চট্টগ্রাম নগরীতে নারী ও শিশুসহ ৩৫ জন রোহিঙ্গাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (৩ মে) সকালে পতেঙ্গা সমুদ্রসৈকত সংলগ্ন খেজুরতলা বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়।
নগরীর তালতলার বাসিন্দা হাসনাত কালবেলাকে বলেন, প্রথমে তাদের দেখে মনে হয়েছিল কোনো অনুষ্ঠানে এসেছেন। তাদের কথার ভাষা টানাটানা ছিল। বেড়িবাঁধ সড়কের পাশে তাদের অবস্থান ছিল। তাদের দলের মধ্যে নারী ও শিশু রয়েছে। তারা কোথায় যাবেন, কার কাছে এসেছে সে বিষয়ে কিছুই বলতে পারেনি।
পতেঙ্গা থানার ওসি (তদন্ত) মো. ফরিদুল আলম বলেন, পতেঙ্গা থানাধীন খেজুরতলা এলাকা থেকে নারী ও শিশুসহ মোট ৩৫ রোহিঙ্গাকে আটক করেছে। পরবর্তীতে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের ভাসানচরে পাঠানোর প্রক্রিয়া চলছে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন বলেন, আটক ব্যক্তিরা জানিয়েছে, নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছিলেন তারা। চট্টগ্রাম শহরে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিল দলটি। অভিযান চালিয়ে নারী-শিশু ও পুরুষসহ মোট ৩৫ জনকে আটক করা হয়েছে। তাদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ পরবর্তী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন