য অনেক কাজ ও পদক্ষেপ বাকি আছে। আমাদের দলগত যে পদক্ষেপগুলো আছে সেগুলো নিয়ে আমিরে জামায়াত বলবেন। আর রাষ্ট্র-সরকারের যা দরকার সে ক্ষেত্রে কর্মী হিসেবে রাজনৈতিক ময়দানে ভূমিকা রাখার ক্ষেত্রে আমাদের কী কাজ করতে হবে সে বিষয়ে ডা. শফিকুর রহমান কথা বলবেন।’

বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর বলেন, ‘বরিশালের ইতিহাসে ২১ জানুয়ারি সবচেয়ে বড় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন নগরবাসীর একটু কষ্ট হবে, তবে তাদের কষ্ট লাঘবে আমাদের সর্বোচ্চ উদ্যোগ রয়েছে। তারওপর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিগত দিনে যে কথাগুলো বলতে পারিনি সেগুলো শুনতে আমাদের প্রতিনিধি, কর্মী, সমর্থকসহ নগরবাসী আসবেন। আমরা একটি সুন্দর প্রোগ্রাম করতে চাই।’

বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার তার বক্তব্যে বলেন, ‘আমরা ১৬-১৭ বছর স্বৈরশাসকদের কারণে কথা বলতে পারিনি। আমাদের মতো সাধারণ মানুষও তাদের মত প্রকাশ করতে পারেনি। এখন সময় এসেছে দেশ গঠন করার, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। জামায়াতে ইসলাম এ দেশে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহর দেওয়া বিধানের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি কল্যাণময় রাষ্ট্রে পরিণত করতে চাই আমরা।’

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, বরিশাল মহানগরীর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মহানগরীর সহকারী সেক্রেটারি হাফেজ হাসান আতিক, বরিশাল মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সম্মেলন বাস্তবায়ন কমিটির প্রচার ও মিডিয়া বিভাগের আহ্বায়ক অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ সাইফুল ইসলাম, মহানগর শূরা সদস্য মোয়াজ্জেম হোসেন হাওলাদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব জেলায় 

‘কার্টা ব্লু’ ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ইতালি

যুক্তরাজ্য বিএনপি নেতা ড. মুজিবের ছেলের বিয়েতে সস্ত্রীক তারেক রহমান 

আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক হতাহত, হেফাজতের শোক ও সহায়তার আহ্বান

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচি দিল ছাত্রদল

বনানীর সেলসিয়াস সিসা লাউঞ্জে পুলিশের অভিযান

অবশেষে মাদক সম্রাজ্ঞী আ.লীগ নেত্রী স্বপ্না আক্তার আটক

সর্বদলীয় বৈঠক শেষে ফেরার পথে জাগপা সভাপতিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা

নাটোরে ডা. আমিরুলকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি ড্যাবের

১০

গাজীপুরের কমিশনারের দায়িত্ব থেকে সরানো হলো নাজমুল করিমকে

১১

একাত্তরে ভুল করেছেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন : টুকু

১২

দুই কিংবদন্তি অলরাউন্ডার সাকিব ও সিকান্দারকে ‘এক’ করলেন জুলফিকার!

১৩

বিএনপিকে এনসিপির শুভেচ্ছা / ‘আমরা তর্কবিতর্ক করব কিন্তু পারস্পরিক সৌহার্দ্য থাকবে’

১৪

পুরো সেপ্টেম্বরের পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

১৫

নদীতে জাল ফেলা নিয়ে দ্বন্দ্বে হামলা, জেলের মৃত্যু

১৬

ক্ষমা চাইলেন রিটকারীকে ধর্ষণের হুমকি দেওয়া সেই শিক্ষার্থী

১৭

আহত চবি শিক্ষার্থীদের দেখতে চমেকে শাহজাহান চৌধুরী

১৮

জাঁকজমক আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

১৯

দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু

২০
X