সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির বৈশাখী শোভাযাত্রা

সাভারে বিএনপির বৈশাখী শোভাযাত্রা। ছবি : কালবেলা
সাভারে বিএনপির বৈশাখী শোভাযাত্রা। ছবি : কালবেলা

বাংলা নববর্ষ ১৪৩২-কে স্বাগত জানিয়ে সাভারে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে সাভার থানা বিএনপি।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে সাভারের কলমা এলাকা থেকে শুরু হওয়া এ আনন্দ শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় সাভার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে।

সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফার নেতৃত্বে এতে অংশ নেন- ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার থানা বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাভার থানা বিএনপির সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাভার থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ শাহিন, সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আরিফ হোসেন, সাভার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম মোল্লা, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শির আলী, সাভার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ইউছুফ, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহিন, সাভার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাভার সদর ইউনিয়ন ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুল বারেক, ঢাকা জেলা (উত্তর) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার, সাভার থানা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ঝলক, সাভার থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সমুন মজুমদারসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা।

আনন্দ শোভাযাত্রায় বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের জনগণের উপস্থিতি লক্ষ করা যায়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে ছিল বাঙালির লোকজ ঐতিহ্যের মনোমুগ্ধকর বহিঃপ্রকাশ- ঢাক-ঢোল, একতারা, আর কণ্ঠে বাংলার লোকগান। নেচে গেয়ে, রঙ ছড়িয়ে উদযাপন করে পহেলা বৈশাখের উচ্ছ্বাস।

এছাড়াও বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বৈশাখী শোভাযাত্রা হয়েছে সাভার পৌরসভার ছায়াবীথি এলাকা থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলমের আয়োজনে আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী। এ সময় তারা রং-বেরঙের পোশাক পরে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উল্লাসের সঙ্গে শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

সংক্ষিপ্ত বক্তব্যে সাভারের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, আপনারা সবাই জানেন একটি নতুন বাংলাদেশ পেয়েছি আমরা বিশেষ একটি পরিস্থিতির মধ্য দিয়ে। নতুন বাংলাদেশে আমরা নতুনভাবে ফ্যাসিস্ট মুক্ত পয়লা বৈশাখ উদযাপন করতে পেরে খুবই আনন্দিত। ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আবারও স্বপ্ন জাগ্রত হয়েছে। বাংলা নববর্ষে আমাদের প্রত্যাশা এবং প্রার্থনা হোক বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ গড়া। গোটা বাংলাদেশ আমাদের একটি পরিবার। আমরা দল-মত নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। সেজন্য প্রয়োজন আমার আপনার সবার আন্তরিক সহযোগিতা এবং সদিচ্ছা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই ৫ কারণে এখনই খাবারের তালিকায় রাখা শুরু করুন কাঁকরোল!

রাষ্ট্রদূত মেজর জেনারেল আমিনুল হককে প্রত্যাহার

সিলেটে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

কর্মহীন দক্ষিণের সাড়ে ৪ লাখ জেলে, কিস্তি আর দাদন নিয়ে চিন্তা

নির্বাচনে খালেদা জিয়ার ভূমিকা ও অংশগ্রহণ নিয়ে জানালেন তারেক রহমান

স্ক্রিনশট ফাঁস করে যা বললেন নুসরাত ফারিয়া

ইউআইইউতে রিয়েল লাইফ এআই ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ

বিসিবি নির্বাচনে পরিচালক পদে জয়ী হলেন যারা

উত্তরা ইউনিভার্সিটিতে শিক্ষকদের সম্মাননা

ফ্লোটিলার যাত্রীদের যেভাবে নির্যাতন করেছে ইসরায়েলি সেনারা

১০

আরও দুটি জাতীয় দিবস চালু করল সরকার

১১

বিসিবি নির্বাচনের ফাঁস হওয়া ফলাফলে সভাপতি বুলবুল

১২

কখন গিলে নেয় ভিটেমাটি, ভাঙনের শঙ্কায় তিস্তাপাড়ের মানুষ

১৩

অভিনব সাজে রাকসু নির্বাচনের প্রচারে প্রার্থী

১৪

সাধারণ কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি চুক্তি

১৫

এক মাস না যেতেই ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ

১৬

ত্বকে যেসব পরিবর্তন দেখলে সতর্ক হওয়া জরুরি, হতে পারে হার্টের সমস্যা!

১৭

রোহিঙ্গা যুবকের যাবজ্জীবন

১৮

নিজ বাড়িতে বৃদ্ধার ক্ষতবিক্ষত মরদেহ

১৯

৪ হাজার এএসআই নিয়োগে স্বরাষ্ট্রকে চিঠি, আছে অনেক শর্ত

২০
X