ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে আ.লীগের স্মরণকালের বড় গণজমায়েত

বক্তব্য রাখছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। ছবি : কালবেলা

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেছেন, কালীগঞ্জে বঙ্গবন্ধুর আদর্শের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। শেখ হাসিনা যে নির্দেশ দিবেন সেই মোতাবেক ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে চাই। আমরা তারেক-খালেদার অত্যাচার নিজের চোখে দেখেছি, যৌথবাহিনীর অত্যাচার দেখেছি। আওয়ামী লীগ করতে হলে আগে দলে নেতকর্মীদের ভালোবাসতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন করে ভোট নেওয়া যাবে না।

গত ২১ আগস্ট বিকেলে জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলা দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। স্মরণকালে কালীগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে এতবড় গণজমায়েত আগে হয়নি। সভায় কালীগঞ্জে স্মরণকালের সব থেকে বড় গণজমায়েত হয়েছে বলে স্থানীয়রা জানান।

উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাইদুল করিম মিন্টু বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দিন-রাত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি দেশের সব বয়ষ্ক মানুষ, বিধবা, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তদের ভাতার আওতায় নিছে আসছেন। দেশের রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা নির্মাণ করেছেন। যাদের ঘরবাড়ি নেই তাদের জমিসহ ঘরবাড়ি দিয়েছেন। শতভাগ ভূমিহীন ঘোষণার জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী। দেশের সব মানুষের জন্য পেনশনের ব্যবস্থা করেছেন। শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হচ্ছে।

এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

কালীগঞ্জ বাস টার্মিনালে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামিম আরা মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন, সরোয়ার জাহান বাদশা, ধর্মবিষয়ক সম্পাদক আনিচুর রহমান খোকা, কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বাদশা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল, সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান মিঠু মালিতা প্রমুখ।

প্রধান অতিথি, বিশেষ অতিথি ছাড়াও সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা গোলাম সরোয়ার খান সউদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান, জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক অ্যাড: আব্দুল মালেক মিনা, শ্রম সম্পাদক ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, ঢাকা মহানগর যুবলীগের নেতা ইঞ্জি: আনোয়ার পারভেজ সাগর, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন বাবু, জেলা শ্রমিক লীগ নেতা আক্কাস আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, আশরাফুল ইসলাম, আমিনুর রহমান তপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রানা হামিদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরান, নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাসসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতির সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন প্রয়াত আওয়ামী লীগ নেতা আনন্দ মোহন ঘোষের স্ত্রী রিংকু ঘোষ, প্রয়াত যুবলীগ নেতা আরিফুল ইসলামের স্ত্রী রেশমা, শ্রমিক লীগ নেতা অমিত সিকদার বিষু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহেদ কবির লিমন, সাধারণ সম্পাদক কাজী রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভাস্থলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, সভায় আগত ২০ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা হয়। সভা শেষে সেগুলো বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসিআই-এ নিয়োগ, আবেদন করুন অনলাইনে

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

বসতভিটা ছিনিয়ে নেওয়ার হুমকি, সন্তানের বিরুদ্ধে বাবার মামলা

ব্রাজিলের মন্ত্রীর মার্কিন ভিসা বাতিল, দায়িত্বজ্ঞানহীন বললেন লুলা

ভিপি প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ, কী বললেন প্রক্টর

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

২৭ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৭ আগস্ট : টিভিতে আজকের খেলা 

আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

২৭ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১০

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১১

কৃষিবিদ আসাদুজ্জামান কিটোনকে সংবর্ধনা দিল এ্যাব

১২

মাছ ধরার নৌকায় মিলল সাড়ে ৪ লাখ পিস ইয়াবা, আটক ৯

১৩

ভোলায় নতুন অর্থনৈতিক অঞ্চল / এক লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা

১৪

যৌথ বাহিনীর অভিযানে অনলাইন জুয়া চক্রের ২ সদস্য আটক

১৫

জেলেরা হেলমেট পরে মাছ ধরেন যেখানে

১৬

বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

১৭

স্পেনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৮

কারাগারে সন্তান জন্ম দিলেন হত্যা মামলার আসামি

১৯

সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় সিআইডির অনুসন্ধান শুরু

২০
X