ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলনকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা গেছে,গতকাল গভীর রাতে গাজীপুর জেলার জয়দেবপুর হোতাপাড়া থেকে আলফাডাঙ্গা থানা পুলিশ গাজীপুর র্যাবের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে।
আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ বলেন, আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারি, মিলন গাজীপুর অবস্থান করছে। আমাদের থানার একটি দল গাজীপুর র্যাবের সহযোগিতায় আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আজ দুপুরে আসামি আব্দুল্লাহ আল মিলনকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৬ মার্চ দুপুরে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে শালিসের টাকা দেওয়ার কথা বলে ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলন তার শয়ন কক্ষে ডেকে নিয়ে কুপ্রস্তাব দেয়।
পরে তার সঙ্গে জোরাজুরি করলে মেয়েটি চিৎকার করে। পরে স্থানীয় লোকজন জড়ো হলে তাকে ঘরের পেছন দিয়ে বের করে দেয়। এ ঘটনায় ৭ মার্চ রাতে ভুক্তভোগী বাদী হয়ে মিলনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
মন্তব্য করুন