ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০২ মে ২০২৫, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সাহিত্য সংসদের মুক্তমঞ্চ গুঁড়িয়ে দেওয়ায় অভিনব প্রতিবাদ

ময়মনসিংহ সাহিত্য সংসদের গুঁড়িয়ে দেওয়া মঞ্চে বীক্ষণের ২১৪৭তম আসর। ছবি : কালবেলা
ময়মনসিংহ সাহিত্য সংসদের গুঁড়িয়ে দেওয়া মঞ্চে বীক্ষণের ২১৪৭তম আসর। ছবি : কালবেলা

ময়মনসিংহ সাহিত্য সংসদের গুঁড়িয়ে দেওয়া মঞ্চে নিয়মিত সাপ্তাহিক আয়োজন বীক্ষণের ২১৪৭তম আসর অনুষ্ঠিত হয়েছে। আয়োজনের শিরোনাম ছিল ফুটেছে ‘দুঃখের ফুল’। এতে প্রতিবাদী গান, কথা ও কবিতায় মুক্তমঞ্চ গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদ জানানো হয়।

শুক্রবার (২ মে) বেলা সোয়া ১১টার দিকে শুরু হয় ময়মনসিংহ সাহিত্য সংসদের গুঁড়িয়ে দেওয়া মঞ্চে বীক্ষণ আসর।

আবেগাপ্লুত কবি ও সংস্কৃতিকর্মীরা বলেন, দুঃখের ফুল ফোটার কথা ছিল না। আনন্দের ফুল ফোটার কথা ছিল। আমাদের গুঁড়িয়ে দেওয়া মঞ্চ পুনর্নির্মাণ করে দেওয়া হোক।

স্থানীয় সংস্কৃতিকর্মীরা জানান, ১৯৮০ সালের ২১ মে ময়মনসিংহে কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের সমন্বয়ে ময়মনসিংহ সাহিত্য সংসদ গঠিত হয়। ১৯৮৩ সাল থেকে নিয়মিত পাঠচক্র বীক্ষণ আসর শুরু হয়। আজ (শুক্রবার) ছিল বীক্ষণের ২১৪৭তম আসর। শুরু থেকে বিরতিহীন প্রতি শুক্রবার আসরটি বসে, যা বাংলা সাহিত্যের দীর্ঘতম পাঠচক্রের আসর। একটি মুক্তমঞ্চে কবি-সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীরা সমসাময়িক বিষয় নিয়ে কবিতা, গান, আলোচনা করে থাকেন। দেশের বিখ্যাত কবি-সাহিত্যিক এখানের মুক্তমঞ্চে সাহিত্য আয়োজনে কবিতা পড়েছেন, সাহিত্যা আলোচনা করে গেছেন।

আজ বীক্ষণ আসরে হৃদয় মাহমুদের সঞ্চালনায় অংশ নেন কবি সুরঞ্জিত বাড়ই, সাঈদ ইসলাম, অনিন্দ্য জসীম, শতাব্দী কাদের, এস এম রায়হান, জেবুন্নেসা রিনা, শরৎ সেলিম, চিন্তক আবুল কালাম আজাদ প্রমুখ।

আবুল কালাম আজাদ বলেন, অত্যন্ত দুঃখজনকভাবে বিনা নোটিশে আমাদের মুক্তমঞ্চ গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যা আমাদের অন্তরে আঘাত দিয়েছে। কেন মুক্তমঞ্চ বিনা নোটিশে ভেঙে দেওয়া হলো? যার ইঙ্গিতে এই মুক্তমঞ্চ ভেঙে দেওয়া হলো, তিনি অনুতপ্ত হবেন এবং মঞ্চটি পুনরায় নির্মাণ করে দেবেন, এই আশা করি। আমরা জীবন ও বেদনার কথা বলি কবিতায়। আমরা শান্তি চাই, কোনো বিশৃঙ্খলা চাই না।

এর আগে, গত বুধবার (৩০ এপ্রিল) নগরের জয়নুল আবেদিন উদ্যানের ভেতর অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় সিটি করপোরেশন ও জেলা প্রশাসন। এ সময় খননযন্ত্র দিয়ে পাঁচটির মতো স্থাপনা ভাঙার পর সরকারি জায়গায় থাকা ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চও গুঁড়িয়ে দেয়।

খবর পেয়ে কবি ও সাংস্কৃতিক কর্মীরা গিয়ে প্রতিবাদ করলে অভিযান বন্ধ রাখা হয়। এ সময় সাংস্কৃতিক কর্মীদের স্থাপনার বৈধ কাগজপত্র দেখানোরও নির্দেশ দেন জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। প্রতিবাদের মুখে উচ্ছেদ অভিযান রেখে চলে যায় ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তমঞ্চ গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদ জানায় নেটিজেনরা।

এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজিদ বলেন, কাগজপত্রে সাহিত্য সংসদ বলতে সেখানে কিছু নেই। অবৈধভাবে কোনো জায়গা দখল করলে তো হবে না। সাহিত্য সংসদ আমাদের কাছে আবেদন করলে আমরা অন্য জায়গায় ব্যবস্থা করে দেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের খেলা

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অশালীন মন্তব্য, ছাত্রলীগ কর্মীর চুল কর্তন

০২ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ঢাকায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

বুধবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

০২ জুলাই : আজকের নামাজের সময়সূচি

টিকাটুলিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিয়ের প্রলোভনে ‘ধর্ষণ’, পুলিশ সদস্য গ্রেপ্তার

পরীক্ষায় নকল সরবরাহ করতে যান ছাত্রদল নেতা, অতঃপর...

ছাত্রীদের হলে পুরুষ স্টাফ দিয়ে তল্লাশি

১০

দাম কমলো ইন্টারনেটের

১১

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

১২

পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা কতটা উপযোগী, ভাবার অনুরোধ তারেক রহমানের

১৩

বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

১৪

জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ

১৫

শাহজালালে বোয়িং বিমানে লাগেজ ট্রলির আঘাত

১৬

আখতারকে রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

১৭

মধ্যরাতে বরখাস্ত চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার

১৮

‘একসঙ্গে সমুদ্রে নেমে তো গোসল করতে পারব না’

১৯

জুলাই যোদ্ধার তালিকায় এক ব্যক্তির নাম ২ জায়গায়

২০
X