রাজধানীর ডেমরায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে দুই বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ মে) দুপুরে আদালতে সোপর্দ করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
এর আগে শনিবার (৩ মে) রাতে সারুলিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন মো. রোমান সিকদার (২০) ও শুভ হাওলাদার (২০)।
ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ভুক্তভোগী গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে কলেজ থেকে বাসায় ফেরার পথে টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে কয়েকজন যুবকের অশালীন অঙ্গভঙ্গিসহ নানাভাবে উত্ত্যক্তের শিকার হন। এ বিষয়ে তিনি তার স্বামীকে জানালেও পরবর্তীতে অভিযুক্তদের খুঁজে পাওয়া যায়নি। এদিকে গত ৩০ এপ্রিল সকালে ফেসবুকে উত্ত্যক্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে শনাক্ত করা হয়। পরে ভুক্তভোগীর স্বামীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ডেমরা থানায় একটি মামলা করা হয়।
তিনি আরও বলেন, ডেমরায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
মন্তব্য করুন