চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ০১:৪০ এএম
আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৬:১৭ এএম
অনলাইন সংস্করণ

রেলওয়ে পূর্বাঞ্চলে দুদকের অভিযান, মিলল ভুয়া ভ্রমণ বিল

রেলওয়ে পূর্বাঞ্চলে অভিযান চালিয়েছে দুদক। ছবি : সংগৃহীত
রেলওয়ে পূর্বাঞ্চলে অভিযান চালিয়েছে দুদক। ছবি : সংগৃহীত

বিল-ভাউচার ছাড়া ভ্রমণব্যয় তোলার অভিযোগে রেলওয়ে পূর্বাঞ্চলে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে ভুয়া ভ্রমণ বিল উত্তোলনের প্রাথমিক প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (২ মার্চ) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের কার্যালয়ে এই অভিযান চালানো হয়। এ সময় অভিযোগ-সংক্রান্ত রেলের বেশ কিছু নথিপত্র জব্দ করা হয়।

দুদক কর্মকর্তারা জানান, সম্প্রতি রেলওয়ে পূর্বাঞ্চলে বিল-ভাউচার ছাড়া প্রায় সাড়ে ১০ লাখ টাকা ভ্রমণ ব্যয় তুলে নেওয়ার একটি অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে তারা রেলওয়ে পূর্বাঞ্চল, চট্টগ্রামের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয়, প্রধান হিসাব কর্মকর্তার কার্যালয় ও বিভাগীয় সংস্থাপন কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করেন এবং কিছু নথি জব্দ করেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া দুদকের সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক সায়েদ আলম জানান, ভাউচার না পেলেও রেজিস্ট্রার খাতায় ভ্রমণ বিল তোলা হয়েছে, এমন প্রমাণ পাওয়া গেছে। আমরা বিভিন্ন নথিপত্র দেখেছি। নানা জায়গায় অসঙ্গতি পেয়েছি। সব নথিপত্র যাচাই-বাছাই শেষে আমরা দ্রুত পূর্ণাঙ্গ প্রতিবেদন দেব।

প্রসঙ্গত, কোনো প্রকার বিল-ভাউচার ছাড়াই প্রায় সাড়ে ১০ লাখ টাকার ভ্রমণ ব্যয় তুলে নেওয়ার অভিযোগ উঠেছে বাণিজ্যিক বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে। ২০২৪ সালের ১ ডিসেম্বর এমন অসঙ্গতি ধরা পড়ে পরিবহন অডিট অধিদপ্তরের এএন্ডএও ও উপদলনেতা আনোয়ার হোসেনের অডিটে। এ ব্যাপারে তিনি একটি অডিট আপত্তি জানান।

আনোয়ার হোসেনের করা অডিট আপত্তি থেকে জানা যায়, বাংলাদেশ রেলওয়ের, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, পাহাড়তলী, চট্টগ্রাম দপ্তরের ২০২৩-২৪ অর্থবছরে ভ্রমণ বিল ব্যয় করা হলেও এ-সংক্রান্ত ভাউচার না পাওয়ায় সরকারের ১০ লাখ ৫৬ হাজার ৮৬৮ টাকার ক্ষতি হয়েছে।

নিরীক্ষাকালে পর্যালোচনায় দেখা যায়, রেলওয়ের বাণিজ্যিক বিভাগের বেশ কিছু কর্মকর্তা বিভিন্ন সময়ে প্রায় সাড়ে ১০ লাখ টাকা উত্তোলন করেছেন। তবে সংশ্লিষ্ট দপ্তরে এ-সংক্রান্ত কোনো রেকর্ড সংরক্ষণ করা হয়নি, এমনকি সংশ্লিষ্ট দপ্তরের বিল পাসিং রেজিস্ট্রারেও বিলের কোনো এন্ট্রি বা তথ্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

১০

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১১

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১২

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১৩

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৫

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

১৬

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১৭

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১৮

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৯

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

২০
X