বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষ তাদের ন্যায্য অধিকার ও গণতন্ত্রের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলবে।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে আন্তর্জাতিক মহান শ্রমিক দিবসে ফরিদপুরের ভাঙ্গায় এক র্যালিতে তিনি এ কথা বলেন।
বাবুল বলেন, যুগ যুগ ধরে এ দেশের শ্রমিকরা লাঞ্ছিত, বঞ্চিত ও অবহেলিত। তারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না, তাদের সন্তানদের পড়ালেখার খরচ চালাতে পারে না।
তিনি বলেন, কৃষক-শ্রমিক-মজুর-মেহনতি জনতার অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক মুক্তির জন্য আমাদের এই সংগ্রাম এখনো শেষ হয়নি। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এখনো প্রতিষ্ঠা হয়নি। যতদিন পর্যন্ত বাংলাদেশের জনতার গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার, অর্থনৈতিক মুক্তির অধিকার প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে।
মন্তব্য করুন