টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০৯:৪৭ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

পরকীয়া সন্দেহে স্ত্রীর নৃশংসতা, বীভৎস প্রতিশোধ স্বামীর

হাসপাতালে আহত জাকিয়া। ছবি : কালবেলা
হাসপাতালে আহত জাকিয়া। ছবি : কালবেলা

টাঙ্গাইলে পরকীয়া সন্দেহে স্পর্শকাতর অঙ্গ কেটে ফেলার ক্ষোভে স্ত্রীর দুই হাত কেটে বীভৎস এক প্রতিশোধ নিয়েছেন ফিরোজ মিয়া (২৮) নামের এক যুবক। সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার আশুলিয়ার গাজীরচর এলাকার সেলিম মিয়ার বাসায় এ ঘটনা ঘটে।

ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত ফিরোজ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ি গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে। আর স্ত্রী জাকিয়া একই ইউনিয়নের পার্শ্ববর্তী জিগাতলা গ্রামের জামিলের মেয়ে।

এ ঘটনায় জাকিয়ার বাবা জামিল বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। পরে ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বর্তমানে কেরানীগঞ্জ কারাগারে রয়েছে। আর স্ত্রী জাকিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বছরের ১৬ এপ্রিল রাতে পরকীয়ার সন্দেহে জাকিয়া তার স্বামী ফিরোজের স্পর্শকাতর অঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে। পরে ভুক্তভোগী ফিরোজের মা ফরিদা বেগম বাদী হয়ে জাকিয়ার বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করে। পরে পুলিশ জাকিয়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এর কিছুদিন পর জাকিয়া জামিন পেয়ে ঢাকার আশুলিয়া এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি নেন। একপর্যায়ে প্রতিশোধের নেশায় জাকিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করে ফিরোজ এবং তারা আশুলিয়া গাজীরচর এলাকার সেলিম মিয়ার বাসা ভাড়া নিয়ে সংসার শুরু করে।

সোমবার রাতে সুযোগ বুঝে ফিরোজ ধারালো অস্ত্র দিয়ে জাকিয়ার ডান হাত দ্বিখণ্ডিত করে এবং বাম হাতে উপর্যুপরি কোপাতে থাকে। এ সময় জাকিয়ার চিৎকার শুনে বাসার আশপাশের লোকজন এগিয়ে এসে স্বামী ফিরোজকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ফিরোজকে গ্রেপ্তার করে। ফিরোজ ও জাকিয়ার সংসারে একটি পুত্র সন্তান রয়েছে।

ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহির উদ্দিন বলেন, ‘ফিরোজ ও জাকিয়া বেশ কিছুদিন ধরে একসঙ্গে সংসার করছিল। তবে স্পর্শকাতর অঙ্গ কেটে নেওয়ার পরও ফিরোজের সঙ্গে জাকিয়ার ওঠাবসা করা উচিত হয়নি।’

এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি নূর আলম সিদ্দিকী বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে জনতার হাতে আটক হওয়া জাকিয়ার স্বামী ফিরোজকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জাকিয়ার বাবা বাদী হয়ে ফিরোজের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমরা এমন সরকার গঠন করতে চাই যার সবাই ভালো’

প্রতিদিন এক কাপ লবঙ্গ চায়ের ৯টি দারুণ উপকারিতা

সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি নুরের

খোকার রক্তাক্ত ছবি পোস্ট করে ইশরাকের প্রশ্ন, ‘তখন ৭১-এর অবমাননা হয় নাই?’

জাকসুর ছাত্রদল প্যানেলে কে এই মৌসুমী

জাতীয় দলে জায়গা পেলেন না রিয়াল তারকা

বুখারেস্টে বাংলাদেশি ডেলিভারি কর্মীকে মারধর, রোমানিয়াজুড়ে প্রতিক্রিয়ার ঝড়

অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না : পারভেজ মল্লিক

নির্বাচন নিয়ে ‘দুই-একটা পক্ষ ধোঁয়াশা’ সৃষ্টি করছে : সালাহউদ্দিন

শেখ হাসিনা হিন্দু-মুসলিম কারও স্বার্থ রক্ষা করেনি : জয়ন্ত কুন্ডু

১০

হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতার উদ্বোধন

১১

অনলাইনে প্রোপাগান্ডা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ভিপি প্রার্থী আবিদুলের 

১২

ভিপি প্রার্থী হয়ে রাকসুতে ইতিহাস গড়লেন তাসিন

১৩

সব ফরম্যাটে এক অধিনায়কের পথে হাঁটছে বিসিসিআই

১৪

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ৫৭ শিক্ষার্থী

১৫

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৬

১৬

রাজধানীতে জাপা-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন

১৭

রোডম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই ইসিকে জনআস্থা অর্জন করতে হবে : সাইফুল হক 

১৮

ডায়াবেটিস রোগীদের রুটি খাওয়া ভালো না ক্ষতি? কী বলছেন বিশেষজ্ঞরা

১৯

ইসরায়েলি সেনাপ্রধানকে থামতে বললেন নেতানিয়াহু

২০
X