নোয়াখালীর চাটখিলে চুরির মামলায় পরোয়ানাভুক্ত আসামি মো. শাহাদাত হোসেন লেদাকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।
শনিবার (১৯ আগস্ট) রাত পৌনে ২টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নোয়াখলা গ্রামের পোড়া মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহাদাত হোসেন লেদা ওই ওয়ার্ডের চাঙ্গা ভূঁইয়া বাড়ির বাসিন্দা। তার নামে নোয়াখালীর চাটখিল ও সুধারাম এবং চট্টগ্রামের হালিশহর থানার চারটি চুরির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানার ওসি মো. গিয়াস উদ্দিনের নেতৃত্বে অভিযান হয়। এতে শাহাদাত হোসেন লেদাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।’
মন্তব্য করুন