গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

অসহায়দের ৩০ লাখ টাকা নিয়ে উধাও ‘ঊষার আলো ফাউন্ডেশন’

ঊষার আলো ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ের সামনে ভুক্তভোগীরা। ছবি : কালবেলা
ঊষার আলো ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ের সামনে ভুক্তভোগীরা। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ‘ঊষার আলো ফাউন্ডেশন’ নামে একটি বেসরকারি সংস্থার (এনজিও) বিরুদ্ধে। সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে জামানত সংগ্রহের পর প্রতিষ্ঠানটি হঠাৎ উধাও হয়ে গেছে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, প্রতারণার সঙ্গে বাড়ির মালিকের স্ত্রীর যোগসাজশ থাকতে পারে।

গত সোমবার (১৭ মার্চ) দুপুরে ভুক্তভোগী সাইদুল ইসলাম এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, ১০ মার্চ গোয়ালন্দ পৌরসভার নিলু শেখের পাড়ায় নাজমুল হাসানের বাড়ির নিচতলায় ‘ঊষার আলো ফাউন্ডেশন’ নামে অস্থায়ী কার্যালয় খুলে কার্যক্রম শুরু করে প্রতারক চক্র। এনজিওকর্মী পরিচয়ে সদস্য সংগ্রহ করে সহজ শর্তে মোটা অংকের ঋণ দেওয়ার আশ্বাস দেয় তারা। তবে ঋণ পাওয়ার আগে প্রতি লাখে ১০ হাজার টাকা জামানত জমা দিতে বলা হয়। ভুক্তভোগী জামতলা হাটের সাইকেল মেকানিক সাইদুল খান জানান, প্রতারকরা তাকে ৮ লাখ টাকা ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে ৭৫ হাজার ১০০ টাকা জামানত নেয়। ১৮ মার্চ ঋণ নিতে গেলে দেখতে পান, কার্যালয়ে তালা ঝুলছে। একইভাবে, গোয়ালন্দ বাজারের ব্যবসায়ী ইমরান শেখ ১০ লাখ টাকা ঋণের আশায় এক লাখ টাকা জামানত দেন। ১৭ মার্চ কার্যালয়ে গেলে দেখেন, প্রতিষ্ঠানটি বন্ধ।

বাড়ির মালিকের স্ত্রী প্রান্তি সুলতানা দাবি করেন, তিন ব্যক্তি এসে মাসিক ৭ হাজার টাকায় তিন বছরের জন্য নিচতলা ভাড়া নেন। চুক্তিপত্র চাইলেও তারা সময় চেয়েছিল। ১৭ মার্চ সকালে দেখি, তারা পালিয়েছে।

এ বিষয় জানতে ঊষার আলো ফাউন্ডেশনের ব্রাঞ্চ ম্যানেজার পরিচয় দেওয়া মো. রুবেল হাসানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয় নাই।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন বলেন, গোয়ালন্দে ঊষার আলো ফাউন্ডেশন নামে এনজিও প্রতিষ্ঠান আমাদের রেজিস্ট্রেশনের তালিকায় নেই। এমন একটি ভুয়া প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। বিষয়টি আমাদের জানা ছিল না।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম কালবেলাকে জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি দ্রুত তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনার সামনে তৈরি হচ্ছে আ.লীগ নিষিদ্ধের মঞ্চ

বিমানে ব্যাপক পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন

পারভেজ হত্যায় গ্রেপ্তার টিনা, ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা

ভারতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, অস্বীকার পাকিস্তানের

পাকিস্তানে আরেকটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত

‘৯ মাসেও গণহত্যাকারী দল নিষিদ্ধ হলো না কেন’

বাদ জুমা বড় জমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা / নিহত ৪ জনের দুজন ছিলেন মসজিদের ইমাম

রাতে শিবির মাঠে নামায় পাল্টে গেল দৃশ্যপট

১০

যমুনার সামনে রাতভর যা যা হলো

১১

কয়টি রাফায়েল আছে ভারতের, একেকটির দাম কত?

১২

ফের গোলাগুলি শুরু, উত্তেজনা তুঙ্গে ভারত-পাকিস্তান সীমান্তে

১৩

ভারত-পাকিস্তান যুদ্ধে নাক গলাতে চায় না যুক্তরাষ্ট্র

১৪

দুপুরের মধ্যেই আ.লীগকে নিষিদ্ধের দাবি ড. মাসুদের

১৫

সকালেও বিক্ষোভ চলছে যমুনার সামনে

১৬

জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে কোমলমতি শিশুরা

১৭

আগুনে ঘি ঢালা নয়, শান্তি চাই : এরদোয়ান

১৮

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৯

আরব সাগরে ভারতের অভিযান, টার্গেটে পাকিস্তান

২০
X