ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে আ.লীগসহ সবার তদন্ত হবে : শামসুজ্জামান দুদু

ঠাকুরগাঁওয়ে বিএনপির সমাবেশে বক্তব্য রাখেন শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ে বিএনপির সমাবেশে বক্তব্য রাখেন শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ সরকার থেকে শুরু করে ক্ষমতা নেওয়ার দিন পর্যন্ত যতকিছু আছে সবকিছুর তদন্ত করা হবে। এই সরকারের কাজ একটি ভালো নির্বাচন দেওয়া। কিন্তু তারা নির্বাচন না দিয়ে নিজেরা দল বানাতে ব্যস্ত।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবিলা শীর্ষক এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় তিনি বলেন, ছোট ছেলেরা বলছে তারা খুব জনপ্রিয়, তাহলে নির্বাচনে এসো। তোমাদের নামে এখন যা শোনা যাচ্ছে, তোমরা শুধু গণঅভ্যুত্থান করেছ, না তো- আমরাও করেছি। রূপায়ণ টাওয়ারে আপনাদের ফ্ল্যাট, দামি গাড়ি, এগুলো কার টাকায় নিয়েছেন। হেলিকপ্টার ছাড়া আপনারা চলাফেরাই করেন না। বিএনপি নিয়ে টানাটানি করবেন না। আমরা সবকিছুর হিসাব নিব।

প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনূসকে দুদু বলেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের তুলনায় অনেক খারাপ। দ্রুত একটি ভালো নির্বাচন দেন। যারা জিতবে তাদের হাতে ক্ষমতা দেবেন। আপনি বলছেন, শিক্ষার্থীদের একটা দল থাকা দরকার। তাহলে আপনি তো শিক্ষার্থীদের পক্ষে। আপনি তো তাহলে নিরপেক্ষ না। আপনার পদত্যাগ এখনো কিন্তু আমরা দাবি করি নাই। আপনি দুই নম্বরী করলে আপনার সুনাম পদদলিত হবে।

তিনি আরও বলেন, যে কোনো অবস্থায় বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করে। গণতন্ত্রের জন্য যত রক্ত লাগে, যত প্রাণ দিতে হয় সব দেবে বিএনপি। গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হটবে না। সারা বিশ্ব জানে, আল্লাহও যেটা অনুমোদন করেছে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। এইবার শুধু আসবে না আগামী বারেও আসবে। এটা অনেকেই সহ্য করতে পারছেন না। বিএনপি ছাড়া বিকল্প কোনো দল নাই। আগে যেটা ছিল এমন দৌড় দিয়ে তারে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হাসিনার বিরুদ্ধে বলতে আর ভালো লাগে না। তার বাপ চোর, তার পুরো গুষ্টি চোর।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে বক্তব্য দেন, এসময় সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক ও মো. আমিনুল ইসলামসহ জেলা বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১০

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১১

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১২

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৩

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৪

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৫

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

১৬

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১৭

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

১৮

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

১৯

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

২০
X