কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

জমে উঠেছে সাগরদাঁড়ির মধুমেলা

মধুপ্রেমীদের আগমনে প্রাণের উচ্ছ্বাসে জমে উঠেছে সাগরদাঁড়ির মধুমেলা। ছবি : কালবেলা
মধুপ্রেমীদের আগমনে প্রাণের উচ্ছ্বাসে জমে উঠেছে সাগরদাঁড়ির মধুমেলা। ছবি : কালবেলা

যশোরের কেশবপুরে হাজার হাজার মানুষের আগমনে প্রাণের উচ্ছ্বাসে জমে উঠেছে সাগরদাঁড়ির মধুমেলা। কপোতাক্ষ পাড়ের এ বৃহৎ মেলা এখন মিলনমেলায় পরিণত হয়েছে। আধুনিক বাংলা কাব্যের রূপকার অমিত্রাক্ষর ছন্দের জনক ও সনেট প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী মধুমেলা ২৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।

মেলা কর্তৃপক্ষ জানায়, হাজার-হাজার মধুপ্রেমীদের পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ। মধুমেলা মাঠে কঠোর নিরাপত্তা রয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। উন্মুক্ত মধুমঞ্চে প্রতিদিন চলছে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও যাত্রাপালা।

জানা যায়, মেলাকে আকর্ষণীয় করে তুলতে থাকছে বিজ্ঞানভিত্তিক কৃষি মেলা, সার্কাস, যাত্রা, জাদু, পুতুলনাচ, মৃত্যুকূপ, রকমারি স্টলসহ ১৫৭টি বড় স্টল। এ ছাড়া বিভিন্ন খাবারের দোকানসহ শত শত ছোট ছোট বিভিন্ন পসরার দোকান। হস্তশিল্প ও শিশুদের বিনোদনের সকল ব্যবস্থা রাখাও হয়েছে। প্রতিদিন মধুমঞ্চে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবির জীবনীর ওপর আলোচনা। মেলার মাঠে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে শিশুদের খেলনা ও বিভিন্ন সৌখিন-শোপিস জাতীয় দ্রব্যাদি। বসে নেই চুড়ি, ফিতেসহ নারীদের সাজসজ্জার পসরা সাজিয়ে বসেছে কসমেটিকস দোকানিরা। রেশমি চুরি, নাকের ফুল, কানের দুল আর গলার মালার বাহারি প্রদর্শনী আকৃষ্ট করছে বলে জানান ঘুরতে আসা প্রত্যয়ী, সমৃদ্ধি ও পূর্ণতা।

মেলায় ঘুরতে আসা লেখক ও কবি তাপস মজুমদার বলেন, মধুমেলায় কবির বসতভিটা, কপোতাক্ষ নদ পাড়, বিদায়ঘাট, কবির স্মৃতিবিজড়িত বুড়ো কাঠবাদাম গাছতলা ও মধুমেলা প্রাঙ্গণ ঘুরে খুবই ভালো লেগেছে। মেলায় ঘুরতে আসা মঞ্জুরুল হোসেন ডাবলু বলেন, মেলার পরিবেশ খুব ভালো লেগেছে।

দেখা যায়, মেলায় মিষ্টি, মণ্ডা মিঠাই দোকানিদেরও বিরাম নেই। হরেক সাইজের, বাহারি নামে মিষ্টিতে ঠাসা যেন দোকানগুলো। এক দেড় কেজি ওজনের একএকটি রসগোল্লা ৪-৫ জন ভাগ করে খাচ্ছে।

মেলার মাঠের স্টলগুলোতে দর্শনার্থীদের ভিড়ও বাড়ছে। তবে হাজারও মানুষের আগমন ঘটলেও সার্বিক আইনশৃঙ্খলা ভালো। আর এ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও সচেষ্ট রয়েছেন।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মধুমেলা উদযাপন কমিটির সদস্যসচিব জাকির হোসেন বলেন, মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসছেন। সুষ্ঠু ও সুন্দরভাবে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। যশোর জেলা প্রশাসনের আয়োজনে ৭ দিনব্যাপী অনুষ্ঠিত এ মধুমেলা আগামী ৩০ জানুয়ারি শেষ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ২ শতাধিক সাংবাদিক নিহত, জাতিসংঘের সতর্কতা জারি

সৌদি আরব পৌঁছেছেন ১৭৬৯৪ হজযাত্রী

বুটেক্সের হলে থামেনি চুরির ঘটনা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

ছুটির দিনেও ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর'

সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া

কাতার গেলেন সেনাপ্রধান

সংবিধান বানায় শাসকরা, গঠনতন্ত্র জনগণ : ফরহাদ মজহার

সৌদি আরবকে ভয়ংকর এআইএম-১২০ দিচ্ছে যুক্তরাষ্ট্র

কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে যেতে পারে পাকিস্তান

ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে

১০

গাজায় আরও বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১১

স্থবির পরমাণু আলোচনা, কী বলছে ইরান

১২

সিরিয়ায় একযোগে ব্যাপক বিমান হামলা চালাল ইসরায়েল

১৩

সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন হেফাজতের নেতাকর্মীরা

১৪

রাবিতে স্ক্যাবিসের প্রকোপ, আক্রান্ত ২০০ শিক্ষার্থী

১৫

নাটোরে ১৮ বছরের না হওয়া কাজ ৬ মাসের মধ্যে করব : দুলু

১৬

০৩ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৮

০৩ মে : টিভিতে আজকের খেলা

১৯

০৩ মে : আজকের নামাজের সময়সূচি

২০
X