সিলেট ব্যুরো
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১২:১৭ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৭:৪৬ এএম
অনলাইন সংস্করণ

জুলাই যোদ্ধার তালিকায় এক ব্যক্তির নাম ২ জায়গায়

সিলেট জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
সিলেট জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক আহতের নাম তালিকার দুই জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযোগ উঠেছে, প্রকৃত আহত অনেকের নাম তালিকায় না ওঠালেও অনেকে ভুয়া চিকিৎসা সনদ নিয়ে সরকারি তালিকায় নাম উঠিয়েছেন। সিভিল সার্জন কার্যালয় ও ওসমানী হাসপাতালের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী এমন কাজে জড়িত।

কালবেলার অনুসন্ধানে জানা গেছে, গত ৫ মার্চ প্রকাশিত গেজেটে সিলেটে আহত ফখরুল হাসানের নাম দুই জায়গায় এসেছে। সিলেট নগরের বাগবাড়ি এলাকার দুর্বার ১৯ এলাকার মো. বিলাল মিয়ার ছেলে ফখরুল হাসানের নাম ৩৫৬ ও ২৭১ নম্বরে এসেছে। এ নিয়ে ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বাগবাড়ি এলাকার একাধিক বাসিন্দা জানান, ফখরুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছেন বলে আমার জানা নেই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কালবেলাকে বলেন, ফখরুল হাসানের নাম ভুলে দুবার এসেছে। তবে তিনি সিলেট জেলা প্রশাসক অফিসে এটা জানিয়েছেন।

এ বিষয়ে ফখরুল হাসান কালবেলাকে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আমি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছি। বর্তমানে অর্থোপেডিক্সের ডাক্তার দিয়ে চিকিৎসা চালচ্ছি। ভুলক্রমে সার্ভার সমস্যা কারণে আমার নাম দুবার চলে এসেছে। আমি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে দেখি, আমার নামে দুটি চেক এসেছে। পরে একটি চেক আমি গ্রহণ করি ও অন্যটি জমা দিয়েছি। ডিসি অফিসে গিয়ে আমার নাম দুবার আসায় এডিসিকে জানিয়েছি। এ ছাড়া তারা আমার একটি নাম রেখে আরেকটি কেটে দেবেন বলে জানিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কালবেলাকে বলেন, ফখরুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছেন। এখন পর্যন্ত সোজাভাবে হাঁটতে পারেন না। ভুলে গেজেটে উনার নাম দুবার চলে এসেছে। এ বিষয়ে ডিসি অফিসে তিনি চেক নিয়ে জেলা প্রশাসকের কাছে কার্ড দিয়ে হস্তান্তর করেছেন।

তিনি বলেন, যারা কম্পিউটারে টাইপ করেছেন তারা ভুল করে দুই জায়গায় নাম দিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সভাপতি আক্তার হোসেন কালবেলাকে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের অনেকের নাম এখনো লিস্টের আওয়াত আসেনি। কিন্তু যারা আহত হননি তাদের অনেকের নাম এসেছে—এমন অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা প্রশাসনের দৃষ্টি আর্কষণ করছি, যদি এই কাজগুলো উদ্দেশ্যপ্রণোদিত হয়ে থাকে তাহলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ বিষয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. বদরুল আমিন কালবেলাকে বলেন, একজনের যে দুই নাম এসেছে আমার জানা নেই। এ রকম থাকলে লিখিত অভিযোগ দেওয়ার কথা বলেন তিনি।

সিলেট সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন কালবেলাকে বলেন, এক ব্যক্তির দুই নাম—এ বিষয়ে আমার জানা নেই। যে ডাক্তার বৈষম্যবিরোধী আন্দোলনের তালিকা করেছেন তার সঙ্গে যোগাযোগ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার মতো কৌশল কি ইরানের ক্ষেত্রেও খাটাবে যুক্তরাষ্ট্র?

আমি নেতা হতে চাই না, আপনাদের সেবক হতে চাই : সেলিমুজ্জামান

১১ জানুয়ারি : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

জনগণকে সরকারের পক্ষে নামার আহ্বান ইরানি কর্তৃপক্ষের

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলে যোগ দিলেন গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী

জনগণের সঙ্গে ‘গভীর বিশ্বাসঘাতকতা’ করছে ইরান : ওয়াশিংটন

সাংবাদিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ 

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২০৩৯ সালে বিরল যে ঘটনার সাক্ষী হতে পারে মুসলিম বিশ্ব

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় হামলা

১০

ইরানে বিক্ষোভ দমনে ছোড়া হচ্ছে তাজা গুলি, হাজারেরও বেশি নিহতের শঙ্কা

১১

প্রতিপক্ষকে ১০ গোল দেওয়ার ম্যাচে যে রেকর্ড গড়লেন পেপ গার্দিওলা

১২

স্ট্রিট জার্নালের প্রতিবেদন / সম্ভাব্য ইরান হামলা নিয়ে ‘প্রাথমিক’ আলোচনা করেছে ওয়াশিংটন

১৩

তামিম বিতর্কে অবস্থান পরিষ্কার করল কোয়াব

১৪

কিউই সিরিজের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

১৫

আরেকবার চেষ্টা করে দেখি : মাহফুজ আলম

১৬

১১ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৭

বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

১৮

৯ ঘণ্টা পর আইন বিভাগের সেই শিক্ষককে ছাড়ল চবি প্রশাসন

১৯

জমি নিয়ে বিরোধে ধস্তাধস্তি, একজনের মৃত্যু

২০
X