শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ১১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

‘বিলের ৬ পার্সেন্ট না দিয়ে মাফ পাওয়া যায় না’

উপসহকারী প্রকৌশলী (সিভিল) শফিউল ইসলাম। ছবি : সংগৃহীত
উপসহকারী প্রকৌশলী (সিভিল) শফিউল ইসলাম। ছবি : সংগৃহীত

‘আজরাইল তো জান কবজে ছাড় দেয়। কিন্তু ঠিকাদারি বিলের ৬ পার্সেন্ট টাকা না দিয়ে মাফ পাওয়া যায় না।’ সম্প্রতি ভাইরাল হওয়া এক অডিও রেকর্ডে এ কথা বলতে শোনা যায়। অভিযোগ উঠেছে গাইবান্ধা পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) শফিউল ইসলামের বিরুদ্ধে।

ভাইরাল ১০ মিনিট ১৬ সেকেন্ডের অডিওতে শফিউল ইসলাম প্রতিটি কাজের বরাদ্দ অনুসারে ৬ শতাংশ টাকা দাবি করেন। এ সময় টাকা কম দিতে চাইলে প্রকৌশলী বলেন, একটি টাকাও কম দেওয়া যাবে না। টাকা কম দিলে বিল পাস করা যাবে না।

ভুক্তভোগী ঠিকাদারের নাম ফিরোজ কবির। তিনি দাবি করেন, সড়ক পাকাকরণে মোট বরাদ্দের টাকা থেকে প্রকৌশলী শফিউল ইসলামকে তার দাবি করা কমিশনের টাকা দিতে বাধ্য হয়েছেন। তার কাছে ঘুষ চাওয়ার কথোপকথনটি গত বছরের জুলাই মাসের মাঝামাঝি সময়ের।

এ ঘটনায় অভিযুক্ত প্রকৌশলী শফিউল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ১৫ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন বলেও জানান ফিরোজ কবির। অভিযোগের সঙ্গে একটি পেনড্রাইভে তার কাছে শফিউলের কমিশন তথা ঘুষ চাওয়ার কথোপকথনের অডিও রের্কডও জমা দেন তিনি।

ঠিকাদার ফিরোজ কবির আরও অভিযোগ করে বলেন, শুধু আমার সঙ্গেই এ ঘটনা ঘটেনি। পৌর সেবাগ্রহীতাদের পৌর ট্যাক্সের ৮৫ শতাংশ টাকাও যায় প্রকৌশলী শফিউলের পকেটে।

এদিকে, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রকৌশলী শফিউল ইসলামের বিরুদ্ধে গত ৫ ফেব্রুয়ারি সরেজমিন তদন্ত করেন গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন। তবে এক মাস পার হলেও অজ্ঞাত কারণে এখনো তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। এতে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। তবে দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে অভিযুক্ত শফিউল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন বলেন, এখনো তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করা হবে। এর আগে কিছু বলা যাবে না।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শফিউল ইসলাম ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে চিন্ময়ের জামিনের প্রতিবাদে বিক্ষোভ

ট্রাম্পের ঘোষণার পরই কমেছে সোনার দাম

রাবি অ্যালামনাই নির্বাচনের তপশিল না দিলে লংমার্চ করা হবে : ড. হেলাল

সাহিত্য সংসদের মুক্তমঞ্চ গুঁড়িয়ে দেওয়ায় অভিনব প্রতিবাদ

পাকিস্তানে বিদেশি ঋণ বন্ধে ভারতের তদবির, উত্তেজনায় নতুন মাত্রা

এনপিসিবিএলের সঙ্গেই হচ্ছে রূপপুর নিউক্লিয়ার প্লান্টের বিদ্যুৎ ক্রয় চুক্তি

চাঁদপুরে গ্যাস অনুসন্ধানে বাপেক্সের পরীক্ষামূলক কূপ খনন

এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব

মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল বাবার, হাসপাতালে মা 

‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ফিরবে গণতন্ত্রের মূলধারা’

১০

আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে বিক্ষোভ 

১১

গাজাগামী ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা

১২

পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত

১৩

আন্দোলন সংগ্রাম শেষ, এখন দেশ গড়ার সময় : আমীর খসরু

১৪

মামলা না নেওয়ায় ওসিকে জজকোর্টের পিপির হুমকি

১৫

‘আ.লীগের বিচার ও সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন নয়’

১৬

পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

১৭

শেখ হাসিনার ফাঁসি চাই কি না, জনগণের কাছে সার্জিসের প্রশ্ন

১৮

কাশ্মীরে হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন

১৯

‘কমিউনিটি ফার্মেসি নিয়ে ভাবতে হবে ফার্মাসিস্টদের’

২০
X