সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৮:১৭ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বোরকা পরে এসে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

নিহত আবুল হাসেম। ছবি : সংগৃহীত
নিহত আবুল হাসেম। ছবি : সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে আবুল হাসেম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে সোনাগাজী-কোম্পানীগঞ্জ সড়কের ওলামাবাজার সংলগ্ন ইসলামপুর সড়কে এ ঘটনা ঘটে। নিহত আবুল হাসেম (৫৫) সোনাগাজী উপজেলার পশ্চিম চর দরবেশ গ্রামের শুক্কুর মিয়ার ছেলে। নিহত আবুল হাসেম সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ওরফে গিয়াস চেয়ারম্যানের সহযোগী ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল হাসেম দীর্ঘদিন ধরে সোনাগাজী পৌরসভার ইসলাম মুহুরি রোড এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। প্রতিদিন খামার থেকে দুধ সংগ্রহ করে সোনাগাজীর বিভিন্ন দোকানে বিক্রি করতেন৷ মঙ্গলবার ভোরে তিনি গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে ওলামাবাজার ইসলামপুর এলাকায় পৌঁছলে বোরকা ও মুখোশ পরা এক ব্যক্তি তার গতিরোধ করে।

এ সময় আরও কয়েকজন ব্যক্তি তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠান। ঢাকা নেওয়ার পথে চৌদ্দগ্রাম পৌঁছলে বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

এলাকাবাসীর ধারণা, নিহত আবুল হাসেমের সঙ্গে প্রতিবেশী বেলালের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ ছিল। দুবছর আগে দুপক্ষের মারামারিতে বেলালকে হত্যা করা হয়। ওই ঘটনায় হত্যা মামলার প্রধান আসামি ছিলেন আবুল হাসেম। সে ঘটনার জেরে আবুল হাসেমকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।

চরচান্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন বলেন, আবুল হাসেম বিএনপির কর্মী ছিলেন। তার হত্যার ঘটনায় আটক রাসেল সম্প্রতি ফেসবুকে আবুল হাসেমকে উদ্দেশ্য করে বেশ কয়েকটি পোস্ট দেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজিদ আকন বলেন, আবুল হাসেমের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে রাসেল নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে তার ওপর হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। কারা কারা জড়িত আছে এ নিয়ে তদন্ত চলছে। ফেনী সদর হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়ারল্যান্ড ম্যাচে বিশ্ব রেকর্ড গড়লেন তানজিদ তামিম

কলেজের ভবন দখল করে থাকছেন শিক্ষকরা, শ্রেণিকক্ষেই কোচিং বাণিজ্য

খালেদা জিয়ার চিকিৎসায় চীনের পর এবার যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞরা

অস্ত্র হাতে গুলি ছোড়া সেই জামায়াত কর্মী গ্রেপ্তার

মুস্তাফিজ-রিশাদের বোলিং তোপে ১১৭-তে অলআউট আয়ারল্যান্ড

ঘরোয়া উপায়ে বিদায় করুন ছারপোকা

সিংহের খাঁচায় ঢুকে করুণ পরিণতি যুবকের

দাম বাড়ল এলপিজির 

পাইপ ফেটে হু হু করে বের হচ্ছে তেল, তুলতে হুড়োহুড়ি

এবার লটারিতে দেশের ৫২৭ থানার ওসি পদায়ন

১০

খালেদা জিয়ার নিরাপত্তায় এভারকেয়ারে এসএসএফ সদস্যরা

১১

আইপিএল বাদ দিয়ে পিএসএল খেলার সিদ্ধান্ত তারকা ক্রিকেটারের

১২

ট্রাক-পিকআপ সংঘর্ষে চালকসহ নিহত ২

১৩

সপ্তাহে টানা বৃদ্ধির পর ফের কমলো স্বর্ণের দাম

১৪

বন্ধুর সঙ্গে বাড়ি ফেরা হলো না মেহেদীর

১৫

ভূমিকম্পে ভূমি কাঁপে, আত্মা কাঁপে

১৬

পুরুষদের জন্য শীতকালীন ৮ সেরা আউটফিট আইডিয়া

১৭

হংকংয়ে মৃতের সংখ্যা ছাড়াল দেড়শ

১৮

হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানের ভিডিওটি পুরোনো

১৯

সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে, পরীক্ষা নিলেন প্রধান শিক্ষক

২০
X