কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

জমে উঠেছে সাগরদাঁড়ির মধুমেলা

মধুপ্রেমীদের আগমনে প্রাণের উচ্ছ্বাসে জমে উঠেছে সাগরদাঁড়ির মধুমেলা। ছবি : কালবেলা
মধুপ্রেমীদের আগমনে প্রাণের উচ্ছ্বাসে জমে উঠেছে সাগরদাঁড়ির মধুমেলা। ছবি : কালবেলা

যশোরের কেশবপুরে হাজার হাজার মানুষের আগমনে প্রাণের উচ্ছ্বাসে জমে উঠেছে সাগরদাঁড়ির মধুমেলা। কপোতাক্ষ পাড়ের এ বৃহৎ মেলা এখন মিলনমেলায় পরিণত হয়েছে। আধুনিক বাংলা কাব্যের রূপকার অমিত্রাক্ষর ছন্দের জনক ও সনেট প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী মধুমেলা ২৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।

মেলা কর্তৃপক্ষ জানায়, হাজার-হাজার মধুপ্রেমীদের পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ। মধুমেলা মাঠে কঠোর নিরাপত্তা রয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। উন্মুক্ত মধুমঞ্চে প্রতিদিন চলছে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও যাত্রাপালা।

জানা যায়, মেলাকে আকর্ষণীয় করে তুলতে থাকছে বিজ্ঞানভিত্তিক কৃষি মেলা, সার্কাস, যাত্রা, জাদু, পুতুলনাচ, মৃত্যুকূপ, রকমারি স্টলসহ ১৫৭টি বড় স্টল। এ ছাড়া বিভিন্ন খাবারের দোকানসহ শত শত ছোট ছোট বিভিন্ন পসরার দোকান। হস্তশিল্প ও শিশুদের বিনোদনের সকল ব্যবস্থা রাখাও হয়েছে। প্রতিদিন মধুমঞ্চে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবির জীবনীর ওপর আলোচনা। মেলার মাঠে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে শিশুদের খেলনা ও বিভিন্ন সৌখিন-শোপিস জাতীয় দ্রব্যাদি। বসে নেই চুড়ি, ফিতেসহ নারীদের সাজসজ্জার পসরা সাজিয়ে বসেছে কসমেটিকস দোকানিরা। রেশমি চুরি, নাকের ফুল, কানের দুল আর গলার মালার বাহারি প্রদর্শনী আকৃষ্ট করছে বলে জানান ঘুরতে আসা প্রত্যয়ী, সমৃদ্ধি ও পূর্ণতা।

মেলায় ঘুরতে আসা লেখক ও কবি তাপস মজুমদার বলেন, মধুমেলায় কবির বসতভিটা, কপোতাক্ষ নদ পাড়, বিদায়ঘাট, কবির স্মৃতিবিজড়িত বুড়ো কাঠবাদাম গাছতলা ও মধুমেলা প্রাঙ্গণ ঘুরে খুবই ভালো লেগেছে। মেলায় ঘুরতে আসা মঞ্জুরুল হোসেন ডাবলু বলেন, মেলার পরিবেশ খুব ভালো লেগেছে।

দেখা যায়, মেলায় মিষ্টি, মণ্ডা মিঠাই দোকানিদেরও বিরাম নেই। হরেক সাইজের, বাহারি নামে মিষ্টিতে ঠাসা যেন দোকানগুলো। এক দেড় কেজি ওজনের একএকটি রসগোল্লা ৪-৫ জন ভাগ করে খাচ্ছে।

মেলার মাঠের স্টলগুলোতে দর্শনার্থীদের ভিড়ও বাড়ছে। তবে হাজারও মানুষের আগমন ঘটলেও সার্বিক আইনশৃঙ্খলা ভালো। আর এ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও সচেষ্ট রয়েছেন।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মধুমেলা উদযাপন কমিটির সদস্যসচিব জাকির হোসেন বলেন, মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসছেন। সুষ্ঠু ও সুন্দরভাবে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। যশোর জেলা প্রশাসনের আয়োজনে ৭ দিনব্যাপী অনুষ্ঠিত এ মধুমেলা আগামী ৩০ জানুয়ারি শেষ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হল ছাড়ছেন বাকৃবির শিক্ষার্থীরা, আন্দোলনের ঘোষণা একাংশের

ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কঠোর বার্তা

গোলের বদলে ডিম! পাখির কারণে মাঠছাড়া ফুটবলাররা

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত বেড়ে ২৫০

নিজেদের অজান্তেই গাজায় বড় সফলতা পেল ইসরায়েল

সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দুপুরে

ইন্দোনেশিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর মারমুখী অবস্থান, আন্দোলনে নতুন মোড়

প্রিন্স মামুনের সেলুন কেনা নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস 

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১০

আফগানিস্তানে কেন বারবার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানছে

১১

সাদাপাথরে যে সৌন্দর্য ফিরবে না আর

১২

আগস্টের ৩০ দিনে রেমিট্যান্স আসেনি ৯ ব্যাংকে

১৩

বায়ুদূষণের তালিকায় শীর্ষ পাঁচে ঢাকা

১৪

মাথায় টাক পড়ছে? ৫ অসুখের লক্ষণ হতে পারে চুল পড়া

১৫

৪৭তম ট্রফি জেতা হলো না মেসির, ফাইনালে মায়ামির লজ্জার হার

১৬

১৩০ বছরের ‘জিয়া বাড়ি’ আজও অবহেলিত

১৭

ফের আলোচনায় ভারতের সুপার স্পাই অজিত দোভাল

১৮

বিবিসি নাকি ভাই ভাই চ্যানেল, নারী সংবাদিক ভাইরাল

১৯

সুস্থ থাকতে রাতে ভাত খাবেন, না রুটি? যা বলছেন পুষ্টিবিদ

২০
X