ঠাকুরগাঁও ও বালিয়াডাঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির দুপক্ষে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের ওপর হামলার ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে বিএনপির দুই পক্ষ।

গতকাল শনিবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি কলেজ মাঠে উপজেলা বিএনপির সম্মেলনে মির্জা ফয়সালের ওপর হামলার ঘটনা ঘটে।

রোববার (১৩ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বাড়িতে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি।

অন্যদিকে একই সময় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন হামলায় অভিযুক্ত নবনির্বাচিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমান।

জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. পয়গাম আলী অভিযোগ করে বলেন, অ্যাডভোকেট সৈয়দ আলম ও ড. টিএম মাহবুবর রহমানের নেতৃত্বে তাদের উচ্ছৃঙ্খল সমর্থকরা লাঠিসোঁটা ও চেয়ার দিয়ে হামলা এবং মির্জা ফয়সাল আমিনের গাড়ি ভাঙচুর করেন। একপর্যায়ে জেলা থেকে আসা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা মির্জা ফয়সালকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করেন এবং তারাও আহত হন।

পয়গাম আলী আরও বলেন, এ ধরনের ন্যক্কারজনক, দলীয় শৃঙ্খলাপরিপন্থি ও আইনবিরোধী কর্মকাণ্ড যারা করেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে সাংগঠনিকসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পাল্টা সংবাদ সম্মেলনে হামলার জন্য জামায়াত ও আওয়ামী লীগকে দায়ী করে নবনির্বাচিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমান বলেন, এটি তার জনপ্রিয়তা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুপরিকল্পিত অপচেষ্টা।

হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, সম্মেলনের ফল ঘোষণার পর মির্জা ফয়সাল আমিন যখন বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন, তখন তার গাড়িবহরে হামলা চালানো হয়। এই বর্বর ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের কাছে আহ্বান জানাই, দ্রুত প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

বিএনপির অভ্যন্তরে কোনো বিভাজন নেই দাবি করে টিএম মাহবুবর বলেন, বিএনপির কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নন। সম্মেলন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়েছে। এতে কোনো বিরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। বরং সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, এটি আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে পূর্বপরিকল্পিত হামলা।

হামলার প্রতিবাদে বিক্ষোভ : বিএনপির সম্মেলনে মহাসচিবের ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। গতকাল বিকেল সাড়ে ৫টায় উপজেলার চাড়োল ইউনিয়নে লাহিড়ী বাজারে কাউন্সিলরদের একাংশ এবং চাড়োল ইউনিয়ন বিএনপির নেতারা এ বিক্ষোভ করেন। মিছিলটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরুন্নবীর বাড়ি থেকে বের হয়ে লাহিড়ী বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চাড়োল ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুল্লাহ বাবু, সহসভাপতি আজমির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সবুর, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজমুল মিঞা, লাহিড়ীর আঞ্চলিক শাখার ছাত্রদলের সভাপতি মাসুদ রানা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা 

বরিশালে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৩৫, আক্রান্ত সাড়ে ১৫ হাজার

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ শীর্ষক কর্মশালা

মিরপুরের সেই গুদাম থেকে বের হচ্ছে বিষাক্ত গ্যাস, দূরে থাকার পরামর্শ

বাচ্চাকে কোলে নিয়ে ভোট দিলেন মা

এবার ধানমন্ডিতে আগুন

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআর বিদ্রোহ মামলার ৯ জন

জামায়াত আমিরের সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অভিনেতা পঙ্কজ ধীর আর নেই

শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে

১০

দুই শতাধিক ভুয়া ভোটারকে আটকে দিল প্রশাসন   

১১

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে প্রথম টেস্টে সহজ জয় পাকিস্তানের

১২

ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা

১৩

শিক্ষকদের ৩ দাবিতে উত্তাল শাহবাগ

১৪

কলাবাগানে স্বামীর হাতে স্ত্রী খুনের লোমহর্ষক বর্ণনা দিল পুলিশ

১৫

সন্ধ্যায় দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসছে ঐকমত্য কমিশন 

১৬

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন নির্বাচনের তারিখ ঘোষণা

১৭

সেই দুই পুলিশ কর্মকর্তার দুদকে বদলির আদেশ বাতিল

১৮

সরকারি কাজে বাধা, যুবদল নেতা বহিষ্কার

১৯

সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৪০ শতাংশ

২০
X