ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৯ এএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী ছাত্রশিবিরের সাবেক সভাপতি

ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন। ছবি : সংগৃহীত
ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন। ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনটি (সদর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন হিসেবে পরিচিত। ১৯৯১ সাল থেকে এ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন তিনি। ভোটের লড়াইয়ে বিজয়ীও হয়েছেন একাধিকবার। আগামীতেও এ আসনে তিনিই ধানের শীষের কাণ্ডারি হবেন তা বলাইবাহুল্য! তবে বিএনপির পক্ষ থেকে এখনো এ সংক্রান্ত কোনো তৎপরতা শুরু হয়নি।

অন্যদিকে এরই মধ্যে আসনটিতে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. দেলোয়ার হোসেনকে।

ঠাকুরগাঁও সদর উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা দেলোয়ার স্থানীয় পর্যায়ে স্কুল-কলেজের পড়াশোনা শেষে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে তিনি আইন বিষয়ে পড়াশোনা করেছেন ঢাকার বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটিতে।

ঠাকুরগাঁও থেকেই শিবিরের রাজনীতিতে সম্পৃক্ত হন দেলোয়ার। ১৯৯৯-২০০০ সেশনে ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজ শিবিরের সেক্রেটারি। ২০০৭-০৯ মেয়াদে পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। পরবর্তীতে ২০১২-১৩ সালে কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন শেষে রাজধানীর গেন্ডারিয়া থানা জামায়াতের আমিরের দায়িত্ব পালনের পর এখন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারির দায়িত্বে আছেন। একই সঙ্গে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য পদেও আছেন তিনি।

জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা বলছেন, জামায়াতের রাজনীতি করার কারণে বিভিন্ন সময়ে দেলোয়ারের নামে প্রায় ২০০ মামলা হয়েছে। শিবিরের সভাপতি থাকাকালীন আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে টানা ৬০ দিন রিমান্ডে কাটাতে হয়েছে তাকে। বহু অত্যাচার সয়েও দলীয় রাজনীতির আদর্শে অবিচল ছিলেন দেলোয়ার। পাশাপাশি স্থানীয় মানুষজনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রক্ষা করেছেন। সার্বিক দিক বিবেচনায় তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান বলেন, ঠাকুরগাঁও জেলার তিনটি আসনে কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী এ প্রার্থী নির্ধারণ করা হয়েছে, যা নির্বাচনী কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ।

এ প্রসঙ্গে ঠাকুরগাঁও জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুন অর রশিদ বলেন, একটি নিরপেক্ষে, গণতান্ত্রিক ভোটের জন্য আমরা আন্দোলন করেছি। এবার অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে সেখানে সব দল অংশগ্রহণ করবে এটা স্বাভাবিক। জামায়াত তাদের প্রার্থী দিয়েছে এটা তাদের ভোটের একটি অংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর

এমবাপ্পের একমাত্র গোলে রিয়ালের কষ্টার্জিত জয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

১০

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

১১

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১২

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১৩

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১৪

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১৫

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৬

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৭

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৮

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৯

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

২০
X