মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

দেশের শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে : মিজানুর রহমান

গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা। ছবি : কালবেলা
গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা। ছবি : কালবেলা

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা বলেছেন, গত ১৫-১৬ বছরে শত-সহস্র টাকা লুট করে নিয়ে গেছে। দেশের শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। কোথাও কোনো শাসন নাই। দুঃশাসনের জ্বালায় আমরা আজকে নিপীড়িত। আজকে যে সরকার আছেন তারা কোনো সরকার হিসেবে নিজেদের পরিচয় দিতে পারেনি। আমরা দল থেকে বারবার বলছি নির্বাচনটা দিয়ে দিন।

তিনি আরও বলেন, আপনাদের পক্ষে সম্ভব না দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার। আমরা আশা করি জনগণের সরকার যদি আসে অবশ্যই দেশে শান্তি আসবে। চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ঢাকা শহর। এভাবে একটা দেশ চলতে পারে না।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের কৃষি ব্যাংক সংলগ্ন সড়কে নবগঠিত জেলা বিএনপির ৭ সদস্যের আহ্বায়ক কমিটির গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য শেখ মো. আব্দুল্লাহ, শহীদুল ইসলাম মৃধা, আব্দুল বাতেন খান শামীম, সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও আমির হোসেন দোলন।

মিজানুর রহমান সিনহা বলেন, সবকয়টি নির্বাচনে বিএনপি ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। আগামীতেও ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় আসব। মুন্সীগঞ্জের চেহারার কোনো পরিবর্তন হয়নি। ইনশাআল্লাহ আমরা যদি আগামীতে ক্ষমতায় যাই এ মুন্সীগঞ্জে কিছু না কিছু কাজ করব।

তিনি আরও বলেন, মুন্সীগঞ্জের একটা পরিবর্তন হওয়া উচিত। বাংলাদেশের যতগুলো সাব ডিভিশন আজকে ডিস্ট্রিক হলো। মুন্সীগঞ্জ জেলাও হয়েছে। মুন্সীগঞ্জ জেলা হয়েও কোনো পরিবর্তন হয়নি। আমার কাছে মনে হয়েছে মুন্সীগঞ্জ অনেক অবহেলিত। যতটুকু সম্ভব আমি চেষ্টা করব কিছু করার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র একেএম ইরাদত মানু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল-আলম স্বপন, জেলা বিএনপির সাবেক সদস্য মো. গোলজার হোসেন, আতোয়ার হোসেন বাবুল, শ্রীনগর বিএনপির সাবেক সভাপতি মমিন আলী, সিরাজদিখান বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান বিপ্লব।

গজারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান মো. মুজিবর রহমান, সদস্য সচিব মু. মাসুদ রানা, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মো. আরিফ আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি আবুল হাসেম, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক সম্পাদক হুমায়ন আহমেদ ও পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. রোমান হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল, দেখতে গেলেন ডা. রফিক

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপলের জরুরি সতর্কতা

এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

দেশকে বাঁচাতে পরিবেশ রক্ষা করতে হবে : মঈন খান

এশিয়া কাপের আগে জার্সি স্পনসর হারানোর শঙ্কায় ভারত দল

গবেষণা / পুরুষদের তুলনায় নারীদের বেশি ঘুমের প্রয়োজন, জেনে নিন কেন

৪০ কোটি টাকায় দেড়শ বছরের সিআরবি ভবন সংস্কারের উদ্যোগ

সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ২৭০ ফ্ল্যাট বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত

‘যদি পিআরের জন্য আন্দোলন করেন, তাহলে নমিনেশন দিলেন কেন’

প্রপাগান্ডা ছড়ানোর আগে পরামর্শ নিতে বললেন শিবির প‍্যানেলের সর্ব মিত্র!

১০

মালয়েশিয়ায় নামাজ আদায় করে কার্যক্রম শুরু করলেন নাহিদ

১১

খাওয়ার পর করা এই ৮ কাজ ডেকে আনবে বিপদ, বলছেন বিশেষজ্ঞ

১২

এবার নাহিদা-সোবহানারাও হারল যুবাদের কাছে

১৩

গুম-খুনের জন্য হাসিনার বিচার হতেই হবে : মির্জা ফখরুল

১৪

৩৮ বছরের দাম্পত্য জীবনে ইতি টানছেন গোবিন্দ ও সুনীতা

১৫

ফেনী থেকে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান 

১৬

চাঁদাবাজি ও ছিনতাইর অভিযোগে সাবেক সমন্বয়ক গ্রেপ্তার

১৭

অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে বলল ছাত্রদল

১৮

ঐকমত্য কমিশনে মতামত দেয়নি যেসব দল

১৯

গ্রোক চ্যাটবটের সঙ্গে কথোপকথনের লাখো তথ্য ফাঁস

২০
X