কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

জমে উঠেছে সাগরদাঁড়ির মধুমেলা

মধুপ্রেমীদের আগমনে প্রাণের উচ্ছ্বাসে জমে উঠেছে সাগরদাঁড়ির মধুমেলা। ছবি : কালবেলা
মধুপ্রেমীদের আগমনে প্রাণের উচ্ছ্বাসে জমে উঠেছে সাগরদাঁড়ির মধুমেলা। ছবি : কালবেলা

যশোরের কেশবপুরে হাজার হাজার মানুষের আগমনে প্রাণের উচ্ছ্বাসে জমে উঠেছে সাগরদাঁড়ির মধুমেলা। কপোতাক্ষ পাড়ের এ বৃহৎ মেলা এখন মিলনমেলায় পরিণত হয়েছে। আধুনিক বাংলা কাব্যের রূপকার অমিত্রাক্ষর ছন্দের জনক ও সনেট প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী মধুমেলা ২৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।

মেলা কর্তৃপক্ষ জানায়, হাজার-হাজার মধুপ্রেমীদের পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ। মধুমেলা মাঠে কঠোর নিরাপত্তা রয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। উন্মুক্ত মধুমঞ্চে প্রতিদিন চলছে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও যাত্রাপালা।

জানা যায়, মেলাকে আকর্ষণীয় করে তুলতে থাকছে বিজ্ঞানভিত্তিক কৃষি মেলা, সার্কাস, যাত্রা, জাদু, পুতুলনাচ, মৃত্যুকূপ, রকমারি স্টলসহ ১৫৭টি বড় স্টল। এ ছাড়া বিভিন্ন খাবারের দোকানসহ শত শত ছোট ছোট বিভিন্ন পসরার দোকান। হস্তশিল্প ও শিশুদের বিনোদনের সকল ব্যবস্থা রাখাও হয়েছে। প্রতিদিন মধুমঞ্চে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবির জীবনীর ওপর আলোচনা। মেলার মাঠে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে শিশুদের খেলনা ও বিভিন্ন সৌখিন-শোপিস জাতীয় দ্রব্যাদি। বসে নেই চুড়ি, ফিতেসহ নারীদের সাজসজ্জার পসরা সাজিয়ে বসেছে কসমেটিকস দোকানিরা। রেশমি চুরি, নাকের ফুল, কানের দুল আর গলার মালার বাহারি প্রদর্শনী আকৃষ্ট করছে বলে জানান ঘুরতে আসা প্রত্যয়ী, সমৃদ্ধি ও পূর্ণতা।

মেলায় ঘুরতে আসা লেখক ও কবি তাপস মজুমদার বলেন, মধুমেলায় কবির বসতভিটা, কপোতাক্ষ নদ পাড়, বিদায়ঘাট, কবির স্মৃতিবিজড়িত বুড়ো কাঠবাদাম গাছতলা ও মধুমেলা প্রাঙ্গণ ঘুরে খুবই ভালো লেগেছে। মেলায় ঘুরতে আসা মঞ্জুরুল হোসেন ডাবলু বলেন, মেলার পরিবেশ খুব ভালো লেগেছে।

দেখা যায়, মেলায় মিষ্টি, মণ্ডা মিঠাই দোকানিদেরও বিরাম নেই। হরেক সাইজের, বাহারি নামে মিষ্টিতে ঠাসা যেন দোকানগুলো। এক দেড় কেজি ওজনের একএকটি রসগোল্লা ৪-৫ জন ভাগ করে খাচ্ছে।

মেলার মাঠের স্টলগুলোতে দর্শনার্থীদের ভিড়ও বাড়ছে। তবে হাজারও মানুষের আগমন ঘটলেও সার্বিক আইনশৃঙ্খলা ভালো। আর এ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও সচেষ্ট রয়েছেন।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মধুমেলা উদযাপন কমিটির সদস্যসচিব জাকির হোসেন বলেন, মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসছেন। সুষ্ঠু ও সুন্দরভাবে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। যশোর জেলা প্রশাসনের আয়োজনে ৭ দিনব্যাপী অনুষ্ঠিত এ মধুমেলা আগামী ৩০ জানুয়ারি শেষ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনব কায়দায় অসুস্থ সাজলেন আসামি, সিসিটিভি দেখে বিস্মিত বিচারক

ইসরায়েলি উপকূলে ঘুরছিল বিপন্ন তিমি হাঙর, গাজায় গিয়ে ধরা

অভিনয়ে সালসাবিল

পুরুষদের পেলভিক ব্যথার চিকিৎসা ও করণীয়

মিরপুরের পিচ নিয়ে স্যামির সন্দেহ

যে ৬ অভ্যাস নীরবে নষ্ট করছে আপনার মেরুদণ্ড

জুলাই সনদ স্বাক্ষর নতুন অধ্যায়ের সূচনা : মির্জা ফখরুল

বৃহত্তর যশোর সমিতি ঢাকার সভাপতি ওবায়দুর সম্পাদক নাসির

চলতি অক্টোবরে যেভাবে মিলতে পারে টানা ৪ দিনের ছুটি

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ

১০

জুলাই সনদ স্বাক্ষর / এনসিপির অনুপস্থিতি নিয়ে যা বললেন আসিফ নজরুল

১১

জুলাই সনদ সই অনুষ্ঠানস্থলের পাশে ‘নোয়াখালী বিভাগ চাই’ স্লোগান

১২

ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

১৩

রাতে খাবার বন্ধ করলে ওজন কমে কি

১৪

জুলাই সনদ স্বাক্ষর নিয়ে নাহিদের প্রতিক্রিয়া

১৫

তৃণমূল নেতাকর্মীদের এক হয়ে কাজ করতে হবে : মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৬

শনিবার খোলা থাকবে ব্যাংক

১৭

পরিবারের সবাইকে জিম্মি করে ডাকাতি, বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যা

১৮

জামাইয়ের দেওয়া আগুনে পুড়ে ছাই শ্বশুরের ব্যবসা প্রতিষ্ঠান

১৯

সীমান্তে নারী-শিশুসহ ১১ অনুপ্রবেশকারী আটক

২০
X