বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

রোজায় এবার বিদ্যুতের ঘাটতি হয়নি : উপদেষ্টা সুপ্রদীপ

বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানের র‌্যালিতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ছবি : কালবেলা
বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানের র‌্যালিতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ছবি : কালবেলা

পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, এই গ্রীষ্মকালে এখনও পর্যন্ত কোনো বিদ্যুতের ঘাটতি হয়নি। রোজাটা খুব ভালোভাবে করতে পেরেছেন। ইউনূস সরকারের কাছে এটা স্বীকার করতে হবে আপনাদের। আমরা জানি আমরা কীভাবে সরবরাহ করেছি।

শনিবার (৫ এপ্রিল) সকালে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল আলম, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ্ কাওছার, জোন কমান্ডার লে. কর্ণেল এএসএম মাহমুদুল হাসানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এর আগে বিদ্যালয়ের সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানের মধ্যে ছিল, থিম সাং পরিবেশন, সাংষ্কৃতিক অনুষ্ঠান, শিক্ষক ও গুণিজনদের সম্মাননা স্মারক প্রদান এবং শিক্ষার্থীদের স্মৃতিচারণ অনুষ্ঠান।

প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, এসময়ে বেগুনের কেজি কী ২০০ টাকা ছিল? সহনীয় পর্যায়ে ছিল। আমরা সহনীয় পর্যায়ের জন্য কাজ করে যাচ্ছি। এসময়ে জিনিসপত্রের দাম বাড়ে। কিন্তু এবার এত বেশি বাড়েনি।

দেশের নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থার কথা বলতে গিয়ে তিনি বলেন, আমরা প্রতিজনের নিরাপত্তা বিধান করতে চাই। আমরা প্রত্যেককে নিরাপত্তা দিয়ে যেতে চাই। আপনারা যেন সুখি সমৃদ্ধি ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে পারেন। এখানে ঢাকা শহরের যে মানুষের অধিকার আছে পার্বত্য এলাকার মানুষের অধিকার একই। আমরা এগুলো নিয়ে কাজ করছি।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, গুণগতমানের শিক্ষা আমাদের অবশ্যই নিয়ে আসতে হবে। না হলে আমরা প্রতিযোগিতায় টিকব না। আমাদের ৫% কোটা চাই। আমি কোটার পক্ষে। কোটা নিয়ে আমি এখন চলছি। কোটাটা আমার আমৃত্যু থাকবে। পার্বত্য তিন জেলা ৬৪টি জেলার মধ্যে সবচেয়ে পশ্চাৎপদ। এ এলাকাটিকে এগিয়ে নিতে হবে সবাইকে। এখানকার জাতিগোষ্ঠীদের ভালোভাবে রাখার দায়িত্ব হচ্ছে বড় ভাইদের। আর বাঙালিরা হচ্ছে আমাদের বড় ভাই। আমাদের প্রত্যেককে ভালোভাবে থাকতে হবে সেটা আমাদের শিখান।

পরিবেশের বাজেট সম্পর্কে বলতে গিয়ে সাবেক এ কূটনৈতিক বলেন, আমি বলেছি আপনারা যদি পার্বত্য এলাকায় শতকরা এক ভাগ বরাদ্দ দেন তাহলে ৪৪ ভাগ অক্সিজেন সরবরাহ করতে পারব না।

এদিকে প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে হাজারো প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয় বিদ্যালয় প্রাঙ্গন। একে অপরকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন শিক্ষার্থীরা।

প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব জসিম উদ্দীন তুষার বলেন, আমরা অনেক আনন্দিত। উৎসবমুখর অনুষ্ঠান হচ্ছে। ৭৫ বছরের শিক্ষক শিক্ষার্থী যারা আছেন সবাই এখানে উপস্থিত হয়েছেন। সবার মাঝে আনন্দ উৎসব জাগ্রত থাকবে। আমরা সামনে এমন আয়োজন আরও করব।

উল্লেখ্য, ১৯৫০ সালে দেড় একর জায়গার ওপর ৬ জন্য শিক্ষার্থী নিয়ে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৮৬২ সালে জাতীয়করণ করা হয় এ প্রতিষ্ঠান। বর্তমানে দুই শিফটে এক হাজার শিক্ষার্থীকে ২৮ জন শিক্ষক পাঠদান করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৭তম বিসিএসের সময় পেছানোর দাবিতে খুলনায় রেলপথ অবরোধ

২৪ শীর্ষ নির্বাহী পেলেন চতুর্থ বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস

ভূমিকম্প / জবি ক্যাম্পাস বন্ধ ঘোষণা, হল ছাড়ছেন শিক্ষার্থীরা

ইবির ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন ড. আব্দুস শাহীদ

সামুদ্রিক নিরাপত্তা নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের বৈঠক

সাংবাদিকদের ওপর হঠাৎ কেন ক্ষুব্ধ সোহেল রানা

‘তৌহিদি জনতার’ সঙ্গে বাউল শিল্পীদের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৪

ভূমিকম্প ঝুঁকি / গ্যাস কূপ খনন কার্যক্রম বন্ধ

তরুণদের নিয়ে প্লাস্টিকমুক্ত ভবিষ্যৎ গড়ার অভিযানে ‘তারুণ্যের উৎসব ২০২৫’

না ফেরার দেশে সাবেক খেলোয়াড় ও আম্পায়ার

১০

সময় বাড়ল রিটার্ন দাখিলের, দেবেন যেভাবে

১১

জাতিসংঘ-বাংলাদেশ-মালদ্বীপের সমন্বিত উদ্যোগে অভিবাসী কল্যাণে নতুন সম্ভাবনা

১২

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

১৩

বুলবুলকে ‘বাংলার এরদোয়ান’ বললেন সাদিক কায়েম

১৪

ফেনীকে নতুন করে গড়তে চাই, সুযোগ দিন : মঞ্জু

১৫

৪৭তম বিসিএস / শাহবাগে পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ

১৬

ভূমিকম্পে এক ভবনে হেলে গেল আরেকটি ভবন, এলাকায় আতঙ্ক

১৭

যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বিশ্ববাজারে বড় বিপদে ভারত

১৮

‘আয়ারল্যান্ডকে অভিনন্দন, দারুণ ব্যাটিং করেছে তারা’

১৯

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল

২০
X