ঠাকুরগাঁও ও বালিয়াডাঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির দুপক্ষে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের ওপর হামলার ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে বিএনপির দুই পক্ষ।

গতকাল শনিবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি কলেজ মাঠে উপজেলা বিএনপির সম্মেলনে মির্জা ফয়সালের ওপর হামলার ঘটনা ঘটে।

রোববার (১৩ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বাড়িতে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি।

অন্যদিকে একই সময় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন হামলায় অভিযুক্ত নবনির্বাচিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমান।

জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. পয়গাম আলী অভিযোগ করে বলেন, অ্যাডভোকেট সৈয়দ আলম ও ড. টিএম মাহবুবর রহমানের নেতৃত্বে তাদের উচ্ছৃঙ্খল সমর্থকরা লাঠিসোঁটা ও চেয়ার দিয়ে হামলা এবং মির্জা ফয়সাল আমিনের গাড়ি ভাঙচুর করেন। একপর্যায়ে জেলা থেকে আসা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা মির্জা ফয়সালকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করেন এবং তারাও আহত হন।

পয়গাম আলী আরও বলেন, এ ধরনের ন্যক্কারজনক, দলীয় শৃঙ্খলাপরিপন্থি ও আইনবিরোধী কর্মকাণ্ড যারা করেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে সাংগঠনিকসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পাল্টা সংবাদ সম্মেলনে হামলার জন্য জামায়াত ও আওয়ামী লীগকে দায়ী করে নবনির্বাচিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমান বলেন, এটি তার জনপ্রিয়তা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুপরিকল্পিত অপচেষ্টা।

হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, সম্মেলনের ফল ঘোষণার পর মির্জা ফয়সাল আমিন যখন বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন, তখন তার গাড়িবহরে হামলা চালানো হয়। এই বর্বর ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের কাছে আহ্বান জানাই, দ্রুত প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

বিএনপির অভ্যন্তরে কোনো বিভাজন নেই দাবি করে টিএম মাহবুবর বলেন, বিএনপির কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নন। সম্মেলন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়েছে। এতে কোনো বিরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। বরং সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, এটি আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে পূর্বপরিকল্পিত হামলা।

হামলার প্রতিবাদে বিক্ষোভ : বিএনপির সম্মেলনে মহাসচিবের ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। গতকাল বিকেল সাড়ে ৫টায় উপজেলার চাড়োল ইউনিয়নে লাহিড়ী বাজারে কাউন্সিলরদের একাংশ এবং চাড়োল ইউনিয়ন বিএনপির নেতারা এ বিক্ষোভ করেন। মিছিলটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরুন্নবীর বাড়ি থেকে বের হয়ে লাহিড়ী বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চাড়োল ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুল্লাহ বাবু, সহসভাপতি আজমির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সবুর, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজমুল মিঞা, লাহিড়ীর আঞ্চলিক শাখার ছাত্রদলের সভাপতি মাসুদ রানা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

ক্লাস শেষে বাড়ি ফেরা হলো না ৩ মাদ্রাসাছাত্রের

১৪ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৪ জুলাই : আজকের নামাজের সময়সূচি

গণভবনকে যার সঙ্গে তুলনা করলেন ফরাসি রাষ্ট্রদূত

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে কমিশনের নতুন ফর্মুলা

পিএসজিকে বিধ্বস্ত করে শিরোপা জিতল চেলসি

লন্ডনে সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্ত

দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

১০

‘হাসিনাকে বাংলার মসনদে ফেরাতে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে’

১১

আবু সাঈদ হত্যায় ফরেনসিক বিশ্লেষণে দুটি বিষয় স্পষ্ট : আসিফ নজরুল

১২

সোহাগকে বাঁচাতে কেন এগিয়ে আসেননি বাহিনীর সদস্যরা, জানালেন আনসারপ্রধান

১৩

অবশেষে আ.লীগের মন্ত্রীর ভাইকে সরানো হলো মুদ্রণ শিল্প সমিতি থেকে

১৪

আগামী ২ দিনের আবহাওয়া নিয়ে নতুন বার্তা

১৫

চবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ

১৬

নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্তকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে : আমীর খসরু

১৭

ফিল্মি কায়দায় প্রবাসীকে অপহরণ, পুলিশের অভিযানে উদ্ধার

১৮

ফজলে করিমের বিরুদ্ধে দুদকের মামলা

১৯

চ্যাটজিপিটি ব্যবহার করে ইংরেজিতে দক্ষ হবেন যেভাবে 

২০
X