কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

ফিল্মি কায়দায় প্রবাসীকে অপহরণ, পুলিশের অভিযানে উদ্ধার

অপহরণের শিকার জিয়াউর রহমান। ছবি : সংগৃহীত
অপহরণের শিকার জিয়াউর রহমান। ছবি : সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে জিয়াউর রহমান জিরুল নামে এক প্রবাসীকে অস্ত্রধারী সন্ত্রাসীরা জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পানগুছি নদীতে ফেরি চলাচল বন্ধ করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। স্থানীয়দের সহায়তায় পুলিশ ৪ জনকে আটক করেছে। পাশাপাশি অপহরণের কাজে ব্যবহৃত একটি হায়েস গাড়িও জব্দ করেছে পুলিশ।

রোববার (১৩ জুলাই) সকাল ৮টার দিকে আমতলী সরকারি দীঘি সংলগ্ন চৌরাস্তার একটি চায়ের দোকান থেকে ওই প্রবাসীকে অপহরণ করা হয়। চা দোকানের মালিক বাচ্চু মিয়া অপহরণের তথ্যটি নিশ্চিত করেছেন।

অপহরণের শিকার জিয়াউর রহমান আমতলী গ্রামের মজিদ হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত ভারতের বেঙ্গালোরে বসবাস করতেন। সেখানে ভাঙারির ব্যবসা করতেন বলে জানা গেছে। সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন।

আটককৃতরা হলেন- জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোরেলগঞ্জের হোগলাবুনিয়া গ্রামের এইচ.এম খলিলুর রহমান (৪২), গাড়ির চালক খুলনার নিরালা গ্রিনভিউ এলাকার এনামুল হকের ছেলে আমিরুজ্জামান খোকন (৫৫), বটিয়াঘাটা থানার দক্ষিণ মাথাভাঙ্গা গ্রামের আব্দুস সত্তার রাজ (৫৫) এবং তেতুলতলা গ্রামের মোয়াজ্জেম হাওলাদার (৪০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে কালো রঙের একটি মাইক্রোবাসে করে একজন নারীসহ ১৭/১৮ জন সন্ত্রাসী আমতলী চৌরাস্তায় এসে পৌঁছায়। সঙ্গে ৩/৪টি মোটরসাইকেলও ছিল। তাদের কাছে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ছিল। এ সময় অস্ত্রধারী দুর্বৃত্তরা তাকে মারধর করে চোখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর তারা পানগুছি নদীতে ফেরি চলাচল বন্ধ করে দিয়ে পালিয়ে যায়৷

এদিকে অপহরণের খবর পেয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবর রহমান অভিযান শুরু করেন। পরে পুলিশ ফেরিঘাটে তল্লাশি চালিয়ে ওই মাইক্রোবাস থেকে অপহৃত জিয়াউর রহমানকে উদ্ধার করতে সক্ষম হন। অপহরণের কাজে ব্যবহৃত কালো রঙের একটি হায়েস গাড়ি জব্দ করে।

ভুক্তভোগী জিয়াউর রহমান জানান, রোববার সকালে তিনি তার বাড়ির কাছে আমতলী বাজারে একটি দোকানে চা খাচ্ছিলেন। এসময় একটি গাড়িতে ও ৪-৫টি মোটরসাইকেলে করে ১৫-২০ জন লোক তাকে ধরে মারধর করে চোখ বেঁধে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যায়।

জিয়াউর রহমানের স্ত্রী ময়না বেগম জানান, তার স্বামীকে উদ্ধারের জন্য তারা ৯৯৯ নম্বরে জানালে মোরেলগঞ্জ থানা পুলিশ ফেরি আটকে দিয়ে তার স্বামীকে উদ্ধার ও অপহরণকারী চক্রের ৪ জনকে আটক করে।

ওসি মো. মতলুবর রহমান বলেন, ব্যবসায়ী জিয়াউর রহমানকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে এমন খবর শুনে পুলিশের পৃথক দুটি দল ফেরিঘাটসহ সড়কে তল্লাশি শুরু করে। একপর্যায়ে ফেরিঘাটে হালকা কালো রঙের একটি গাড়ির মধ্যে ব্যবসায়ী জিয়াউর রহমানকে আহত ও মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। এসময় গাড়িরচালক ও গাড়িতে থাকা অপহরণকারী চক্রের অপর ৩ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে ভয়াবহ দাবানল

মেঘনা গ্রুপে আকর্ষণীয় পদে নিয়োগ

গাজায় মোট মৃত্যু ৫৮ হাজার ছাড়াল

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

ক্লাস শেষে বাড়ি ফেরা হলো না ৩ মাদ্রাসাছাত্রের

১৪ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৪ জুলাই : আজকের নামাজের সময়সূচি

গণভবনকে যার সঙ্গে তুলনা করলেন ফরাসি রাষ্ট্রদূত

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে কমিশনের নতুন ফর্মুলা

১০

পিএসজিকে বিধ্বস্ত করে শিরোপা জিতল চেলসি

১১

লন্ডনে সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্ত

১২

দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

১৩

‘হাসিনাকে বাংলার মসনদে ফেরাতে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে’

১৪

আবু সাঈদ হত্যায় ফরেনসিক বিশ্লেষণে দুটি বিষয় স্পষ্ট : আসিফ নজরুল

১৫

সোহাগকে বাঁচাতে কেন এগিয়ে আসেননি বাহিনীর সদস্যরা, জানালেন আনসারপ্রধান

১৬

অবশেষে আ.লীগের মন্ত্রীর ভাইকে সরানো হলো মুদ্রণ শিল্প সমিতি থেকে

১৭

আগামী ২ দিনের আবহাওয়া নিয়ে নতুন বার্তা

১৮

চবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ

১৯

নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্তকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে : আমীর খসরু

২০
X