আরিফিন তুষার, বরিশাল
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বানরের উৎপাতে দিশাহারা গ্রামবাসী

বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদার্শী গ্রামে বানরের উৎপাত বেড়েই চলছে। ছবি : কালবেলা
বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদার্শী গ্রামে বানরের উৎপাত বেড়েই চলছে। ছবি : কালবেলা

বরিশাল-ঢাকা মহাসড়কের পাশঘেঁষা গ্রামের মেঠোপথ। পা বাড়াতেই চোখে পড়ে ঝাঁকে ঝাঁকে বানর। ঘরের চালা, ফসলের ক্ষেতজুড়ে বিভিন্ন বয়সের বানরের ছোটাছুটি। দেখলে মনে হয় যেন বানরের অভয়াশ্রম। প্রায় এমন চিত্রই দেখা যায় বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদার্শী গ্রামে।

গ্রামবাসী বলছেন, গত কয়েক বছরে বহুগুণ বেড়েছে বানরের সংখ্যা। তবে এ নিয়ে মাথাব্যথা নেই বন কিংবা প্রাণিসম্পদ বিভাগের। সরকারিভাবে খাবারের ব্যবস্থা না থাকায় বানরের খাবার জোগান হচ্ছে গ্রামবাসীর ঘরে রান্না করা খাবার এবং ক্ষেতের ফসল থেকে। এসব রক্ষা করতে গিয়ে কোনো কোনো সময় বানরের হামলার শিকার হচ্ছেন গ্রামের শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ। এসব কারণে দিশাহারা গ্রামবাসী।

মাদার্শী গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, প্রায় ৬-৭ বছর আগে একদল বানর এসে আশ্রয় নেয় মাদ্রার্শী গ্রামে। তাদের আশ্রয়স্থল ছিল স্থানীয় একটি আশ্রমে। ধীরে ধীরে বাড়তে থাকে বানরের সংখ্যা। বর্তমানে গ্রামজুড়ে বানর কত হাজার, তা জানা নেই স্থানীয়দের।

সরেজমিনে দেখা যায়, বানর দলবেঁধে খাবার খাচ্ছে গ্রামের শাকসবজিসহ ফসলের মাঠে। বয়স্ক বানরের সঙ্গে রয়েছে বহু বাচ্চা। লাউশাক, টমেটো, শালগম, ফুলকপি, কাঁচাকলা, গাজরসহ সব ধরনের শাকসবজি মাঠে বসেই খেয়ে শেষ করছে। ধাওয়া দিলেই পার্শ্ববর্তী পানের বরজে আশ্রয় নিচ্ছে তারা। আবার কিছু বানর বসে আছে বাড়ির চালায় কিংবা গাছের ডালে।

স্থানীয় বাসিন্দা সবিতা রাণী ও রীতা বলেন, প্রতিদিন সকাল, দুপুর ও বিকেলে খাবারের সন্ধানে দলবেঁধে আসে বানর। প্রতিটি দলে কম করে হলেও এক থেকে দেড়শ বানর থাকে। এভাবে এসে খেয়ে শেষ করে ফেলছে ফসল। আর ঘরের দরজা খোলা পেলেই ভেতরে ঢুকে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আলু এমনকি রান্না করা খাবার হাঁড়িসহই নিয়ে যাচ্ছে। তাই সব সময় বন্ধ করে রাখতে হচ্ছে ঘরের দরজা। আবার মানুষশূন্য ঘর এবং দোকানের ফাঁকা দিয়েই ঘরের মধ্যে ঢুকে পড়ছে বানর।

একই গ্রামের বাসিন্দা শাহে আলম জানান, বানরের সংখ্যা বাড়লেও তাদের খাবারের কোনো ব্যবস্থা করা হয়নি সরকারিভাবে। ফলে মানুষের ঘরে ঘরে ঢুকে খাবার নিয়ে যাচ্ছে বানরের দল। বাধা দিলে বানরের দলবদ্ধ হামলার শিকার হচ্ছেন গ্রামের মানুষ। সম্প্রতি তার ঘরের একটি এলইটি টিভিও ভেঙে ফেলেছে বানরের দল। এখন যে অবস্থা তাতে শিশু সন্তান নিয়ে গ্রামে বসবাস করাই যেন ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বানরের জন্য সরকারিভাবে খাবারের ব্যবস্থা করা হলে গ্রামবাসী এ অত্যাচার থেকে রক্ষা পাবে বলে মনে করছেন স্থানীয়রা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা বলেন, বিষয়টি দেখার দায়িত্ব আমাদের নয়। তবে এ নিয়ে ইতোপূর্বে স্থানীয়দের উদ্যোগে বন বিভাগের পক্ষ থেকে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বসেছিলাম। সেখানে সরকারিভাবে বানরের খাবার ব্যবস্থা করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এ বিষয়ে রেজুলেশনও হয়েছে। পরে সময়ে সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে কি না, তা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলতে পারবেন।

তবে পূর্বে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়টি অবগত না থাকলেও বানরের উৎপাতের কথা স্বীকার করেছেন ইউএনও মো. আলী সুজা। তিনি বলেন, উজিরপুরে আমার বাংলোতেও ওরা হামলা করে। প্রতিদিন ৮-১০টি করে বানর আসছে। বাংলোর পেছনে আমার বাগানের সব সবজি খেয়ে ফেলছে। বানর প্রতিদিন সেগুলো এসে খেয়ে যাচ্ছে। এগুলো খেয়েই ওরা বেঁচে আছে।

তিনি বলেন, এখানে পরিবেশ এবং আইনগত বিষয় আছে। চাইলেই বানর মারা যাবে না। আমরা পারি এগুলো ধরে চিড়িয়াখানায় দিয়ে দিতে। তবে সেটাও এত সহজ নয়। বিষয়টি নিয়ে বন বিভাগের সঙ্গে কথা বলে দেখছি, বানরের জন্য খাবারের কোনো ব্যবস্থা করা যায় কি না।

এ বিষয়ে বক্তব্য জানতে মোবাইলে যোগাযোগ করা হলে ব্যস্ততা দেখিয়ে ফোনের সংযোগ কেটে দেন সামাজিক বন বিভাগ বরিশাল বিভাগের উপ বন সংরক্ষক মো. কবির হোসেন পাটোয়ারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা বললেন ছেলে জয়

শান্তিতে নোবেলজয়ী মারিয়াকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

দলে দলে ঘরে ফিরছে হাজারো গাজাবাসী

সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

রাজধানী থেকে বগুড়া শহর আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছে :  এ্যানি

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবি প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ

১০

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

১১

দেশের ৪০ শতাংশ নারী থাইরয়েডে আক্রান্ত!

১২

‘এই পচা চালের ভাত কীভাবে খাব’

১৩

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন ওসি হাবিবুল্লাহ

১৪

ভেনেজুয়েলার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা

১৫

গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন : নীরব

১৬

যশোরের ৪ মহাসড়কে মহাদুর্ভোগ

১৭

সুদের টাকা না পেয়ে ঘরের টিন কাঠ খুঁটি খুলে নিলেন ইমাম

১৮

সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

১৯

কিউইদের কাছে বিশ্বকাপে বাংলাদেশের শোচনীয় পরাজয়

২০
X