চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রশিবির এখন ছাত্রসমাজের সবচেয়ে আপন সংগঠন : জাহিদুল ইসলাম

ইবনে আউফ কমার্স কার্নিভাল-২৫ এর পুরস্কার বিতরণ করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ অতিথিরা। ছবি : কালবেলা
ইবনে আউফ কমার্স কার্নিভাল-২৫ এর পুরস্কার বিতরণ করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ অতিথিরা। ছবি : কালবেলা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, গত ১৫ বছর ধরে ছাত্রশিবিরকে ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয়নি। এমনকি মাদরাসাগুলোতেও স্বনামে দাওয়াত দেওয়ার পথরুদ্ধ করা হয়েছিল। ছাত্রসমাজ থেকে দূরে রাখতে শিবিরের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে তাদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছিল।

তিনি বলেন, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসা থেকে আমাদের কর্মীদের ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সব প্রতিকূলতা অতিক্রম করে ছাত্রশিবির এখন ছাত্রসমাজের সবচেয়ে আপন সংগঠন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী শহর শাখা আয়োজিত ‘ইবনে আউফ কমার্স কার্নিভাল-২৫’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, চব্বিশের আন্দোলনে দুই হাজার শহীদ ও হাজার হাজার ছাত্র-জনতা আহত হওয়ার বিনিময়ে সফলতা এসেছে। এ সফলতার প্রথম শহীদ আবু সাঈদ। তবে আমরা সবাই এ আন্দোলনের সামনে ছিলাম। শিবির মেধাবীদের সংগঠন, যা ছাত্রদের সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চায়।

শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি আরও বলেন, ‘মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’ আমাদের এবারের প্রতিপাদ্য। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য থাকবে না। সবাই সমান সুযোগ পাবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে। আমরা শিক্ষার্থীদের মধ্যে মেধা ও যোগ্যতার বিকাশ ঘটিয়ে দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে চাই।

বাংলাদেশে সম্ভাবনার কথা উল্লেখ করে কেন্দ্রীয় সভাপতি বলেন, বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। কিন্তু দুর্নীতি, চাঁদাবাজি ও অপরাজনীতির কারণে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। পশ্চিমারা আমাদের শিক্ষা দিতে চায়, অথচ একসময় মুসলমানরা শিক্ষা, সাহিত্য ও ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধ ছিল। আমরা সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে চাই।

শিবিরের ত্যাগের ইতিহাস স্মরণ করে ছাত্রশিবিরের শীর্ষ এ নেতা বলেন, জুলাই বিপ্লবের আগে শিবিরের ২৩৪ জনকে শহীদ করা হয়েছে এবং এখনো সাতজন নিখোঁজ রয়েছে। ২০২৪ সালের বিপ্লবে হাজারো মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে, আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে এ বিপ্লবকে সফল করেছে।

জাহিদুল ইসলাম বলেন, আগের নেতারা ভোট ডাকাতি, রাতের ভোট ও গণহত্যার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করত। কিন্তু আমরা চাই, এ দেশের ছাত্রসমাজ মেধা ও যোগ্যতার বিকাশ ঘটাক এবং নতুন নেতৃত্ব তৈরি করুক।

ছাত্রশিবিরের নোয়াখালী শহর শাখা আয়োজিত ‘ইবনে আউফ কমার্স কার্নিভাল-২৫’ এ ৪০টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। যেখানে মোট ১১০ জন প্রতিযোগী ছিল। অনুষ্ঠানে বিজনেস আইডিয়া কনটেস্ট, বিজ কুইজ ও রুবিক্স কিউব এ তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি ক্যাটাগরিতে তিনজন করে মোট তিনজন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, ব্যবসা শিক্ষা সম্পাদক শহিদুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ১০ দফা দাবিতে আন্দোলনে শিক্ষকরা 

নারায়ণগঞ্জে শ্রমিক হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

প্রকৌশলীদের দক্ষ এবং সৎ হিসেবে গড়ে তুলতে হবে : ডা. শফিকুর রহমান

বরগুনার সেই শিশু ও পরিবারের পাশে তারেক রহমান

উত্তরায় মসজিদে ঘুষি মেরে ইমামকে হত্যার দাবি, যা জানা গেল

একদিনে যুক্তরাষ্ট্রে ৪০ টর্নেডোর আঘাত

চট্টগ্রামের টেরিবাজারে ভয়াবহ আগুন

দ্রুত নিবার্চন দিন, প্রয়োজনীয় সংস্কার করবে নির্বাচিত সরকার : দুলু

এবার ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ী মর্তুজা

লাইট জ্বালালেই ঘরে পোকার উৎপাত, দূর করবেন যেভাবে

১০

‘আমার জামাই বীরের মতো ফিরবে’

১১

বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না : মুরাদ

১২

৭ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’

১৩

দেশের সব বিমানবন্দরে চালু হতে পারে স্টারলিংকের ইন্টারনেট

১৪

আসামিকে ছাড়াতে থানায় বিএনপি নেতাদের হাতাহাতি

১৫

জুলাই বিপ্লবে আহতদের পুনাকের আর্থিক সহায়তা 

১৬

ছাত্রদল নেতার ব্যতিক্রম ধারায় ঈদ উপহার বিতরণ

১৭

‘জুলাই গণঅভ্যুত্থান’ শক্তির নতুন প্ল্যাটফর্ম আসছে এপ্রিলে

১৮

গাজীপুরে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত

১৯

‘অল টাইম’র উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ 

২০
X