চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ট্রাকের ধাক্কায় সুজিত বিশ্বাস (৩০) নামের আলমসাধু চালক (শ্যালো ইঞ্জিনচালিত যান) নিহত হয়েছেন।
রোববার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে চিৎলা ইউনিয়ন পরিষদের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সুজিত বিশ্বাস সদর উপজেলার হাজরাহাটি গ্রামের বাসিন্দা।
হাপানিয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রোববার সকালে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী দ্রুতগতির একটি ট্রাক চিৎলা ইউনিয়ন পরিষদের সামনে ওই আলমসাধুকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আলমসাধুটি উল্টে চালক আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরজাহান রুমী বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজনকে উদ্ধার করে হাসপাতালে আনলে আমরা তাকে মৃত অবস্থায় পাই। তিনি তার মাথায় ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।’
আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, ‘ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যান। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।’
মন্তব্য করুন