কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ঘাট ইজারা নিয়ে সংঘর্ষ, মৎস্য দল নেতা আহত

ঘাট ইজারা নিয়ে সংঘর্ষে আহত মৎস্য দল নেতা রুহুল আমিন মাঝিকে হাসপাতালে নেওয়া হয়। ছবি : কালবেলা
ঘাট ইজারা নিয়ে সংঘর্ষে আহত মৎস্য দল নেতা রুহুল আমিন মাঝিকে হাসপাতালে নেওয়া হয়। ছবি : কালবেলা

পটুয়াখালীর কলাপাড়া আলীপুরে বিআইডব্লিউটিএ পল্টুন ইজারাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এতে এক মৎস্য দল নেতা গুরুতর আহত হয়েছেন। এসময় ঘাট ইজারাদারের প্রতিনিধি নুরু মিয়াও আহত হয়েছেন।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় লতাচাপলী ইউনিয়নের আলীপুর বাজারে পুরাতন ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই নেতার নাম রুহুল আমিন মাঝি (৪৭)। তিনি উপজেলার মহিপুর থানা মৎস্য দলের যুগ্ম সাধারণ সম্পাদক।

আহত ঘাট ইজারা প্রতিনিধি নুরু মিয়া কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় রয়েছেন। অপরদিকে মহিপুর থানা মৎস্য দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মাঝিকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক ডা. মুমসাদ সায়েম পুনম উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলীপুর মৎস্য বন্দরের বিআইডব্লিউটিএ ঘাটে ফিশিং ট্রলার থেকে টাকা উত্তোলন করেন নুরু। এসময় রুহুল আমিন মাঝি কীসের টাকা উত্তোলন করে জানতে চাইলে তার সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণ পরে নুরু ও লতাচাপলী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হাওলাদারের নেতৃত্ব রুহুল আমিন মাঝির ওপর দ্বিতীয় দফায় হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে জানান, ৫ আগস্টের পরে নুরু বেপরোয়া হয়ে ওঠেন। তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এলাকার সাধারণ মানুষের সঙ্গেও অসদাচরণ করে সে। আ.লীগের আমলে তাদের গা ঘেঁষে চললেও, পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বিএনপি নেতাদের গা ঘেঁষতে শুরু করেন। নিজেকে এখন বড় বিএনপি নেতা দাবি করেন নুরু।

এ বিষয়ে ঘাট ইজারা প্রতিনিধি নুরু বলেন, আমি ঘাট ইজারাদার তামিম মুন্সির হয়ে এখানে টাকা উত্তোলন করি। সকালে টাকা উত্তোলনে রুহুল আমিন মাঝি বাধা দেয় এবং আমাকে মারধর করে। আমার মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তুলাতলী হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় রয়েছি।

এ বিষয়ে ঘাট ইজারাদার তামিম মুন্সী বলেন, আমি পটুয়াখালী থেকে আলীপুর ঘাটটি ইজারা নিয়েছি। নুরু নামে একজনকে দিয়ে এখানে কালেকশন করা হয়। নিয়মানুসারেই টাকা উত্তোলন করা হয়। আজকের মারামারির বিষয়টি আমার জানা নেই।

লতাচাপলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার বলেন, ঘাটে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। আপাতত ঘাটের সব রকম কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঘাটের ইজারা প্রতিনিধি নুরু আমাদের দলের কেউ না।

এ বিষয়ে মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম কালবেলাকে বলেন, এ সংক্রান্ত বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটকীয় জয়ের পরও নিজের ভুলে হতবাক আকবর

স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান : প্রধান উপদেষ্টা

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

ভূমিকম্পে ছেলের পর এবার চিকিৎসাধীন বাবার মৃত্যু

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার মানুষকে উপহার দিলেন যুবদল নেতা

জামায়াতের নাড়িপোতা পাকিস্তানে : মাহমুদ হাসান 

ঐক্যবদ্ধভাবে পরস্পরের পাশে দাঁড়ানোর আহ্বান গণসংহতির

তারেক রহমান : ইতিহাসের অগ্নিপথ পেরিয়ে জাতির প্রত্যাশার শিখরে

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে আগুন, গ্রেপ্তার ৪ 

শিক্ষা ক্যাডারে পদোন্নতি, সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ কর্মকর্তা

১০

ডেজার আলোচনা সভা ও স্মরণিকা উন্মোচন

১১

ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১০, আহত সাড়ে চারশর বেশি

১২

তারেক রহমানের জন্মদিনে রক্তস্পন্দনের ব্যতিক্রমী উদ্যোগ

১৩

শুক্রবারও কমলো স্বর্ণের দাম

১৪

এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম 

১৫

ঢাকায় ভূমিকম্পে নিহত রাফির দাফন হবে বগুড়ায় 

১৬

শতাধিক ছিন্নমূল মানুষকে এক বেলা পেট পুরে খাওয়ালেন তরুণরা

১৭

ট্রেনে অগ্নিসংযোগ, যুবলীগ কর্মী গ্রেপ্তার

১৮

শরীয়তপুরকে হিংসা-সন্ত্রাসমুক্ত করতে পাঠিয়েছেন তারেক রহমান : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৯

পুরান ঢাকায় নিহত ৩ জনের পরিচয় জানা গেল

২০
X