সিলেট ব্যুরো
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১২:১৭ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৭:৪৬ এএম
অনলাইন সংস্করণ

জুলাই যোদ্ধার তালিকায় এক ব্যক্তির নাম ২ জায়গায়

সিলেট জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
সিলেট জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক আহতের নাম তালিকার দুই জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযোগ উঠেছে, প্রকৃত আহত অনেকের নাম তালিকায় না ওঠালেও অনেকে ভুয়া চিকিৎসা সনদ নিয়ে সরকারি তালিকায় নাম উঠিয়েছেন। সিভিল সার্জন কার্যালয় ও ওসমানী হাসপাতালের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী এমন কাজে জড়িত।

কালবেলার অনুসন্ধানে জানা গেছে, গত ৫ মার্চ প্রকাশিত গেজেটে সিলেটে আহত ফখরুল হাসানের নাম দুই জায়গায় এসেছে। সিলেট নগরের বাগবাড়ি এলাকার দুর্বার ১৯ এলাকার মো. বিলাল মিয়ার ছেলে ফখরুল হাসানের নাম ৩৫৬ ও ২৭১ নম্বরে এসেছে। এ নিয়ে ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বাগবাড়ি এলাকার একাধিক বাসিন্দা জানান, ফখরুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছেন বলে আমার জানা নেই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কালবেলাকে বলেন, ফখরুল হাসানের নাম ভুলে দুবার এসেছে। তবে তিনি সিলেট জেলা প্রশাসক অফিসে এটা জানিয়েছেন।

এ বিষয়ে ফখরুল হাসান কালবেলাকে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আমি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছি। বর্তমানে অর্থোপেডিক্সের ডাক্তার দিয়ে চিকিৎসা চালচ্ছি। ভুলক্রমে সার্ভার সমস্যা কারণে আমার নাম দুবার চলে এসেছে। আমি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে দেখি, আমার নামে দুটি চেক এসেছে। পরে একটি চেক আমি গ্রহণ করি ও অন্যটি জমা দিয়েছি। ডিসি অফিসে গিয়ে আমার নাম দুবার আসায় এডিসিকে জানিয়েছি। এ ছাড়া তারা আমার একটি নাম রেখে আরেকটি কেটে দেবেন বলে জানিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কালবেলাকে বলেন, ফখরুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছেন। এখন পর্যন্ত সোজাভাবে হাঁটতে পারেন না। ভুলে গেজেটে উনার নাম দুবার চলে এসেছে। এ বিষয়ে ডিসি অফিসে তিনি চেক নিয়ে জেলা প্রশাসকের কাছে কার্ড দিয়ে হস্তান্তর করেছেন।

তিনি বলেন, যারা কম্পিউটারে টাইপ করেছেন তারা ভুল করে দুই জায়গায় নাম দিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সভাপতি আক্তার হোসেন কালবেলাকে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের অনেকের নাম এখনো লিস্টের আওয়াত আসেনি। কিন্তু যারা আহত হননি তাদের অনেকের নাম এসেছে—এমন অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা প্রশাসনের দৃষ্টি আর্কষণ করছি, যদি এই কাজগুলো উদ্দেশ্যপ্রণোদিত হয়ে থাকে তাহলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ বিষয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. বদরুল আমিন কালবেলাকে বলেন, একজনের যে দুই নাম এসেছে আমার জানা নেই। এ রকম থাকলে লিখিত অভিযোগ দেওয়ার কথা বলেন তিনি।

সিলেট সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন কালবেলাকে বলেন, এক ব্যক্তির দুই নাম—এ বিষয়ে আমার জানা নেই। যে ডাক্তার বৈষম্যবিরোধী আন্দোলনের তালিকা করেছেন তার সঙ্গে যোগাযোগ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপজয়ী পেসার শাহীন আলমের দুঃসময়ে পাশে দাঁড়ালেন তারেক রহমান

ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে ‘রহস্যময়’ তথ্য জানালেন জুমা

মাদুরোর বিষয়ে সিদ্ধান্ত জানাল যুক্তরাষ্ট্র

হান্নান মাসউদের মনোনয়ন বৈধ ঘোষণা

প্রথমবার জুটি বাঁধছেন অক্ষয়-রানি, আসছে ‘ওএমজি ৩’-এর তৃতীয় কিস্তি

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি তৌসিফের

মাদুরোকে আটকের খবর জানেন না ভাইস প্রেসিডেন্ট, প্রমাণ দাবি

ভেনেজুয়েলার সব সশস্ত্র বাহিনী মোতায়েনের নির্দেশ

বাদ পড়া মুস্তাফিজ কী পাবেন নিলামের পুরো টাকা, যা আছে নিয়মে

ভিক্টর ক্লাসিক বাসে নারীকে ধর্ষণের হুমকি, আটক ২

১০

খালেদা জিয়ার আসনে ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টন

১১

ঢাকা-৪ আসনে বিএনপির প্রার্থী রবিনের মনোনয়ন বৈধ

১২

এই মার্চে ভোগান্তিতে ফেলবে কিউলেক্স মশা

১৩

আমেরিকায় চাকরি নিলেন জায়েদ খান

১৪

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যানের মনোনয়নপত্র বাতিল

১৫

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

১৬

মাদুরো ও তার স্ত্রীকে আটকের দাবি যুক্তরাষ্ট্রের

১৭

আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল

১৮

মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়াদের বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী, কারণ কী?

১৯

ভেনেজুয়েলার রাজধানীসহ ৪ অঞ্চলে মার্কিন হামলা

২০
X