সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪০ এএম
অনলাইন সংস্করণ

যুবদল-ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে ইউপি সদস্যদের পেটানোর অভিযোগ

পাঁচ ইউপি সদস্যকে পেটানোর অভিযোগ উঠেছে যুবদল-ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। ছবি : সংগৃহীত
পাঁচ ইউপি সদস্যকে পেটানোর অভিযোগ উঠেছে যুবদল-ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের ভেতরে পাঁচ ইউপি সদস্যকে পেটানোর অভিযোগ উঠেছে যুবদল-ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। একপর্যায়ে তাদের ইউনিয়ন পরিষদের ভেতর থেকে বের কেরে দেওয়া হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। হামলার ঘটনা অস্বীকার করেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোমিনুদ্দিন মিন্টু। তবে ইউনিয়ন পরিষদের সিসি ক্যামেরায় ইউপি সদস্যদের মারধরের ফুটেজ দেখা যায়।

আহতরা হলেন- ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ সোহেল, ৩ নম্বর ওয়ার্ডের খায়ের হোসেন, ৪ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম ও ৯ নম্বর ওয়ার্ডের রবিন চৌধুরী।

আহত ইউপি সদস্য সোহেল বলেন, ইউনিয়ন পরিষদের সচিব মঙ্গলবার পরিষদ কাযালয়ে ‘তরুণদের দেশ গড়ার অঙ্গীকার জনসেবায় স্থানীয় সরকার’ এ স্লোগানকে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হবে বলে জানিয়ে অনুষ্ঠানে আসার দাওয়াত দেন। সেই দাওয়াতে মঙ্গলবার দুপুরে তিন নারী ইউপি সদস্যসহ ৯ জন সদস্য অনুষ্ঠানস্থলে আসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করার কথা ছিলো সহকারী কমিশনার (ভূমি) ও সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের অর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লা আল মামুন। তবে তিনি অনুষ্ঠানে আসেননি।

আহত অন্যান্য ইউপি সদস্যরা বলেন, সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোমিনুদ্দিন মিন্টু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহেদ ও যুবদল নেতা সোহেল, শ্রমিকদলের শহর আলী, নুর উদ্দিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে উপস্থিত ইউপি সদস্যদের পিটিয়ে ও লাঞ্ছিত করে পরিষদ থেকে বের করে দেয়। এ সময় ইউনিয়ন পরিষদের দায়িত্বরত চৌকিদাররা রাসেল, সালাহ উদ্দিন ও ক্ষিরমোহন বলেন, হামলার সময় ইউপি সদস্যদের রক্ষা করতে আসাতে তাদের ওপরও হামলার চেষ্টা করে তারা।

সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোমিনুদ্দিন মিন্টু বলেন, আওয়ামী লীগের দোসরদের নিয়ে ইউনিয়নের পরিষদের সচিব মিটিং করার কারণে স্থানীয় জনগণ ক্ষেপে যায়। পরে তাদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়া কারও উপর হামলা করা হয়নি।

সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লা আল মামুন বলেন, হামলার বিষয়টি আমার জানা নেই। উপজেলায় বিশেষ কাজ থাকাতে আমি অনুষ্ঠানেও যেতে পারিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭৫ বছর বয়সে ডিগ্রি পাস, প্রশংসায় ভাসছেন সাদেক আলী

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৫৬ সেকেন্ডের মিছিল 

শখের বড়শিতে ২০ কেজির কোরাল

এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

কয়লা তৈরির কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

চ্যাম্পিয়ন্স লিগে থ্রিলারের ছোঁয়া, বার্সা-ইন্টার ম্যাচে ৬ গোলের উৎসব!

শতাধিক ভুয়া পেজে ‘অশ্লীল বিজ্ঞাপন’, বিব্রত ডা. জাহাঙ্গীর

স্বাস্থ্য পরামর্শ / বয়স বেশি হলে ডাউন শিশু জন্মদানের শঙ্কা বাড়ে

ব্যাংকক থেকে আজ দেশে ফিরছেন সালাহউদ্দিন আহমেদ

প্রকৌশলীদের উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা 

১০

সৈয়দপুরে শাটল বাস সার্ভিস চালু করল বিমান

১১

প্রকৌশলীদের অধিকার আদায়ে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

১২

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

১৩

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

১৪

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

১৫

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

১৭

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

১৮

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

১৯

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

২০
X