রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

‘সরকারকে টানতে গিয়ে বিএনপি চিৎপটাং’

রাজশাহীতে জাতীয় শোক দিবসের আলোচনায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : কালবেলা
রাজশাহীতে জাতীয় শোক দিবসের আলোচনায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : কালবেলা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ মন্তব্য করে বলেছেন, ‘আওয়ামী লীগকে ধাক্কা দিতে গিয়ে বিএনপি যে নিজেরাই চিৎপটাং হয়ে পড়ে গেছে আর উঠতে পারছে না।’

তিনি বলেন, ‘আমাদের (আওয়ামী লীগ সরকার) ক্ষমতায় থেকে টেনে নামানোর জন্য কয়েক দিন আগে ঢাকা শহরে বিএনপি সমাবেশ দিয়েছিল। সমাবেশে কিছু মানুষ দেখে তারা মনে করল, আন্দোলনের বেলুন বুঝি ফুলে গেছে। পরের দিন ঢাকার প্রবেশ মুখ অবরোধের ডাক দিল। বেলুন ফুটো ছিল, ঠুস করে ফুটে গেল। তারপর যে চিৎপটাং হয়ে পড়ে গেছে, আর উঠতে পারছে না।’

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে রাজশাহীর বাঘার আড়ানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী।

তিনি আরও বলেন, ‘বিএনপি আজকে ঢাকায় কালো পতাকা মিছিল করেছে। কিন্তু কোনো লাভ নাই। দেশের মানুষ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে। বর্তমানে যে অবস্থা, ভবিষ্যৎ তাদের হামাগুড়ি কর্মসূচি দিতে হবে।’

বাঘা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলমের সভাপতিত্বে শোক সমাবেশে প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা।

বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন, রাজশাহী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আদিবা আঞ্জুম মিতা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার প্রমুখ।

শোকসভায় তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে পুনর্গঠন করে অগ্রগতির যাত্রাকে যখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখনই তাকে হত্যা করা হয় ৷ বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনার সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিল ৷ আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে ২০০৪ সালের ২১ শে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয় ৷ জিয়াউর রহমান ঘটিয়েছিল ১৯৭৫ সালের ১৫ই আগস্ট আর তার ছেলে তারেক রহমান ঘটিয়েছে ২০০৪ সালের ২১ শে আগস্ট ৷’

বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়ন ফখরুল সাহেবদের চোখে পড়ে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিএনপি তখন বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। বিদেশিরাও তাদের নালিশের কর্ণপাত করছে না। বিএনপি এখন কোমরভাঙ্গা দলে পরিণত হয়েছে।’

বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া মামলায় কেন গ্রেপ্তার করতে হবে, তৌহিদ আফ্রিদিকে নিয়ে রাশেদের প্রশ্ন

নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজকে হেনস্তার চেষ্টা

ভারতের স্পন্সর হতে দুই কোম্পানির আগ্রহ প্রকাশ

তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড

পদোন্নতি পেলেন এসবি প্রধান গোলাম রসুল

দেব-জিৎকে টেক্কা দিল শাকিবের হিন্দি তুফান

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগের হামলা ও ভাঙচুর

রয়টার্সের এক্সক্লুসিভ / চীনের সঙ্গে ভারতের পানিযুদ্ধের আশঙ্কা

হত্যা মামলার রিমান্ড শুনানিতে আদালতে তৌহিদ আফ্রিদি

ফোন নম্বর ছাড়াই মেসেজ-কল নিয়ে আসছে ইলন মাস্কের নতুন অ্যাপ

১০

রোহিঙ্গাদের জন্য এর বেশি করার সুযোগ বাংলাদেশের নেই : ড. ইউনূস

১১

মাঠ থেকে মুখবাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

১২

মুক্তিযুদ্ধের বিষয়ে আপস করব না : ফজলুর রহমান

১৩

কিউবা মিচেল-তপুদের দায়িত্বে ভ্যালেন্সিয়ার সহকারী কোচ

১৪

মা হচ্ছেন পরিণীতি চোপড়া, আসছে নতুন অতিথি

১৫

১৬ বছর আগে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

১৬

কলিজার টুকরা দিয়েও বাঁচানো গেল না স্বামীকে, মারা গেলেন নিজেও

১৭

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

১৮

গাজীপুরের পুলিশ কমিশনারকে শোকজ নোটিশ দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯

ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ, সেনা মোতায়েন

২০
X